বাংলাদেশ বিষয়াবলী-৭১

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা:

প্রশ্নঃ মোট বাজেট কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
ক. ২,৯৫,২৫০ কোটি
খ. ২,৯৫,২০০ কোটি
গ. ২,৯৫,৪০০ কোটি
ঘ. ২,৯৫,১০০ কোটি
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ জাতীয় সংসদে পাশ হয় কবে?
ক. ১৯ জুন ২০১৬
খ. ২৫ জুলাই ২০১৬
গ. ৩০ জুলাই ২০১৬
ঘ. ১৫ আগস্ট ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা:
ক. ৭,০০%
খ. ৭,১২%
গ. ৭.৩০%
ঘ. ৭.৪০%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর কার্যালয় কোথায়?
ক. সিলেট
খ. নারায়ণগঞ্জ
গ. চট্টগ্রাম
ঘ. ঢাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬-১৭ সালের জাতীয় বাজেট কততম বাজেট?
ক. ৪৪তম
খ. ৪৬তম
গ. ৪২তম
ঘ. ৪৫তম
উত্তরঃ খ

প্রশ্নঃ IPRSP এর অর্থ কি ?
ক. Intertim Poverty Reduction Strategy Paper
খ. International Poverty Reduction Strategy Paper
গ. Internal Poverty Reduction Strategy Paper
ঘ. Inter-poverty Reduction Strategy Paper
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর চেয়ারম্যান কে?
ক. বাণিজ্যমন্ত্রী
খ. অর্থমন্ত্রী
গ. প্রধানমন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ গ

প্রশ্নঃ আমাদের দেশে এ যাবৎ (২০১৬) কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৮টি
ঘ. ৭টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ BIDA’র প্রথম নির্বাহী চেয়ারম্যান কে?
ক. মাহতাব হোসেন চৌধুরী
খ. এস এ সামাদ
গ. কাজী মো. আমিনুল ইসলাম
ঘ. মোল্লা ওয়াহিদুজ্জামান
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭-২০১৮ সালের জাতীয় বাজেট কততম?
ক. ৪৫তম
খ. ৪৬তম
গ. ৪৪তম
ঘ. ৪৭তম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা?
ক. অর্থ মন্ত্রণালয়
খ. জাতীয় রাজস্ব বোর্ড
গ. পরিকল্পনা কমিশন
ঘ. মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন বিলুপ্ত করা হয় কবে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ২৫ আগস্ট ২০১৬
ঘ. ১ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ?
ক. অর্থ মন্ত্রী
খ. প্রধানমন্ত্রী
গ. পরিকল্পনা মন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৬ – ১৭ সালের জাতীয় বাজেট জাতীয় সংসদে কবে পেশ করা হয়?
ক. ৩ জুন ২০১৬
খ. ২ জুন ২০১৬
গ. ৫ জুন ২০১৬
ঘ. ৭ জুন ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষীক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
ক. ২০১৫-২০১৯
খ. ২০১৭-২০২১
গ. ২০১৬-২০২০
ঘ. ২০১৮-২০২২
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) যাত্রা শুরু করে কবে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ৫ সেপ্টেম্বর ২০১৬
ঘ. ১ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (First five year plan) কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল ?
ক. ১৯৭২-১৯৯৭
খ. ১৯৭৩-১৯৭৯
গ. ১৯৭৪-১৯৭৯
ঘ. ১৯৭৫-১৯৮০
উত্তরঃ খ

প্রশ্নঃ PRSP হচ্ছে –
ক. পঞ্চবার্ষিকী পরিকল্পনা
খ. দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
গ. বাজেট বিশ্লেষণ
ঘ. দরিদ্রকে ঋণ বিতরণ সংক্রান্ত কৌশলপত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ নারী ও ৬৫ বছরের উর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা কত?
ক. ২.৭৫ লাখ
খ. ২.২৫ লাখ
গ. ৩.২৫ লাখ
ঘ. ৩ লাখ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কততম বাজেট (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
ক. ৪৩ তম
খ. ৪২ তম
গ. ৪৫ তম
ঘ. ৪৬ তম
উত্তরঃ গ

প্রশ্নঃ BIDA’র গভর্নিং বোর্ডের সদস্য কতজন?
ক. ১৫
খ. ১৪
গ. ১৭
ঘ. ১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭-২০১৮ সালের জাতীয় বাজেটে নারী ও ৬৫ বছর বা তদুর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা কত?
ক. ৩ লাখ ৫০ হাজার টাকা
খ. ৩ লাখ ২৫ হাজার টাকা
গ. ৩ লাখ টাকা
ঘ. ২ লাখ ৭৫ হাজার টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ নারী ও ৬৫ বছরের উর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
ক. ২.৭০ লাখ
খ. ২.৫০ লাখ
গ. ২.২৫ লাখ
ঘ. ৩.০০ লাখ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ BIDA কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বাণিজ্য মন্ত্রণালয়
খ. শিল্প মন্ত্রণালয়
গ. অর্থ মন্ত্রণালয়
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে বাস্তবায়ন শুরু হয়?
ক. ১ জুন ২০১৫
খ. ১৫ জুন ২০১৫
গ. ১ জুলাই ২০১৫
ঘ. ১০ জুলাই ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ BIDA -এর পূর্ণরূপ কি?
ক. Bangladesh Investment Development Authorities
খ. Bangladesh Investment Development Administration
গ. Bangladesh Investment Development Academy
ঘ. Bangladesh Investment Development Authority
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নলিখিত কোন দেশ হতে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায় ?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. জার্মানি
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় বাজেট ২০১৬-১৭ অনুযায়ী সাধারণ করমুক্ত আয়সীমা কত?
ক. ২ লাখ ৫০ হাজার
খ. ২ লাখ ৭৫ হাজার
গ. ৩ লাখ ২৫ হাজার
ঘ. ২ লাখ ২৫ হাজার
উত্তরঃ ক

প্রশ্নঃ PRSP এর শেষ P হলো –
ক. Poverty
খ. Paper
গ. Plan
ঘ. Public
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
ক. আয়কর
খ. মূল্য সংযোজন কর
গ. ভূমি রাজস্ব
ঘ. আমদানী শুল্ক
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!