প্রশ্নঃ বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয় ?
ক. ৪০%
খ. ৬০%
গ. ৮০%
ঘ. ২০%
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত ?
ক. ৭৫ . ৮ %
খ. ৭৮ . ১ %
গ. ৭৯ . ২ %
ঘ. প্রায় ৮০ %
উত্তরঃ খ
প্রশ্নঃ ঘূর্ণিঝড় ‘কোমেন’ বাংলাদেশে আঘাত হানে কবে?
ক. ২৬ জুলাই ২০১৫
খ. ২৮ জুলাই ২০১৫
গ. ৩০ জুলাই ২০১৫
ঘ. ১ আগস্ট ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ কবে বাংলাদেশে আঘাত হানে?
ক. ১৫ মে ২০১৬
খ. ১৮ মে ২০১৬
গ. ২১ মে ২০১৬
ঘ. ২৩ মে ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রাকৃতিক দুর্যোগ ব্যাবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যাবস্থা গ্রহন সবচেয়ে ফলপ্রসূ হবে?
ক. কমিউনিটি পর্যায়ে
খ. জাতীয় পর্যায়ে
গ. আঞ্চলিক পর্যায়ে
ঘ. উপজেলা পর্যায়ে
উত্তরঃ ক
প্রশ্নঃ স্পারসো কি ?
ক. মহাকাশ গবেষণাকারী বেসরকারী সংস্থা
খ. ভূ-উপগ্রহ
গ. মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা
ঘ. একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলিত হয় তার নাম-
ক. নদীজ বন্যা
খ. আকস্মিক বন্যা
গ. বৃষ্টিজনিত বন্যা
ঘ. জলোচ্ছ্বাসজনিত বন্যা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় –
ক. উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে
খ. সমুদ্র বায়ুর প্রভাবে
গ. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
ঘ. নিরক্ষীয় বায়ুর প্রভাবে
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে সংঘটিত বন্যর রেকর্ড অনুযায়ী (1971-2007 ) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
ক. ১৯৭৪
খ. ১৯৮৮
গ. ১৯৯৮
ঘ. ২০০৭
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
ক. ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
খ. ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
গ. উপক্রান্তীয় জলবায়ু
ঘ. আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
উত্তরঃ ক
প্রশ্নঃ কালাজ্বরের জীবাণুবাহী কোন মাছি?
ক. ঘরের মাছি
খ. গ্রীনবটল ফ্লাই
গ. বালিমাছি
ঘ. ডিয়ার ফ্লাই
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
ক. ৩০%
খ. ৪০%
গ. ৫০%
ঘ. ৬০%
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের জলবায়ুর নাম কি ?
ক. নাতিশীতোষ্ণ
খ. নিরক্ষীয়
গ. ক্রান্তীয়
ঘ. ক্রান্তীয় মৌসুমী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয়?
ক. ভূমিকম্প
খ. ভূমিধস
গ. নদী ভাঙ্গন
ঘ. ঘূর্ণিঝড়
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায়) কত?
ক. ২৯০ সে.মি.
খ. ১৮০ সে.মি.
গ. ১২০ সে.মি.
ঘ. ২০৩ সে.মি.
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘SPARRSO’ কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ. পরিবেশ ও বন মন্ত্রণালয়
গ. প্রতিরক্ষা মন্ত্রণালয়
ঘ. তথ্য মন্ত্রণালয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
ক. লালপুর
খ. জাফলং
গ. মাধবকুণ্ড
ঘ. লালখানে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
ক. ভূমিকম্প
খ. সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
গ. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
ঘ. খরা বা বন্যা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-
ক. দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
খ. জাপানের উন্নয়ন কৌশল
গ. সুনামী দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
ঘ. ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
উত্তরঃ ক
প্রশ্নঃ দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
ক. ১ জানুয়ারী
খ. ১১ জানুয়ারী
গ. ১৯ জানুয়ারী
ঘ. ২১ মার্চ
ঙ. ১৩ জুলাই
উত্তরঃ ঙ
প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
ক. নাটোরের লালপুর
খ. পাবনার ঈশ্বরদী
গ. রাজশাহী সদর
ঘ. যশোর শহর
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
ক. পুটিয়া, রাজশাহী
খ. নাচোল, চাপাইনবাবগঞ্জ
গ. লালপুর, নাটোর
ঘ. ঈশ্বরদি, পাবনা
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের এফ, সি, ডি, আই প্রকল্পের উদ্দেশ্য-
ক. বন্যা নিয়ন্ত্রণ
খ. পানি নিষ্কাশন
গ. পানি সেচ
ঘ. উপরের তিনটি (ক, খ ও গ)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মালদ্বীপের দিভেহী ভাষার শব্দ ‘রোয়ানু’-এর অর্থ কি?
ক. বাঁশের তৈরি দড়ি
খ. নারকেলের ছোবড়ার আঁশের দড়ি
গ. তুলার তৈরি দড়ি
ঘ. পাটের তৈরি দড়ি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের কালবৈশাখির ঝড় কখন হয়?
ক. মৌসুমী বায়ু ঋতুতে
খ. শীতকালে
গ. মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
ঘ. প্রাক- মৌসুমী বায়ু ঋতুতে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
ক. উদ্ধার পর্যায়ে
খ. প্রভাব পর্যায়ে
গ. সতর্কতা পর্যায়ে
ঘ. পুনর্বাসন পর্যায়ে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঘূর্ণিঝড় ‘সিডর’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. হিন্দি
খ. সিংহলী
গ. আরবি
ঘ. পশতু
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ?
ক. ১,৫০০ মি.মি.
খ. ২,০০০ মি.মি.
গ. ২,৩৭৫ মি.মি.
ঘ. ২,৫০০ মি.মি.
উত্তরঃ খ
প্রশ্নঃ দূর্যোগ ব্যাবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে?
ক. পুনর্বাসন
খ. ঝুঁকি চিহ্নিত করণ
গ. দূর্যোগ প্রশমন কর্মকান্ড
ঘ. দুর্যোগ প্রস্তুতি
উত্তরঃ খ
প্রশ্নঃ বজ্রপাতে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?
ক. ভারতে
খ. বাংলাদেশে
গ. মালদ্বীপে
ঘ. নেপালে
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)