সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা:
প্রশ্নঃ মোট বাজেট কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
ক. ২,৯৫,২৫০ কোটি
খ. ২,৯৫,২০০ কোটি
গ. ২,৯৫,৪০০ কোটি
ঘ. ২,৯৫,১০০ কোটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ জাতীয় সংসদে পাশ হয় কবে?
ক. ১৯ জুন ২০১৬
খ. ২৫ জুলাই ২০১৬
গ. ৩০ জুলাই ২০১৬
ঘ. ১৫ আগস্ট ২০১৬
উত্তরঃ খ
প্রশ্নঃ ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা:
ক. ৭,০০%
খ. ৭,১২%
গ. ৭.৩০%
ঘ. ৭.৪০%
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর কার্যালয় কোথায়?
ক. সিলেট
খ. নারায়ণগঞ্জ
গ. চট্টগ্রাম
ঘ. ঢাকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৬-১৭ সালের জাতীয় বাজেট কততম বাজেট?
ক. ৪৪তম
খ. ৪৬তম
গ. ৪২তম
ঘ. ৪৫তম
উত্তরঃ খ
প্রশ্নঃ IPRSP এর অর্থ কি ?
ক. Intertim Poverty Reduction Strategy Paper
খ. International Poverty Reduction Strategy Paper
গ. Internal Poverty Reduction Strategy Paper
ঘ. Inter-poverty Reduction Strategy Paper
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর চেয়ারম্যান কে?
ক. বাণিজ্যমন্ত্রী
খ. অর্থমন্ত্রী
গ. প্রধানমন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ গ
প্রশ্নঃ আমাদের দেশে এ যাবৎ (২০১৬) কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৮টি
ঘ. ৭টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ BIDA’র প্রথম নির্বাহী চেয়ারম্যান কে?
ক. মাহতাব হোসেন চৌধুরী
খ. এস এ সামাদ
গ. কাজী মো. আমিনুল ইসলাম
ঘ. মোল্লা ওয়াহিদুজ্জামান
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৭-২০১৮ সালের জাতীয় বাজেট কততম?
ক. ৪৫তম
খ. ৪৬তম
গ. ৪৪তম
ঘ. ৪৭তম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা?
ক. অর্থ মন্ত্রণালয়
খ. জাতীয় রাজস্ব বোর্ড
গ. পরিকল্পনা কমিশন
ঘ. মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন বিলুপ্ত করা হয় কবে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ২৫ আগস্ট ২০১৬
ঘ. ১ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ?
ক. অর্থ মন্ত্রী
খ. প্রধানমন্ত্রী
গ. পরিকল্পনা মন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৬ – ১৭ সালের জাতীয় বাজেট জাতীয় সংসদে কবে পেশ করা হয়?
ক. ৩ জুন ২০১৬
খ. ২ জুন ২০১৬
গ. ৫ জুন ২০১৬
ঘ. ৭ জুন ২০১৬
উত্তরঃ খ
প্রশ্নঃ পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষীক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
ক. ২০১৫-২০১৯
খ. ২০১৭-২০২১
গ. ২০১৬-২০২০
ঘ. ২০১৮-২০২২
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) যাত্রা শুরু করে কবে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ৫ সেপ্টেম্বর ২০১৬
ঘ. ১ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (First five year plan) কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল ?
ক. ১৯৭২-১৯৯৭
খ. ১৯৭৩-১৯৭৯
গ. ১৯৭৪-১৯৭৯
ঘ. ১৯৭৫-১৯৮০
উত্তরঃ খ
প্রশ্নঃ PRSP হচ্ছে –
ক. পঞ্চবার্ষিকী পরিকল্পনা
খ. দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
গ. বাজেট বিশ্লেষণ
ঘ. দরিদ্রকে ঋণ বিতরণ সংক্রান্ত কৌশলপত্র
উত্তরঃ খ
প্রশ্নঃ নারী ও ৬৫ বছরের উর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা কত?
ক. ২.৭৫ লাখ
খ. ২.২৫ লাখ
গ. ৩.২৫ লাখ
ঘ. ৩ লাখ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কততম বাজেট (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
ক. ৪৩ তম
খ. ৪২ তম
গ. ৪৫ তম
ঘ. ৪৬ তম
উত্তরঃ গ
প্রশ্নঃ BIDA’র গভর্নিং বোর্ডের সদস্য কতজন?
ক. ১৫
খ. ১৪
গ. ১৭
ঘ. ১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৭-২০১৮ সালের জাতীয় বাজেটে নারী ও ৬৫ বছর বা তদুর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা কত?
ক. ৩ লাখ ৫০ হাজার টাকা
খ. ৩ লাখ ২৫ হাজার টাকা
গ. ৩ লাখ টাকা
ঘ. ২ লাখ ৭৫ হাজার টাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ নারী ও ৬৫ বছরের উর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
ক. ২.৭০ লাখ
খ. ২.৫০ লাখ
গ. ২.২৫ লাখ
ঘ. ৩.০০ লাখ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ BIDA কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বাণিজ্য মন্ত্রণালয়
খ. শিল্প মন্ত্রণালয়
গ. অর্থ মন্ত্রণালয়
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে বাস্তবায়ন শুরু হয়?
ক. ১ জুন ২০১৫
খ. ১৫ জুন ২০১৫
গ. ১ জুলাই ২০১৫
ঘ. ১০ জুলাই ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ BIDA -এর পূর্ণরূপ কি?
ক. Bangladesh Investment Development Authorities
খ. Bangladesh Investment Development Administration
গ. Bangladesh Investment Development Academy
ঘ. Bangladesh Investment Development Authority
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিম্নলিখিত কোন দেশ হতে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায় ?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. জার্মানি
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতীয় বাজেট ২০১৬-১৭ অনুযায়ী সাধারণ করমুক্ত আয়সীমা কত?
ক. ২ লাখ ৫০ হাজার
খ. ২ লাখ ৭৫ হাজার
গ. ৩ লাখ ২৫ হাজার
ঘ. ২ লাখ ২৫ হাজার
উত্তরঃ ক
প্রশ্নঃ PRSP এর শেষ P হলো –
ক. Poverty
খ. Paper
গ. Plan
ঘ. Public
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
ক. আয়কর
খ. মূল্য সংযোজন কর
গ. ভূমি রাজস্ব
ঘ. আমদানী শুল্ক
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)