বাংলাদেশ বিষয়াবলী-২২

প্রশ্নঃ দেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র (WTC) কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. নারায়ণগঞ্জ
ঘ. সিলেট
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে ১০০০ টাকা মূল্যমানের নোট কবে থেকে চালু হয়েছে?
ক. ৭ অক্টোবর, ২০০৮
খ. ১৬ অক্টোবর, ২০০৮
গ. ২৭ অক্টোবর, ২০০৮
ঘ. ৩১ অক্টোবর, ২০০৮
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনটি একটি অর্থ ব্যাবস্থায় মুদ্রাস্ফীতি ঘটায় ?
ক. উৎপাদন বৃদ্ধি
খ. আমদানি বৃদ্ধি
গ. রপ্তানি বৃদ্ধি
ঘ. মুদ্রার সরবরাহ বৃদ্ধি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয় ?
ক. টাকা ছাপানো
খ. ঋণ নিয়ন্ত্রণ
গ. নিকাশ ঘর
ঘ. আমানত গ্রহণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৮ সালে বাংলাদেশ জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?
ক. ২৯.৬৬%
খ. ৩০.৬৬%
গ. ৩২.৬৬%
ঘ. ৩৩.৬৬%
উত্তরঃ গ

প্রশ্নঃ Gross national product (GDP) measures :
ক. Income earned by households
খ. The income received by households plus the income kept by businesses
গ. The economic welfare of a nation
ঘ. The final output of goods and services produced in an economy
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যখন কোন কোম্পানি প্রথমবারের মত জনগণের নিকট তার শেয়ার বিক্রির প্রস্তাব দেয়, তাকে – (When a company offers its share to public for the first time. It is known as -)
ক. Bonus Issue
খ. Secondary Stock Offerings
গ. Right Issue
ঘ. Initial Public Offerings
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি মুদ্রাস্ফীতির কারণ?
ক. জাতীয় উৎপাদন হ্রাস
খ. মুদ্রার সরবরাহ বৃদ্ধি কিন্তু জাতীয় উৎপাদন হ্রাস
গ. দেশে মুদ্রার সরবরাহ হ্রাস
ঘ. দেশে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে
উত্তরঃ খ

প্রশ্নঃ টাকা প্রধানত ব্যবহৃত হয় – (Money mainly serves as a -)
ক. বিনিময়ের মাধ্যম (Medium of exchange)
খ. অদল বদলের মাধ্যম (Means of barter)
গ. সঞ্চয়ের মাধ্যম (Means of hoarding)
ঘ. কোনটিই নয় (None of these)
উত্তরঃ ক

প্রশ্নঃ কি আমদানির জন্য চট্টগ্রামের আলিনগরকে শুল্ক স্টেশন করা হয়?
ক. কৃষি পণ্য
খ. শিল্পজাত পণ্য
গ. এলপিজি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাণিজ্যিক ব্যাংকে চলতি হিসাব খোলার উদ্দেশ্য – (We open current account with a commercial bank for a purpose of -)
ক. সুদ প্রাপ্তি (Earning interest)
খ. অর্থের নিরাপত্তা (safe custody of fund)
গ. ঋণ গ্রহন (Getting loan )
ঘ. সবগুলোই (All of these )
ঙ. কোনটিই নয় (None of these)
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ১০ টাকার পলিমার নোটটি বাংলাদেশে প্রথম চালু হয় -(Taka 10 polymer note was first introduced in Bangladesh in -)
ক. 2000
খ. 2001
গ. 1999
ঘ. 2002
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৫ সালে বৈশিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৮০ তম
খ. ৮২ তম
গ. ৮৪ তম
ঘ. ৮৬ তম
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় ? (Which of the following is not a function of a commercial bank ?)
ক. Deposit mobilization
খ. Credit control
গ. Providing credit
ঘ. Discounting bills
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে টেলি ব্যাংকিং ব্যবস্থা চালু করে – (‘Tele Banking’ was first introduced in Bangladesh by -)
ক. National Bank
খ. Standard Chartered Bank
গ. Grindlays Bank
ঘ. American Express Bank
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের অষ্টম ই.পি.জেড কোথায় অবস্থিত ?
ক. কুমিল্লা
খ. কর্ণফুলী
গ. ঈশ্বরদীতে
ঘ. নীলফামারীতে
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশের মুদ্রা সরবরাহের নিয়ন্ত্রক ? (Which organization or agency is directly responsible for controlling money supply in Bangladesh ?)
ক. Ministry of Finance
খ. Sonali Bank
গ. Bangladesh Bank
ঘ. Ministry of Planning
উত্তরঃ গ

প্রশ্নঃ কলমানি হার বলতে -(Call money rate is 🙂
ক. যে হারে একটি সদস্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে ঋণ নেয় (The rate at which member banks borrow from central bank)
খ. যে হারে একটি ব্যাংক অন্য ব্যাংকের নিকট হতে ঋণ নেয় (The rate at which one bank borrows from another bank)
গ. স্বল্পমেয়াদী আমানতের হার (Short term deposit rate)
ঘ. স্বল্পমেয়াদী ঋণের হার (Short term lending rate )
ঙ. দীর্ঘমেয়াদী ঋণের হার (Long term lending rate)
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে –
ক. বাংলাদেশ ব্যাংক
খ. জনতা ব্যাংক
গ. অগ্রণী ব্যাংক
ঘ. ইসলামী ব্যাংক
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্রামীন মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম—
ক. আর পি এস
খ. আর ডি এস
গ. আর এস এস
ঘ. এস আর এস
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৮ সালে বাংলাদেশের per capital GDP (nominal)
ক. $ ১৭৫০ মার্কিন ডলার
খ. $ ১৭৫১ মার্কিন ডলার
গ. $ ১৭৫২ মার্কিন ডলার
ঘ. $ ১৭৫৩ মার্কিন ডলার
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে মালিকের লভ্যাংশের শেয়ারকে বলে -(Owner’s share of profit of a public limited company is called -)
ক. Dividend
খ. Director’s remuneration
গ. MD’s salary
ঘ. Employee wages
উত্তরঃ ক

প্রশ্নঃ কলমানি বলতে কি বোঝায় ? (What do you mean by call money ?)
ক. আন্তঃব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান ও গ্রহণ (Inter-bank short term leading and borrowing)
খ. কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ গ্রহণ (Borrowing from central bank)
গ. বাণিজ্যিক ব্যাংক কর্তৃক বীমা কোম্পানিকে ঋণদান (Lending by commercial bank to insurance companies)
ঘ. আমানতকারীর বাণিজ্যিক ব্যাংক হতে অর্থ উত্তোলন (Withdrawl of money from commercial bank by deposit holders)
ঙ. কোনটিই নয় (None of these)
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি প্রত্যক্ষ কর ? (Which one of the following is a direct tax ?)
ক. Import duty
খ. Excise duty
গ. Supplementary
ঘ. Value added tax
ঙ. Tax deducted at source on professional income
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বেসিক ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে কবে?
ক. ২৪ শে জানুয়ারি ১৯৮৯
খ. ২৩ শে জানুয়ারি ১৯৮৯
গ. ২১ শে জানুয়ারি ১৯৮৯
ঘ. ২২ শে জানুয়ারি ১৯৮৯
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অর্থ বিভাগের প্রক্ষেপণ অনুযায়ী, দারিদ্র্যের নিম্নসীমা কত?
ক. ৯.২০
খ. ৮.৯০
গ. ৯.৯০
ঘ. ৯.৫০
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় কবে?
ক. ৩১ মার্চ – ৩১ মে, ২০১৩
খ. ২০ – ২৬ এপ্রিল, ২০০৩
গ. ২৭ – ৩১ মে, ২০০১
ঘ. ২৭ – ২৯ ডিসেম্বর, ১৯৮৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান ব্যাংকগুলোর ভেতর কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় ?
ক. সোনালী ব্যাংক
খ. জনতা ব্যাংক
গ. আরব বাংলাদেশ ব্যাংক
ঘ. বাংলাদেশ ব্যাংক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ব্যাংকটি একটি বিশেষ ঋণদানকারী সংস্থা ?
ক. সোনালী ব্যাংক
খ. জনতা ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক
ঘ. অগ্রণী ব্যাংক
উত্তরঃ গ

প্রশ্নঃ BBS’র এর চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কত?
ক. ৭.৬৫%
খ. ৭.৪৫%
গ. ৭.৩৫%
ঘ. ৭.২৪%
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!