বাংলাদেশ বিষয়াবলী-৭৪

প্রশ্নঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
ক. জয়দেবপুর
খ. ময়মনসিংহ
গ. ঢাকা
ঘ. দিনাজপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী কার উদ্যেগে প্রতিষ্ঠিত হয় ?(Who established Bangladesh Academy for Rural Development (BARD) ?)
ক. আখতার হামিদ খান (Akhtar Hamid Khan)
খ. মাওলানা ভাসানী (Mawlana Bhashani)
গ. আবেদ খান (Abed Khan)
ঘ. ড.মুহাম্মদ ইউনূস (Mohammed Younus)
ঙ. এদের কেউই নয় (None of them)
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশে তেল-গ্যাস আবিস্কাররে সর্বোচ্চ সাফল্য কোন সংস্থাটির ?
ক. Unocol
খ. Bapex
গ. Occidental
ঘ. Chevron
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় –
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
উত্তরঃ খ

প্রশ্নঃ ECNEC -এর বিকল্প চেয়ারম্যান –
ক. বাংলাদেশ ব্যাংকের গভর্নর
খ. অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
গ. রাষ্ট্রপতি
ঘ. প্রধানমন্ত্রী
উত্তরঃ খ

প্রশ্নঃ কে এফ.বি.সি.সি.আই এর সদস্য হতে পারে ? (Who can become the members of FBCCI ?)
ক. Industrial unit
খ. Commercial establishment
গ. Trade Association
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ BIRDEM stands for –
ক. Bangladesh International Research Diabetes Exanination Method
খ. Bangladesh International Research for Diabetes and Examination Methodology
গ. Bangladesh Institute for Research of Diabetes Endocrine and Metabolic Disorder
ঘ. Bangladesh Institute for Research of Diabetes Examination Method
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাঊন্সিলের নির্বাহী পরিষদের সভাপতি হচ্ছেন –
ক. প্রধানমন্ত্রী
খ. অর্থ মন্ত্রী
গ. পরিকল্পনা মন্ত্রী
ঘ. যোগাযোগ মন্ত্রী
উত্তরঃ ক

প্রশ্নঃ ICDDR,B কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ক

প্রশ্নঃ সাংস্কৃতিক সংগঠন ‘উদীচীর’ প্রতিষ্ঠাতা কে ?
ক. সত্যেন সেন
খ. সৈয়দ শামসুল হক
গ. ওয়াহিদুল হক
ঘ. সানজিদা বেগম
উত্তরঃ ক

প্রশ্নঃ বি. কে. এস. পি কোথায় অবস্থিত ?
ক. সাভার
খ. ডোমার
গ. বেনাপোল
ঘ. সোনারগাঁও
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আলোকিত মানুষ চাই’ কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
ক. জাতীয় গ্রন্থ কেন্দ্র
খ. বিশ্ব সাহিত্য কেন্দ্র
গ. সুশাসনের জন্য নাগরিক
ঘ. পাবলিক লাইব্রেরী
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের বাইরে ব্র্যাকের কার্যক্রম কোন দেশে চালু আছে –
ক. ইথিওপিয়াতে
খ. সুদানে
গ. নেপালে
ঘ. আফগানিস্তানে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কখন ?
ক. ১৯ ডিসেম্বর, ১৯৭০
খ. ৩ ডিসেম্বর, ১৯৫৫
গ. ২১ ফেব্রুয়ারী, ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বাংলা পিডিয়া’র প্রধান সম্পাদক কে ?
ক. আবদুল মুনীর চৌধুরী
খ. ওয়াকিল আহম্মেদ
গ. আবদুল মান্নান
ঘ. সিরাজুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ RDA এর পূর্ণ রূপ –
ক. Rajshahi Development Academy
খ. Rajdhani Development Authority
গ. Rural Development Academy
ঘ. Rural Development Authority
উত্তরঃ গ

প্রশ্নঃ The acronym B.R.R.I stands for –
ক. British Rural Research Institute
খ. Bangladesh Road and Railway Institute
গ. Bangladesh Rice Research Institute
ঘ. Bangladesh Rich Research Institution
উত্তরঃ গ

প্রশ্নঃ NIPORT কি?
ক. জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
খ. পোলট্রি ফার্ম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
গ. নদীবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
ঘ. বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
উত্তরঃ ক

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও প্রাচীন নাম এবং গুরুত্বপূর্ণ জনপদ:

প্রশ্নঃ ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় —- কে ?
ক. চট্টগ্রাম
খ. রাজশাহী
গ. সিলেট
ঘ. খুলনা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রোহিতগিরি’ কোন স্থানের পূর্ব নাম –
ক. বরিশালের
খ. বগুড়া্র
গ. সিলেটের
ঘ. ময়নামতির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ — is known as the city of mosques.
ক. Islamabad
খ. Istambul
গ. Dhaka
ঘ. Jakarta
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা –
ক. রাজশাহী
খ. দিনাজপুর
গ. খুলনা
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম –
ক. রাঢ়
খ. চট্টলা
গ. শ্রীহট্ট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম –
ক. রাঢ়
খ. বঙ্গ
গ. হরিকেল
ঘ. পুণ্ড্র
ঙ. গৌড়
উত্তরঃ গ

প্রশ্নঃ What is the previous name of the Sonargaon ?
ক. Chandradeep
খ. Suvarna Gram
গ. Shudharam
ঘ. Bikrampur
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় ?
ক. চট্টগ্রাম
খ. মংলা
গ. ঢাকা
ঘ. চাঁদপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাচীন জাহাঙ্গীরনগরের বর্তমান নাম কি ?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. সোনারগাঁও
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ বর্তমান নাম কি?
ক. মালদ্বীপ
খ. সন্দ্বীপ
গ. বরিশাল
ঘ. হাতিয়া
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!