প্রশ্নঃ সিলেট — প্রাচীন জনপদের অন্তর্গত-
ক. বঙ্গ
খ. পুণ্ড্র
গ. সমতট
ঘ. হরিকেল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বরেন্দ্রভূমি নামে পরিচিত –
ক. ময়নামতি ও লালমাই পাহাড়
খ. মধুপুর ও ভাওয়াল গড়
গ. সুন্দরবন
ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কুমিল্লার পূর্ব নাম কি?
ক. ত্রিপুরা
খ. জাহাঙ্গীরনগর
গ. নাসিরাবাদ
ঘ. ইসলামপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ নোয়াখালীর পূর্বনাম কি ছিল ?
ক. সুজানগর
খ. নাসিরাবাদ
গ. পূর্বাশা
ঘ. সুধারাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ?
ক. উত্তর বঙ্গ
খ. পশ্চিমবঙ্গ
গ. উত্তর-পশ্চিমবঙ্গ
ঘ. দক্ষিণ-পূর্ববঙ্গ
উত্তরঃ গ
প্রশ্নঃ সমতট জনপদ কোথায় অবস্থিত ?
ক. রংপুর অঞ্চল
খ. খুলনা অঞ্চল
গ. কুমিল্লা অঞ্চল
ঘ. সিলেট অঞ্চল
উত্তরঃ গ
প্রশ্নঃ সিলেটের প্রাচীন নাম ছিল –
ক. শ্রীহট্ট
খ. জালালাবাদ
গ. শ্রীভূমি
ঘ. আফজালাবাদ
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত –
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. বর্ধমান
ঘ. বরিশাল
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয় ?
ক. জাহাঙ্গীরনগর
খ. ইসলামাবাদ
গ. ইসলামপুর
ঘ. জালালাবাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. খুলনা
ঘ. পটুয়াখালী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি ?
ক. মংলা
খ. চট্টগ্রাম
গ. নারায়ণগঞ্জ
ঘ. টঙ্গী
উত্তরঃ গ
প্রশ্নঃ বরিশালের প্রাচীন নাম কি ?
ক. জালালাবাদ
খ. চন্দ্রদ্বীপ
গ. বাকলা
ঘ. জঙ্গলবাড়ী
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকার প্রাচীন নাম কি ?
ক. জাহাঙ্গীরনগর
খ. ইসলামপুর
গ. সোনারগাঁ
ঘ. ঢাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ সোনালী আঁশের দেশ কোনটি?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. পাকিস্থান
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?
ক. সিলেট
খ. রাজশাহী
গ. খুলনা
ঘ. বরিশাল
উত্তরঃ খ
প্রশ্নঃ ময়নামতির পূর্ব নাম কি?
ক. লালমাই
খ. রোহিতগিরি
গ. বড় কামতা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকার গুলিস্থানে অবস্থিত ‘জিরো পয়েন্ট’ এর বর্তমান নাম কি?
ক. এলিফ্যান্ট পয়েন্ট
খ. দোয়েল চত্বর
গ. নূর হোসেন স্কোয়ার
ঘ. বিজয় উল্লাস
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
ক. হরিকেল
খ. তাম্রলিপি
গ. পুণ্ড্র
ঘ. গৌড়
উত্তরঃ গ
প্রশ্নঃ পুণ্ড্র বর্ধনের বর্তমান নাম –
ক. পাবনা
খ. কুমিল্লা
গ. মহাস্থানগড়
ঘ. পাহাড়পুর
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল –
ক. মহাস্থান
খ. কর্ণসুবর্ণ
গ. পুণ্ড্রনগর
ঘ. রামাবর্তী
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল-
ক. হরিকেল
খ. সমতট
গ. বরেন্দ্র
ঘ. রাঢ়
উত্তরঃ ক
Question: বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?a.চট্টগ্রামb.সিলেটc.ঢাকাd.রাজশাহীAnswer: b
প্রশ্নঃ কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের ‘সাগরকন্যা’ বলা হয় ?
ক. কক্সবাজার
খ. সেন্টমাটিন
গ. পতেঙ্গা
ঘ. কুয়াকাটা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বেইলী রোড এর নতুন নাম কি ?
ক. থিয়েটার এভিনিউ
খ. নাট্য সদন
গ. নাটক সরণী
ঘ. ব্রডওয়ে
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?
ক. সমতট
খ. পুণ্ড্রবর্ধন
গ. বঙ্গ
ঘ. রাঢ়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়?
ক. ঢাকা
খ. খুলনা
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ গ
প্রশ্নঃ রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত –
ক. পলল গঠিত সমভূমি
খ. বরেন্দ্রভূমি
গ. উত্তরবঙ্গ
ঘ. মহাস্থানগড়
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বরিশালের পূর্বনাম নয় ?
ক. বাকলা
খ. চন্দ্রদ্বীপ
গ. ইসমাইলপুর
ঘ. সুধারাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?
ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল
খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
গ. ঢাকা ও ময়মসিংহ অঞ্চল
ঘ. বৃহওম সিলেট অঞ্চল
উত্তরঃ খ
প্রশ্নঃ সোনারগাঁও -এর পূর্বনাম ছিল –
ক. চন্দ্রদ্বীপ
খ. সুবর্ণগ্রাম
গ. সুধারাম
ঘ. বিক্রমপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সুধারাম’ কোন জেলার পূর্বনাম?
ক. যশোর
খ. নোয়াখালী
গ. বরিশাল
ঘ. দিনাজপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা
খ. আলমগীরনামা
গ. আইন-ই-আকবরী
ঘ. তুজুক-ই-আকবর
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন জনপদের নাম –
ক. সমতট
খ. পুণ্ড্র
গ. বঙ্গ
ঘ. হরিকেল
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)