প্রশ্নঃ বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত ?
ক. যশোর
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. ঢাকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মোগল আমলের ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ –
ক. সাত গম্বুজ মসজিদ
খ. মাওলানা আওলাদ হোসেন লেনের জামে মসজিদ
গ. চকের মসজিদ
ঘ. লালবাগ শাহী মসজিদ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অগ্নিঝরা একাত্তর’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. ঢাকা
গ. বরগুনা
ঘ. বরিশাল
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রত্নস্থল ওয়ারি-বটেশ্বর যে জেলায় অবস্থিত –
ক. ঢাকা
খ. গাজীপুর
গ. নরসিংদী
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীনতম বন্দরনগরী –
ক. মহাস্থানগড়
খ. পুন্ড্রবর্ধন
গ. ময়নামতি
ঘ. অয়ারী-বটেশ্বর
উত্তরঃ খ
প্রশ্নঃ ওসমানী স্মৃতি জাদুঘর রয়েছে –
ক. ঢাকা
খ. সিলেট
গ. চট্টগ্রাম
ঘ. কুষ্টিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ বলধা গার্ডেন কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. খুলনা
গ. নারায়ণগঞ্জ
ঘ. গাজীপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
ক. সেগুন বাগিচা
খ. ধানমণ্ডি
গ. মগবাজার
ঘ. বনানী
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত ?
ক. ঢাকা মেডিকেল কলেজের সামনে
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘শালবন বিহার’ কোথায় অবস্থিত ?
ক. পাহাড়পুর
খ. ময়নামতি
গ. খাগড়াছড়ি
ঘ. রাঙামাটি
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে?
ক. ১৯৭২ সালে
খ. ১৮৭২ সালে
গ. ১৯০৫ সালে
ঘ. ১৯১৭ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ The sculptor of the Sangsaptak at Jahangirnagar University is –
ক. Azizul Jalil Pasha
খ. Jahanara parvin
গ. Alauddin Bulbul
ঘ. Hamiduzzaman Khan
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সাত গম্বুজ’ মসজিদ অবস্থিত –
ক. খুলনায়
খ. বাগেরহাট
গ. ঢাকায়
ঘ. গাজীপুরে
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকার লালবাগের দুর্গ কে নির্মাণ করেন ? (Lalbagh Fort at Dhaka was constructed by )
ক. Prince Azam, the third son of Aurangazeb
খ. Shaista Khan, the Mughul Governor of Bengal
গ. Bibi Pari, The daughter of Shaista khan
ঘ. Both (A) & (B)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
ক. লালমাই, কুমিল্লা
খ. বাইতুল ইজ্জত, চট্টগ্রাম
গ. রাজারবাগ, ঢাকা
ঘ. সারদা, রাজশাহী
উত্তরঃ গ
প্রশ্নঃ ভাষা শহীদদের স্বরণে নির্মিত ভাস্কর্য কোনটি ?
ক. অপরাজেয় বাংলা
খ. অঙ্গীকার
গ. মোদের গরব
ঘ. দুরন্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ মহাস্থানগড় এবং প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী যে একই কে এই শনাক্ত করণ করেন?
ক. কানিংহাম
খ. মার্শাল
গ. রাখালদাস
ঘ. রেনেল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়
ঘ. ঢাকা চারু ও কারুকলা ইনস্টিটিউটে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল?
ক. সপ্তদশ শতাব্দী
খ. ষোড়শ শতাব্দী
গ. উনবিংশ শতাব্দী
ঘ. পঞ্চদশ শতাব্দী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘শালবন বিহার’ কোন রাজবংশের কীর্তি ?
ক. পাল
খ. দেব
গ. চন্দ্র
ঘ. রাঢ়
উত্তরঃ খ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠদের স্মরণে নির্মিত “বীরশ্রেষ্ঠ ফোয়ারা” বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক. রংপুর
খ. ঢাকা
গ. রাজশাহী
ঘ. চাঁপাই নবাবগঞ্জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ময়নামতি কোন সভ্যতার নিদর্শন?
ক. বৌদ্ধ সভ্যতার
খ. হিন্দু সভ্যতার
গ. খ্রিষ্টীয় সভ্যতার
ঘ. মুসলিম সভ্যতার
উত্তরঃ ক
প্রশ্নঃ লালবাগ কেল্লা নির্মাণ করা হয় –
ক. ১৬০৫ সালে
খ. ১৬৭৮ সালে
গ. ১৭৫৭ সালে
ঘ. ১৫২৭ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি ভাস্কর্য ‘দুর্বার বাংলা’ কোথায় অবস্থিত?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ গ
প্রশ্নঃ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? (Who was the designer of Central Shahid Minar of Bangladesh?)
ক. Shamim Sihkdar
খ. Hamidur Rahman
গ. Jainul Abedin
ঘ. Kamrul Hasan
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
ক. ময়নামতি
খ. পাহাড়পুর
গ. মহাস্থানগড়
ঘ. সোনারগাঁও
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে অনুষ্ঠিত সাফ গেমসের প্রতীক মিশুকের নির্মাতা কে ?
ক. মোস্তফা মনোয়ার
খ. হামিদুজ্জামান খান
গ. শামীম শিকদার
ঘ. আব্দুল্লা খালেদ
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘বিশ্বাস-ই-বিজয়’ ভাস্কর্যের স্থপতি কে?
ক. মইনুল আহসান
খ. আহসান হাবীব
গ. দীপক সরকার
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ
প্রশ্নঃ সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?
ক. পাল আমলে
খ. মুঘল আমলে
গ. ব্রিটিশ আমলে
ঘ. গুপ্ত আমলে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত –
ক. ঢাকা জেলায়
খ. চট্টগ্রাম জেলায়
গ. কুমিল্লা জেলায়
ঘ. কক্সবাজার জেলায়
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)