সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পরিচিতি:
প্রশ্নঃ ‘কেয়ার’ একটি –
ক. বাংলাদেশী এনজিও
খ. আমেরিকান এনজিও
গ. কানাডিয়ান এনজিও
ঘ. ড্যানিশ
ঙ. এনজিতও
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৫৪ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ Where IRRI (International Rice Research Institute ) is located ?
ক. Gazipur
খ. Bangkok
গ. Maldip
ঘ. Manila
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? (Which of the following institution was created due to language movement?)
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)
খ. বাংলা একাডেমী (Bangla Academy)
গ. এশিয়াটিক সোসাইটি (Asiatic Society)
ঘ. নজরুল ইন্সটিটিউট (Nazrul Institue)
উত্তরঃ খ
প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে ?
ক. ১৯৯৮ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০০০ সালে
ঘ. ২০০১ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস -চ্যান্সেলর —
ক. স্যার এ.এফ. রহমান
খ. ড. মাহমুদ হাসান
গ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
ঘ. ড. রমেশ চন্দ্র মজুমদার
উত্তরঃ ক
প্রশ্নঃ BARD কোথায় অবস্থিত ?
ক. মাদারীপুর
খ. কুমিল্লা
গ. গাজীপুর
ঘ. নোয়াখালী
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা
খ. রাজশাহী
গ. বগুড়া
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Which of the following gas fields in not owned by Petrobangla ?
ক. Sangu Valley Gas Field
খ. Titas Gas Field
গ. Bakhrabad Gas Field
ঘ. Jalalabad Gas Field
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি?
ক. প্ল্যানিং কমিশন
খ. জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ
গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
ঘ. অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি ?
ক. BRRI
খ. IRRB
গ. BARI
ঘ. BIRR
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি?
ক. ব্র্যাক
খ. গ্রামীণ ব্যাংক
গ. প্রশিকা
ঘ. আশা
উত্তরঃ ক
প্রশ্নঃ বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে ?
ক. ডা.এম আর খান
খ. ডা. মোহাম্মদ ইব্রাহিম
গ. ডা. নূরুল ইসলাম
ঘ. ডা. গোলাম রসুল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘BARD’ বলতে কি বুঝায় ? (The acronym BARD stands for -)
ক. British Air and Road Department
খ. Bangladesh Agricultural and Rural Development
গ. Bangladesh Academy for Rural Development
ঘ. Bangladesh Air and Road Department
ঙ. None of the above
উত্তরঃ গ
প্রশ্নঃ বি. কে. এস. পি হলো –
ক. একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
খ. একটি ক্রীড়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
গ. একটি কিশোর ফুটবল টিমের নাম
ঘ. একটি সংবাদ সংস্থার নাম
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্র্যাক -এর প্রতিষ্ঠাতা কে –
ক. ড.মুহাম্মদ ইউনুস
খ. অধ্যাপক মুজাফফর আহমদ
গ. আইরিন খান
ঘ. ফজলে হোসেন আবেদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ECNEC এর পূর্ণ অভিব্যাক্তি কি ?(ECNEC stands for -)
ক. Executive Committee of National Economic Council
খ. Executive Council of National Economic Committee
গ. Executive Council of National Executive Committee
ঘ. Economic Committee of National Executive Council
ঙ. None of these
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের-
ক. ১৪৬তম সদস্য
খ. ১৩৬তম সদস্য
গ. ১২৬তম সদস্য
ঘ. ১১৬তম সদস্য
উত্তরঃ খ
প্রশ্নঃ Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) is a company of :
ক. Power Development Board (PDB)
খ. Dhaka Electric Supply Authority (DESA)
গ. Petrobangla
ঘ. Rural Electrification Board (REB)
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ NAPE কি?
ক. জাতীয় শিক্ষানীতি
খ. জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি
গ. জাতীয় বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র
ঘ. জাতীয় জনশিক্ষা একাডেমী
উত্তরঃ খ
প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
ক. ঢাকা সেনানিবাসে
খ. ঢাকার সেগুনবাগিচায়
গ. ঢাকা শাহ্বাগে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ খ
প্রশ্নঃ কুমিল্লা বার্ড (BARD) এর প্রতিষ্ঠাতা কে ? (Who was the founder of BARD at Comilla ?)
ক. মোহাম্মদ আইউব খান
খ. আখতার হামিদ খান
গ. আবদুল হামিদ খান ভাসানী
ঘ. এম.এ.এম. ফজলুল হক
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সদরদপ্তর কোথায় অবস্থিত? (Where is the headquarters of Bangladesh Rice Research Institute located?)
ক. Comilla
খ. Gazipur
গ. Kustia
ঘ. Rangpur
ঙ. Barisal
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৫৯ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৬৮ সালে
ঘ. ১৯৮৫ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন প্রতিষ্ঠানের উদ্যেগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল ?
ক. শিল্পকলা একাডেমী
খ. বাংলা একাডেমী
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা একাডেমীর মূল ভবনের নাম কি ছিল ?
ক. বর্ধমান হাউজ
খ. বাংলা ভবন
গ. আহসান মঞ্জিল
ঘ. চামেলি হাউজ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে ডায়াবেটিস রোগের চিকিৎসায় খ্যাত বারডেম যে শহরে গড়ে উঠেছে –
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. গাজীপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ পি.এ.টি.সি (পাবলিক এডমিনিস্ট্রেশন সেন্টার) কোথায় অবস্থিত ?
ক. সোনারগাঁও
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. সাভার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ক. বিয়াম
খ. নায়েম
গ. টি.টি.সি
ঘ. ইউ.জি.সি
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)