প্রশ্নঃ কর্ণফুলী উপজেলার আয়তন কত?
ক. ৫৭.৩৬ বর্গ কিমি
খ. ৫৬.৩৭ বর্গ কিমি
গ. ৫৫.৩৭ বর্গ কিমি
ঘ. ৫৪.৩৭ বর্গ কিমি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের ৩২৮তম পৌরসভার নাম কি?
ক. মেলান্দহ (জামালপুর)
খ. মুরাদনগর (কুমিল্লা)
গ. ডাসার (মাদারীপুর)
ঘ. তাড়াশ (সিরাজগঞ্জ)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ লালমাই উপজেলার আয়তন কত?
ক. ১৪৫.০৩ বর্গকিমি
খ. ১৪৮.৭৫ বর্গকিমি
গ. ১৫১.৫০ বর্গকিমি
ঘ. ১৪৭.০৩ বর্গকিমি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৯ মে ২০১৬ NICAR-এর ১১২তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয়?
ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
খ. তালতলী (বরগুনা)
গ. ওসমানীনগর (সিলেট)
ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার পৃথকীকরণ হয় – (The Bangladesh judiciary was formally separated from the executive on -)
ক. 16 February 2008
খ. 1 November 2007
গ. 16 March 2007
ঘ. 16 April 2008
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন দুটি বিভাগের সবগুলো জেলার সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে?
ক. ময়মনসিংহ ও রংপুর
খ. সিলেট ও রংপুর
গ. ময়মনসিংহ ও সিলেট
ঘ. খুলনা ও সিলেট
উত্তরঃ গ
প্রশ্নঃ কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
ক. ১৩ জন
খ. ১২ জন
গ. ৯ জন
ঘ. ১৫ জন
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
ক. নওয়াবগঞ্জ
খ. নারায়ণগঞ্জ
গ. মেহেরপুর
ঘ. সাতক্ষীরা
উত্তরঃ খ
প্রশ্নঃ নতুন উপজেলা গঠনের জন্য নূন্যতম কতটি ইউনিয়ন থাকতে হবে?
ক. ৭-৮ টি
খ. ৫-৬ টি
গ. ৬-৭ টি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি বিচার বিভাগের কাজ নয় ?
ক. আইন প্রয়োগ
খ. আইনের ব্যাখ্যা
গ. সংবিধানের ব্যাখ্যা
ঘ. সংবিধান প্রণয়ন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) চট্টগ্রাম জেলায় উপজেলার সংখ্যা কতটি?
ক. ১২টি
খ. ১৪টি
গ. ১৬টি
ঘ. ১৫টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)-এর ৫০তম থানার নাম কি?
ক. সায়েদাবাদ
খ. শ্যামবাজার
গ. বাংলাবাজার
ঘ. হাতিরঝিল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ঢাকা জেলায় ইউনিয়নের সংখ্যা কতটি?
ক. ৫২টি
খ. ৫৫টি
গ. ৬২টি
ঘ. ৬৫টি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না –
ক. বিবাহ বিচ্ছেদ
খ. নারী ও শিশু পাচার
গ. শিশু অভিভাবকত্ব
ঘ. দেন মোহর
উত্তরঃ খ
প্রশ্নঃ ২১তম মন্ত্রীপরিষদ সচীব কে?
ক. ড. এনামুল হক
খ. ড. আসাদুল করিম
গ. মোহাম্মদ শফিউল আলম
ঘ. ওপরের কেউ না
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের ৪৯২তম উপজেলার নাম কি?
ক. বকশীগঞ্জ (জামালপুর)
খ. শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
গ. ডাসার (জামালপুর)
ঘ. বেলপুকুর (রাজশাহী)
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ক. দিনাজপুরে
খ. ঠাকুরগাঁও
গ. লালমনিরহাট
ঘ. পঞ্চগড়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ( How many districts are in the division of Dhaka?)
ক. ১৫ টি
খ. ১৩ টি
গ. ১৪ টি
ঘ. ১২ টি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয় ?
ক. জেলা
খ. উপজেলা
গ. ইউনিয়ন
ঘ. বিভাগ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের পল্লী অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি ?
ক. গ্রাম সরকার
খ. ইউনিয়ন পরিষদ
গ. পৌরসভা
ঘ. গ্রাম পঞ্চায়েত
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণে কোনটি অবস্থিত ?
ক. দক্ষিণ তালপট্টি
খ. সেন্টমার্টিন
গ. নিঝুম
ঘ. ভোলা
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?
ক. প্রধানমন্ত্রী
খ. প্রধান বিচারপতি
গ. রাষ্ট্রপতি
ঘ. চীপ হুইফ
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ঢাকা বিভাগে ইউনিয়নের সংখ্যা কতটি?
ক. ৯৩৬টি
খ. ৮৭৬টি
গ. ৬৫০টি
ঘ. ৭৮০টি
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ঢাকা বিভাগের আয়তন কত?
ক. ২৭৬ বর্গ কিমি
খ. ২৭৪ বর্গ কিমি
গ. ২৭২ বর্গ কিমি
ঘ. ২৭০ বর্গ কিমি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-এর প্রথম চেয়ারম্যান কে?
ক. লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ
খ. রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন
গ. রিয়াল এডমিরাল এম খালেদ ইকবাল
ঘ. ক্যাপ্টেন সাইদুর রহমান
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
ক. সেন্টমার্টিন
খ. সাতগ্রাম
গ. মুজিবনগর
ঘ. চৌদ্দগ্রাম
উত্তরঃ ক
প্রশ্নঃ তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জেলা ও দায়রা জজ আদালত কবে চালু হয় কবে?
ক. ১ জানুয়ারি, ২০০৮
খ. ১ জুলাই, ২০০৮
গ. ১ জানুয়ারি, ২০০৯
ঘ. ১ জুলাই,২০০৯
উত্তরঃ খ
প্রশ্নঃ পর্তুগালের “গণতন্ত্রের জনক” কে?
ক. মারিও সোয়ারেস
খ. মার্সেলো সিলভা
গ. মার্সোলো রেবেলো ডিসোসা
ঘ. অ্যান্তোনিও ডি অলিভেইরা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিমের থানা কোনটি?
ক. কালীগঞ্জ
খ. শ্যামনগর
গ. পাইকগাছা
ঘ. কয়রা
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে নভেম্বর (২০১৭) পর্যন্ত বাংলাদেশের মোট পৌরসভার সংখ্যা কতটি?
ক. ৩৩০টি
খ. ৩২৮টি
গ. ৩৩২টি
ঘ. ৩২৬টি
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)