প্রশ্নঃ বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ?
ক. মোহাম্মদ ইদ্রিস
খ. আব্দুর রহমান
গ. ব্রজেন দাস
ঘ. কেউন নেই
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতীয় ক্রীড়া দিবস কবে?
ক. ৯ মে
খ. ৬ এপ্রিল
গ. ৬ মে
ঘ. ১০ এপ্রিল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে?
ক. অধ্যাপক রওশন জাহান
খ. অধ্যাপক মুনতাসীর মামুন
গ. অধ্যাপক আনিসুজ্জামান
ঘ. অধ্যাপক ফকরুল আলম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৫ সালের বিশ্ব খাদ্য পুরুস্কার লাভ করেন কোন বাংলাদেশী?
ক. আমজাদ খান চৌধুরী
খ. স্যার ফজলে হাসান আবেদ
গ. ড. মুহাম্মদ ইউনুস
ঘ. অ্যাভোকেট কামরুল ইসলাম
উত্তরঃ খ
প্রশ্নঃ অভিষক টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানকারী ক্রিকেটার কে ?
ক. হাসান রাজা
খ. মোহাম্মদ আশরাফুল
গ. শচীন টেন্ডুলকার
ঘ. মুশতাক মোহাম্মদ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কারাগারের রোজনামচা’ বইটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?
ক. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
খ. ইসলামিক ফাউন্ডেশন
গ. বাংলাদেশ শিশু একাডেমী
ঘ. বাংলা একাডেমি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল মূলত একজন -(Mohammad Asraful of Bangladesh cricket team is mainly a -)
ক. Fast Bowler
খ. Spin Bowler
গ. Batsman
ঘ. Wicket Keeper
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার’ গানটির রচয়িতা কে?
ক. আনিসুজ্জামান
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. জীবনানন্দ দাশ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহনকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন ?
ক. আকরাম খান
খ. আমিনুল ইসলাম বুলবুল
গ. হাবিবুল বাশার
ঘ. নাঈমুর রহমান দুর্জয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত ?
ক. পার্বত্য চট্টগ্রাম
খ. সিলেট
গ. রাজশাহী
ঘ. রংপুর
উত্তরঃ গ
প্রশ্নঃ বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোন কোন ভাষায় অনুবাদ হয়েছে?
ক. ফরাসি ও হিন্দি
খ. ইংরেজি ও জাপানি
গ. চীনা ও আরবি
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়েছে?
ক. চীনা
খ. বাংলা ও ইংরেজি
গ. জাপানি
ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অষ্টম সাফ গেমসে ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ ?
ক. নেপাল
খ. ভুটান
গ. বাংলাদেশ
ঘ. মালদ্বীপ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে?
ক. ৫ম
খ. ৬ষ্ঠ
গ. ৭ম
ঘ. ৮ম
উত্তরঃ গ
প্রশ্নঃ হিন্দি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কবে?
ক. ৪ এপ্রিল ২০১৭
খ. ৬ এপ্রিল ২০১৭
গ. ৮ এপ্রিল ২০১৭
ঘ. ১০ এপ্রিল ২০১৭
উত্তরঃ গ
প্রশ্নঃ “সব ক’টি জানালা খুলে দাও না” -এর গীতিকার কে?
ক. মরহুম আলতাফ মাহমুদ
খ. মরহুম নজরুল ইসলাম বাবু
গ. ড. মনিরুজ্জামান
ঘ. মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো’ কবিতার রচয়িতা কে?
ক. মরতুজা আহমদ
খ. শামসুর রাহমান
গ. রফিক আজাদ
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তরঃ গ
প্রশ্নঃ নৌকাবাইস প্রতিযোগিতার সময় পরিবেশিত গানের নাম ?
ক. সারিগান
খ. জারিগান
গ. ভাটিয়ালী গান
ঘ. যাত্রাগান
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানি ভাষায় অনুবাদ করেন কে?
ক. মাশাতো ওয়াতানাবো
খ. শিরো শাদোশিমা
গ. কাজুহিরো ওয়াতানাবো
ঘ. শিরো সাডোসিমা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কারাগারের রোজনামচা’ নামটির প্রস্তাবক কে?
ক. অধ্যাপক আনিসুজ্জামান
খ. শেখ হাসিনা
গ. শেখ রেহানা
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে–
ক. ৯ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
খ. ১২ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
গ. ১৫ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
ঘ. ৯ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ সেনাবাহিনী
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে –
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
গ. ১৯৯৯
ঘ. ২০০০
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশ গ্রহণ করে ?
ক. লস এঞ্জেলস
খ. আটলান্টা
গ. মস্কো
ঘ. মেক্সিকো সিটি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রথম জয়লাভ করে কততম টেস্টে ?
ক. ৩৫
খ. ১৭
গ. ২৫
ঘ. ১৮
উত্তরঃ ক
প্রশ্নঃ বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ আরবি ভাষায় অনুবাদ করে কে?
ক. মিশর পররাষ্ট্র মন্ত্রণালয়
খ. সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়
গ. ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়
ঘ. বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ফরাসি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কবে?
ক. ২০ মার্চ ২০১৭
খ. ২৬ মার্চ ২০১৭
গ. ৩১ মার্চ ২০১৭
ঘ. ২৫ মার্চ ২০১৭
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশি হিসেবে ড. এ আতিক রহমান কত সালে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার লাভ করে?
ক. ২০০৭
খ. ২০০৯
গ. ২০০৬
ঘ. ২০০৮
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত ?
ক. রাজশাহী
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর পরিচালক কে?
ক. তানভীর মোকাম্মেল
খ. তারেক মাসুদ
গ. মাহফুজ আহমেদ
ঘ. চাষী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
ক. রংপুর
খ. ময়মনসিংহ
গ. দিনাজপুর
ঘ. জামালপুর
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)