প্রশ্নঃ কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে ‘কল্যাণের বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেন ?
ক. মার্শাল
খ. এল রবিনসন
গ. কার্ল মার্কস
ঘ. অমর্ত্য সেন
উত্তরঃ ক
প্রশ্নঃ HSBC ব্যাংকের প্রকৃত নাম -(What the name of HSBC bank ?)
ক. Hong Kong Shanghai Banking Corporation
খ. Hong Kong Shanghai Banking Company
গ. Hong Kong Singapore Banking Corporation
ঘ. Hong Kong Singapore Banking Company
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
ক. $ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
খ. $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
গ. $ ৪২ বিলিয়ন মার্কিন ডলার
ঘ. $ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ ? (Which of the following is the function of the central bank ?)
ক. আমানত গ্রহণ (Deposit collection)
খ. সঞ্চয় স্থানান্তর (Savings mobilization)
গ. ঋণ প্রদান (Loan sanction)
ঘ. ঋণ নিয়ন্ত্রণ (Credit control)
ঙ. মূলধন সৃষ্টি (Capital formation)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিরাপদ খাদ্য আইন ২০১৩ কার্যকর হয় কবে?
ক. ১ জানুয়ারি ২০১৫
খ. ১ এপ্রিল ২০১৫
গ. ১২ জানুয়ারি ২০১৫
ঘ. ১ ফেব্রুয়ারি ২০১৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য কতটি উন্নয়ন ব্যাংক আছে ? (How many development banks are there in Bangladesh for the development of agriculture sector ?)
ক. 1
খ. 2
গ. 5
ঘ. 10
উত্তরঃ খ
প্রশ্নঃ আই.পি.ও শব্দটি ব্যবহৃত হয় – (IPO is the term used in -)
ক. Stock Market
খ. Banking Business
গ. Insurence Business
ঘ. Leasing Business
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে-
ক. ব্র্যাক ব্যাংক
খ. ডাচ-বাংলা ব্যাংক
গ. এবি ব্যাংক
ঘ. সোনালী ব্যাংক
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে নিজস্ব মুদ্রা চালু হয় –
ক. ৩ মার্চ, ১৯৭২
খ. ২৬ মার্চ, ১৯৭২
গ. ৪ মার্চ, ১৯৭২
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের পূর্বনাম কি ? (The previous name of Bangladesh Bank was -)
ক. State Bank of Pakistan
খ. Reserve Bank of Pakistan
গ. National bank of Pakistan
ঘ. Federal Bank of Pakistan
ঙ. Bank of Pakistan
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের জন্য সর্ব বৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ –
ক. জাপান
খ. জার্মানি
গ. মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
ক. সোনালী ব্যাংক
খ. বাংলাদেশ ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক
ঘ. সেন্ট্রাল ব্যাংক
উত্তরঃ খ
প্রশ্নঃ ভূমিকর কোন ধরনের কর ?
ক. প্রত্যক্ষ কর
খ. পরোক্ষ কর
গ. মূল্য সংযোজন কর
ঘ. উন্নয়ন কর
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৫ – ২০১৬ সালের বাজেটে রাজস্ব আয় ধরা হয়—
ক. ২,১৪,২৪৩ টাকা
খ. ২,২০,২৫০ টাকা
গ. ২,৩০,৫০০ টাকা
ঘ. ২,২৫,২৪৩ টাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের উন্নয়ন অবস্থা পরিমাপের সর্বোৎকৃষ্ট পন্থা- (Development status of Bangladesh can be best measured in terms of -)
ক. সাক্ষরতা হার (Literacy rate )
খ. শক্তির ব্যবহার (Consumption of power)
গ. পুষ্টিগত অবস্থা (Nutrition level)
ঘ. মাথাপিছু আয় (Per capita income)
উত্তরঃ খ
প্রশ্নঃ জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম ?
ক. জাইকা
খ. ভোটরো
গ. ডায়েট
ঘ. ওসিডি
উত্তরঃ ক
প্রশ্নঃ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর ?
ক. ১৯৮৩
খ. ১৯৮২
গ. ১৯৭৬
ঘ. ১৯৯১
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সর্বচ্চো ঋণদাতা দেশ –
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. সৌদি আরব
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ Suppose you are the account holder of a bank. The bank offered you a plastic card with a credit limit of TK. 20,000 and your account has to be setted in full at the end of each month. Usually there is an annual fee for using this credit facility. This type of plastic card is called –
ক. Debit Card
খ. Credit Card
গ. Charge Card
ঘ. Pre-paid Card
উত্তরঃ খ
প্রশ্নঃ জিডিপি এর পূর্ণরূপ হল – (The acronym GDP stands for -)
ক. Growth of Domestic Product
খ. Gross Domestic Product
গ. Growing Diversified Product
ঘ. General Domestic Product
ঙ. General Diversified Product
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক –
ক. আরব বাংলাদেশ ব্যাংক
খ. ব্যাংক আল-ফালাহ লিঃ
গ. এক্সিম ব্যাংক লিঃ
ঘ. সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিঃ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে ?
ক. জাপান
খ. যুক্তরাষ্ট্র
গ. মিশর
ঘ. মালয়শিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ Full name of IFIC Bank Ltd. is – (IFIC Bank ব্যাংকের পূর্ণনাম -)
ক. International Fund for Industrial Credit Bank Ltd.
খ. International Finance and Industrial Co-operative Bank Ltd.
গ. International Finance Investment and Commerce Bank Ltd.
ঘ. International Finance Industrial and Commerce Bank Ltd.
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ সরকার কত বছর পর পর আমদানি ও রপ্তানি নীতি করে থাকে?
ক. ৪ বছর
খ. ৩ বছর
গ. ২ বছর
ঘ. ১ বছর
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০১৪ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
ক. ১২০০ মা.ড.
খ. ১০৮০ মা.ড.
গ. ১১২০ মা.ড.
ঘ. ১১৫০ মা.ড.
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় – (Bangladesh Bank was established on -)
ক. 16 December, 1971
খ. 16 December, 1972
গ. 26 March, 1971
ঘ. 26 March, 1972
উত্তরঃ ক
প্রশ্নঃ কখন থেকে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে?
ক. ১৯৮৩
খ. ১৯৭৬
গ. ১৯৭৯
ঘ. ১৯৮০
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা – (Bangladesh of scheduled banks in Bangladesh ?)
ক. ৪৫
খ. ৪৭
গ. ৫০
ঘ. ৫৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চুড়ান্ত হিসাবে ২০১৪-২০১৫ অর্থবছরের মাথাপিছু আয় কত?
ক. ১৩৭৫ মার্কিন ডলার
খ. ১৩১৬ মার্কিন ডলার
গ. ১৩২৫ মার্কিন ডলার
ঘ. ১৩১০ মার্কিন ডলার
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন নতুন করে নির্ধারণ করা হয়েছে ?
ক. ২০০ কোটি টাকা
খ. ১০০ কোটি টাকা
গ. ৩০০ কোটি টাকা
ঘ. ৪০০ কোটি টাকা
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)