বাংলাদেশ বিষয়াবলী-৬৫

প্রশ্নঃ রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
ক. বিজয় স্তম্ভ
খ. বিজয় কেতন
গ. স্বাধীনতা সোপান
ঘ. রক্ত সোপান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গোল্ডেন জুবিলি টাওয়ার এর অবস্থান কোথায়?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. খুলনা
উত্তরঃ গ

প্রশ্নঃ পাহাড়পুর খনন কার্যের ফলে প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে কাদের সাস্কৃতিক নিদর্শন পাওয়া গেছে –
ক. হিন্দু
খ. মুসলিম
গ. বৌদ্ধ
ঘ. খ্রিস্টান
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিখ্যাত সাধক শাহ্‌ সুলতান বলখীর মাজার কোথায়?
ক. মহাস্থানে
খ. শাহজাদপুরে
গ. নেত্রকোনায়
ঘ. রামপালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ঢাকা কার্জন হল কত সালে নির্মিত হয়েছিল ?
ক. ১৯১১-১২
খ. ১৯৪৬-৪৭
গ. ১৯০৪-০৫
ঘ. ১৯৫২-৫৩
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পানাম’ কোন জেলায় অবস্থিত
ক. নারায়ণগঞ্জ
খ. ঢাকা
গ. কুমিল্ললা
ঘ. মুন্সীগঞ্জ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বৈরাগীর ভিটা’ অবস্থিত –
ক. বগুড়া
খ. ময়নামতি
গ. সোনারগাঁও
ঘ. বান্দরবান
উত্তরঃ ক

প্রশ্নঃ স্টেপস ‘ ভাস্কর্যটি সিঊল অলিম্পকের পার্কে স্থান পেয়েছিল এর ভাস্কর্য এর নামে দেন –
ক. নভেরা আহমেদ
খ. হামিদুজ্জামান খান
গ. আব্দুল্লাহ খালেদ
ঘ. সুলতানুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি?
ক. বিজয় স্তম্ভ
খ. বিজয় কেতন
গ. রক্ত সোপান
ঘ. স্বাধীনতা সোপান
উত্তরঃ খ

প্রশ্নঃ কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? (Who is the architect of Kamalapur Railway Station?)
ক. Mazharul Islam
খ. Paul Rudolf
গ. Bob Bouigh
ঘ. Shah Alam Jahiruddin
উত্তরঃ গ

প্রশ্নঃ লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম –
ক. পরিবিবি
খ. ইরান দুখত
গ. জাহানারা
ঘ. মরিয়ম
উত্তরঃ খ

প্রশ্নঃ পাঁচ বিবির মাজার কোথায় ?
ক. সোনারগাঁও
খ. লালবাগ
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ ক

প্রশ্নঃ খাজা শাহবাজ মসজিদ অবস্থিত –
ক. সোনারগাঁও
খ. রাজশাহী
গ. টাঙ্গাইল
ঘ. ঢাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লালন জাদুঘর কোথায় অবস্থিত?
ক. সোনারগাঁও
খ. ময়নামতি
গ. রাজশাহী
ঘ. কুষ্টিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে আরম্ভ করেন ?
ক. শায়েস্তা খান
খ. ইসলাম খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. যুবরাজ মহাম্মদ আযম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
ক. ঢাকা সেনানিবাস
খ. সোহরাওয়ার্দী উদ্যানে
গ. শেরে বাংলা নগরে
ঘ. সাভারে
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর অবস্থান কোথায়?
ক. জয়দেবপুর
খ. চাঁদপুর
গ. রংপুর
ঘ. মেহেরপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?
ক. হামিদুর রহমান
খ. মৃণাল হক
গ. শামীম শিকদার
ঘ. নভেরা আহমেদ
উত্তরঃ খ

প্রশ্নঃ মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত –
ক. নওগাঁ
খ. জয়পুরহাট
গ. বগুড়া
ঘ. নাটোর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অপরাজেয় বাংলা’ কি?
ক. মুক্তিযোদ্ধাদের একটি প্রতীক
খ. মুক্তিযোদ্ধাদের তৈরী একটি ভাস্কর্য
গ. মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক
ঘ. মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওয়ারি-বটেশ্বরের প্রত্নাবশেষ কোন সময়কার ?
ক. ৩০০ খ্রিঃ পূঃ
খ. ৪০০ খ্রিঃ পূঃ
গ. ৫০০ খ্রিঃ পূঃ
ঘ. ৬০০ খ্রিঃ পূঃ
উত্তরঃ খ

প্রশ্নঃ পরি বিবি কে ছিলেন?
ক. আওরঙ্গজেবের কন্যা
খ. শায়েস্তা খানের কন্যা
গ. মুর্শিদকুলি খানের স্ত্রী
ঘ. আজিমুসশানের মাতা
উত্তরঃ খ

প্রশ্নঃ পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
ক. সোমপুর বিহার
খ. ধর্মপাল বিহার
গ. জগদ্দল বিহার
ঘ. শ্রী বিহার
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু ম্যুরাল কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. বরিশাল
উত্তরঃ খ

প্রশ্নঃ নজরুল মঞ্চ অবস্থিত –
ক. চারুকলা ইনস্টিটিউটে
খ. ত্রিশাল
গ. বাংলা একাডেমীতে
ঘ. কুমিল্লায়
উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি?
ক. একাত্তর
খ. ঊনসত্তর
গ. গৌরব
ঘ. বীর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
ক. রামপাল
খ. ধর্মপাল
গ. চন্দ্রগুপ্ত
ঘ. আদিশুর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
ক. জাতিতাত্ত্বিক জাদুঘর
খ. জাতীয় জাদুঘর
গ. বরেন্দ্র গবেষণা জাদুঘর
ঘ. ঢাকা নগর জাদুঘর
উত্তরঃ গ

প্রশ্নঃ ভোজ বিহার অবস্থিত –
ক. দিনাজপুরে
খ. রাজশাহীতে
গ. চট্টগামে
ঘ. কুমিল্লায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাকাল কত?
ক. ১৯৯৭
খ. ১৯৯৬
গ. ১৯৭৫
ঘ. ১৯৭১
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top