প্রশ্নঃ রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
ক. বিজয় স্তম্ভ
খ. বিজয় কেতন
গ. স্বাধীনতা সোপান
ঘ. রক্ত সোপান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গোল্ডেন জুবিলি টাওয়ার এর অবস্থান কোথায়?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. খুলনা
উত্তরঃ গ
প্রশ্নঃ পাহাড়পুর খনন কার্যের ফলে প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে কাদের সাস্কৃতিক নিদর্শন পাওয়া গেছে –
ক. হিন্দু
খ. মুসলিম
গ. বৌদ্ধ
ঘ. খ্রিস্টান
উত্তরঃ গ
প্রশ্নঃ বিখ্যাত সাধক শাহ্ সুলতান বলখীর মাজার কোথায়?
ক. মহাস্থানে
খ. শাহজাদপুরে
গ. নেত্রকোনায়
ঘ. রামপালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকা কার্জন হল কত সালে নির্মিত হয়েছিল ?
ক. ১৯১১-১২
খ. ১৯৪৬-৪৭
গ. ১৯০৪-০৫
ঘ. ১৯৫২-৫৩
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পানাম’ কোন জেলায় অবস্থিত
ক. নারায়ণগঞ্জ
খ. ঢাকা
গ. কুমিল্ললা
ঘ. মুন্সীগঞ্জ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বৈরাগীর ভিটা’ অবস্থিত –
ক. বগুড়া
খ. ময়নামতি
গ. সোনারগাঁও
ঘ. বান্দরবান
উত্তরঃ ক
প্রশ্নঃ স্টেপস ‘ ভাস্কর্যটি সিঊল অলিম্পকের পার্কে স্থান পেয়েছিল এর ভাস্কর্য এর নামে দেন –
ক. নভেরা আহমেদ
খ. হামিদুজ্জামান খান
গ. আব্দুল্লাহ খালেদ
ঘ. সুলতানুল ইসলাম
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি?
ক. বিজয় স্তম্ভ
খ. বিজয় কেতন
গ. রক্ত সোপান
ঘ. স্বাধীনতা সোপান
উত্তরঃ খ
প্রশ্নঃ কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? (Who is the architect of Kamalapur Railway Station?)
ক. Mazharul Islam
খ. Paul Rudolf
গ. Bob Bouigh
ঘ. Shah Alam Jahiruddin
উত্তরঃ গ
প্রশ্নঃ লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম –
ক. পরিবিবি
খ. ইরান দুখত
গ. জাহানারা
ঘ. মরিয়ম
উত্তরঃ খ
প্রশ্নঃ পাঁচ বিবির মাজার কোথায় ?
ক. সোনারগাঁও
খ. লালবাগ
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ ক
প্রশ্নঃ খাজা শাহবাজ মসজিদ অবস্থিত –
ক. সোনারগাঁও
খ. রাজশাহী
গ. টাঙ্গাইল
ঘ. ঢাকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ লালন জাদুঘর কোথায় অবস্থিত?
ক. সোনারগাঁও
খ. ময়নামতি
গ. রাজশাহী
ঘ. কুষ্টিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে আরম্ভ করেন ?
ক. শায়েস্তা খান
খ. ইসলাম খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. যুবরাজ মহাম্মদ আযম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
ক. ঢাকা সেনানিবাস
খ. সোহরাওয়ার্দী উদ্যানে
গ. শেরে বাংলা নগরে
ঘ. সাভারে
উত্তরঃ খ
প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর অবস্থান কোথায়?
ক. জয়দেবপুর
খ. চাঁদপুর
গ. রংপুর
ঘ. মেহেরপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?
ক. হামিদুর রহমান
খ. মৃণাল হক
গ. শামীম শিকদার
ঘ. নভেরা আহমেদ
উত্তরঃ খ
প্রশ্নঃ মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত –
ক. নওগাঁ
খ. জয়পুরহাট
গ. বগুড়া
ঘ. নাটোর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অপরাজেয় বাংলা’ কি?
ক. মুক্তিযোদ্ধাদের একটি প্রতীক
খ. মুক্তিযোদ্ধাদের তৈরী একটি ভাস্কর্য
গ. মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক
ঘ. মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ওয়ারি-বটেশ্বরের প্রত্নাবশেষ কোন সময়কার ?
ক. ৩০০ খ্রিঃ পূঃ
খ. ৪০০ খ্রিঃ পূঃ
গ. ৫০০ খ্রিঃ পূঃ
ঘ. ৬০০ খ্রিঃ পূঃ
উত্তরঃ খ
প্রশ্নঃ পরি বিবি কে ছিলেন?
ক. আওরঙ্গজেবের কন্যা
খ. শায়েস্তা খানের কন্যা
গ. মুর্শিদকুলি খানের স্ত্রী
ঘ. আজিমুসশানের মাতা
উত্তরঃ খ
প্রশ্নঃ পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
ক. সোমপুর বিহার
খ. ধর্মপাল বিহার
গ. জগদ্দল বিহার
ঘ. শ্রী বিহার
উত্তরঃ ক
প্রশ্নঃ দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু ম্যুরাল কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. বরিশাল
উত্তরঃ খ
প্রশ্নঃ নজরুল মঞ্চ অবস্থিত –
ক. চারুকলা ইনস্টিটিউটে
খ. ত্রিশাল
গ. বাংলা একাডেমীতে
ঘ. কুমিল্লায়
উত্তরঃ গ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি?
ক. একাত্তর
খ. ঊনসত্তর
গ. গৌরব
ঘ. বীর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
ক. রামপাল
খ. ধর্মপাল
গ. চন্দ্রগুপ্ত
ঘ. আদিশুর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
ক. জাতিতাত্ত্বিক জাদুঘর
খ. জাতীয় জাদুঘর
গ. বরেন্দ্র গবেষণা জাদুঘর
ঘ. ঢাকা নগর জাদুঘর
উত্তরঃ গ
প্রশ্নঃ ভোজ বিহার অবস্থিত –
ক. দিনাজপুরে
খ. রাজশাহীতে
গ. চট্টগামে
ঘ. কুমিল্লায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাকাল কত?
ক. ১৯৯৭
খ. ১৯৯৬
গ. ১৯৭৫
ঘ. ১৯৭১
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)