প্রশ্নঃ বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) দক্ষিণ পূর্ব এশিয়ার কোন শহরকে স্বাস্থ্যকর (Healthy City ) হিসেবে ঘোষণা করেছে ?
ক. ঢাকাকে
খ. খুলনাকে
গ. চট্টগ্রামকে
ঘ. রাজশাহীকে
উত্তরঃ গ
প্রশ্নঃ মাযদার হোসেন মামলার পরিনতি – (The final out come of Mazdar Hossain case is -)
ক. স্বাধীন নির্বাচন কমিশন (Independent Election Commission)
খ. প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা (Establishment of administrative Tribunal )
গ. বিচার বিভাগ পৃথকীকরণ (Separation of Judiciary)
ঘ. স্বাধীন দুর্নীতি দমন কমিশন (Independent anti Corruption Commission)
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ?
ক. খুলনা
খ. বরিশাল
গ. রাজশাহী
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রস্তাবিত অষ্টম বিভাগ হচ্ছে কোনটি?
ক. কুমিল্লা
খ. জামালপুর
গ. বগুড়া
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে নৌ থানা রয়েছে –
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)- এর বৈঠকে কোন দুটি থানার অনুমোদন দেয়া হয়?
ক. কয়রা (খুলনা) ও কালিয়া (নড়াইল)
খ. মাধবদী (নরসিংদী) ও মহিপুর (পটুয়াখালী)
গ. বাঘা (রাজশাহী) ও পোরশা (নওগাঁ)
ঘ. কচুয়া (চাঁদপুর) ও ফুলগাজী (ফেনী)
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা কোনটি?
ক. টেকনাফ
খ. মহেশখালী
গ. মংলা
ঘ. ভোলাসদর
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
ক. থানা
খ. উপজেলা
গ. গ্রাম সরকার
ঘ. ইউনিয়ন পরিষদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের বর্তমান (২০১৬) পদবি কি?
ক. কমান্ডার অব এয়ার
খ. চিফ অব এয়ার স্টাফ
গ. কমান্ডার ইন চিফ
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে সিটি এলাকায় ক্ষুদ্রতম প্রশাসনিক একক কি ? (The smallest administrative unit in the cities of Bangladesh is -)
ক. Upazilla
খ. Thana
গ. Ward
ঘ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের শাসনব্যবস্থার ধরন – (What is the present form of government in Bangladesh ?)
ক. Presidential
খ. Federal
গ. Parliamentry
ঘ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্ন আদালতে বিচারক নিয়োগের কার্যাবলী যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তা হলো –
ক. পাবলিক সার্ভিস কমিশন
খ. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
গ. জুডিসিয়াল সার্ভিস কমিশন
ঘ. সুপ্রিম কোর্টের আপীল বিভাগ
ঙ. বিচারক নিয়োগ সংক্রান্ত সংসদীয় কমিটি
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৪ সেপ্টেম্বর ২০১৫ কোন পৌরসভাটি সৃষ্টি করা হয়?
ক. ভাণ্ডারিয়া (পিরোজপুর)
খ. দেবীগঞ্জ (পঞ্চগড়)
গ. বাঙ্গারা (কুমিল্লা)
ঘ. চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর)
উত্তরঃ ক
প্রশ্নঃ চট্টগ্রামের কোন উপজেলাটি ভেঙ্গে কর্ণফুলী উপজেলা সৃষ্টি করা হয়?
ক. আনোয়ারা
খ. পটিয়া
গ. সন্দ্বীপ
ঘ. সাতকানিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড-এর বর্তমান নাম কী?
ক. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন একাডেমি
খ. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন ইন্সটিটিউট
গ. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন পরিদপ্তর
ঘ. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সাংবিধানিক ভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়—
ক. ১৯৯১ সালে
খ. ১৯৯৬ সালে
গ. ২০০১ সালে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা(আয়তনে) কোনটি ? (Which is the smallest district in Bangladesh ?)
ক. Jhalokathi
খ. Hobigonj
গ. Barguna
ঘ. Meherpur
ঙ. None of these
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ২০১৫ সালের ব্রিটিশ আইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশী অংশগ্রহণ করে?
ক. ১৫ জন
খ. ১২ জন
গ. ১৩ জন
ঘ. ১১ জন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? (Which is the most southern district in Bangladesh?)
ক. চট্টগ্রাম (Chittagong)
খ. ভোলা (Bhola)
গ. পটুয়াখালী (Patuakhali)
ঘ. কক্সবাজার (Cox’s Baazar)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ?
ক. আইন প্রনয়ন
খ. ন্যায় বিচার প্রতিষ্ঠা
গ. সংবিধানের ব্যাখ্যা প্রদান
ঘ. সরকারকে পরামর্শ দেয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস করা হয়েছিল?
ক. ১৯৯২ সালে
খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ১৯৯০ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকা বিভাগের সংসদীয় আসন কতটি?
ক. ৬৫টি
খ. ৭৫টি
গ. ৭২টি
ঘ. ৭০টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে উপজেলা ব্যবস্থা চালু হয় কোন সালে?
ক. ১৯৮২
খ. ১৯৮৩
গ. ১৯৮৪
ঘ. ১৯৮৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে বিভাগের সংখ্যা কয়টি ?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা কত?
ক. ৮টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়তন কত?
ক. ১১০.১৯ বর্গ কিমি
খ. ১০৯.১৯ বর্গ কিমি
গ. ১০৮.১৯ বর্গ কিমি
ঘ. ১০৭.১৯ বর্গ কিমি
উত্তরঃ খ
প্রশ্নঃ White Paper কি ?
ক. এক ধরনের আইন
খ. সংবাদপত্র
গ. সাদা চিঠি
ঘ. সরকার কতৃক প্রকাশিত তথ্য বিবরণী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক কে?
ক. ড. সালেহ উদ্দিন আহমেদ
খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. ড. এ আতিক রহমান
ঘ. মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দেশের ৪৯০তম উপজেলার নাম কি?
ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
খ. তালতলী (বরগুনা)
গ. ওসমানীনগর (সিলেট)
ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ ক
প্রশ্নঃ র্যাব এর প্রথম মহাপরিচালক ছিলেন কে?
ক. বেনজীর আহমেদ
খ. আসাদুজ্জামান মিয়া
গ. মোখলেছুর রহমান
ঘ. আনয়ারুল ইকবাল
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)