বাংলাদেশ বিষয়াবলী-৭২

প্রশ্নঃ ২০১৭-২০১৮ সালের জাতীয় বাজেটের মোট পরিমাণ কত?
ক. ৪,০০,২৯৯ কোটি টাকা
খ. ৪,০০,২৮৮ কোটি টাকা
গ. ৪,০০,২৭৭ কোটি টাকা
ঘ. ৪,০০,২৬৬ কোটি টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাধারণ করমুক্ত আয়সীমা কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
ক. ২ লাখ ৭০ হাজার
খ. ২ লাখ ৪৫ হাজার
গ. ২ লাখ ৩৫ হাজার
ঘ. ২ লাখ ৫০ হাজার
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল-
ক. ৬.০%
খ. ৬.৪১%
গ. ৫.৯২%
ঘ. ৬.৪৩%
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭-২০১৮ সালের জাতীয় বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা কত?
ক. ২ লাখ ৮০ হাজার টাকা
খ. ২ লাখ ৭০ হাজার টাকা
গ. ২ লাখ ৬০ হাজার টাকা
ঘ. ২ লাখ ৫০ হাজার টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমাদের দেশে এ যাবৎ কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে ?
ক. ৮
খ. ৬
গ. ৫
ঘ. ১০
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় বাজেট ২০১৬-১৭ এর বাজেটের পরিমাণ কত?
ক. ৩,৬৫,৬৫০ কোটি টাকা
খ. ৩,৫৫,৬৫০ কোটি টাকা
গ. ৩,৪০,৬০৫ কোটি টাকা
ঘ. ৩,৩৫,৫৫০ কোটি টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ PRSP এর পূর্ণাঙ্গ রূপ কি ?(PRSP stands for -)
ক. Poverty Reduction Study Project
খ. Poverty Reduction Strategy Papers
গ. Poverty Reduction Scheme Papers
ঘ. None of the above
উত্তরঃ খ

প্রশ্নঃ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত?
ক. ২০১৫ – ২০১৯ সাল
খ. ২০১৬ – ২০২০ সাল
গ. ২০১৭ – ২০২১ সাল
ঘ. ২০১৮ – ২০২২ সাল
উত্তরঃ খ

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের বিভিন্ন কমিশন সমূহ:

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয়?
ক. ১৩৭
খ. ১৩৮
গ. ১৪৭
ঘ. ১৫০
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ আণবিক শক্তি সংস্থা (BAEC) এর প্রধান কার্যালয় কোথায় ?
ক. সাভার
খ. গাজীপুর
গ. কালুরঘাট
ঘ. ঢাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয় কখন?
ক. ১৩ আগস্ট, ২০০৪
খ. ২১ আগস্ট, ২০০৪
গ. ২১ নভেম্বর, ২০০৪
ঘ. ২৫ মার্চ, ২০০৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে ২০০৮ সালের ৩রা আগস্ট গঠিত ‘ট্রুথ কমিশন’ এর সভাপতির নাম –
ক. বিচারপতি (অবঃ) হাবিবুর রহমান খান
খ. বিচারপতি (অবঃ) আব্দুল হামিদ
গ. বিচারপতি (অবঃ) হাবিব খান
ঘ. বিচারপতি (অবঃ) এনায়েতুল্লাহ খান
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
ক. ৪ বৎসর
খ. ৫ বৎসর
গ. ৩ বৎসর
ঘ. ৭ বৎসর
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয় –
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ দুর্নীতি দমন কমিশনের পঞ্চম চেয়ারম্যান কে?
ক. মনিরুদ্দীন আহমেদ
খ. এম আব্দুল আজিজ
গ. এ এফ এম আমিনুল ইসলাম
ঘ. ইকবাল মাহমুদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য –
ক. দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
খ. দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
গ. বন্যা নিয়ন্ত্রণে দু’দেশের মধ্যে সহযোগিতা
ঘ. দু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে ?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৯৭ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ RRC -এর পূর্ণ অভিব্যক্তি হলো –
ক. Regulatory Reforms Commission
খ. Regulation Reforms Council
গ. Rural Regulation Committee
ঘ. Rural Reformation Committee
ঙ. Regulatory Reforms Council
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয় ?
ক. ১ সেপ্টেম্বর, ২০০৮
খ. ২ সেপ্টেম্বর, ২০০৮
গ. ৩ সেপ্টেম্বর, ২০০৮
ঘ. ৪ সেপ্টেম্বর, ২০০৮
উত্তরঃ ক

প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-
ক. ৫ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
ঘ. ৬ বছর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্যদের নিয়োগকারী কে?
ক. শিক্ষামন্ত্রী
খ. স্পীকার
গ. প্রধানমন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বিল পাস হয়?
ক. ১৭ ফেব্রুয়ারি, ২০০৪
খ. ১৭ মার্চ, ২০০৫
গ. ১৭ এপ্রিল, ২০০৩
ঘ. ১৯ ফেব্রুয়ারী, ২০০৪
উত্তরঃ ক

প্রশ্নঃ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
ক. ১৭৬৫
খ. ১৭৮১
গ. ১৮০০
ঘ. ১৮১৩
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বাধীন দুর্নীতি দমন কমিশন মোট কতজন সদস্য নিয়ে গঠিত ?
ক. ৩ জন
খ. ৫ জন
গ. ৭ জন
ঘ. ৯ জন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সালে বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৭২
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নের কোন সংস্থাকে বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়?
ক. দুর্নীতি দমন ব্যুরো
খ. দুর্নীতি দমন বিভাগ
গ. দুর্নীতি নিয়ন্ত্রণ সেল
ঘ. দুর্নীতি দমন কমিশন
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!