প্রশ্নঃ বর্তমানে (২০১৫) কোন নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে?
ক. পাঁচ টাকা
খ. এক টাকা
গ. দুই টাকা
ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Stock Exchanges of Bangladesh operate under the direct control of –
ক. Bangladesh Bank
খ. Securities and Exchange Commission
গ. Ministry of commerce
ঘ. Ministry of Finance
উত্তরঃ খ
প্রশ্নঃ সোনালী ব্যাংক কোন কাজটি করে ?
ক. মুদ্রা প্রচলন
খ. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ
গ. ব্যাংক হার নির্ধারণ
ঘ. ঋণদান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান নয় ? (Which one of the following is not a depositary financial institution ?)
ক. IFIC Bank Limited
খ. The Oriental Bank Limited
গ. Agrani Bank
ঘ. Uttara Bank Limited
ঙ. Investment Corporation of Bangladesh
উত্তরঃ ঙ
প্রশ্নঃ বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
ক. জিকা
খ. ইউ. এন.ডি.পি
গ. বিশ্বব্যাংক
ঘ. আই.এম.এফ
উত্তরঃ গ
প্রশ্নঃ গার্মেন্টস পণ্য প্রথম রপ্তানি করা হয় কোন দেশে—
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স
ঘ. জার্মানি
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট কবে পেশ করা হয়?
ক. ৭ জুন ২০১৫
খ. ৫ জুন ২০১৫
গ. ৪ জুন ২০১৫
ঘ. ৬ জুন ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ সরকার কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে ?
ক. প্রত্যক্ষ কর
খ. পরোক্ষ কর
গ. ফি
ঘ. সরকারী প্রতিষ্ঠানের লাভ
উত্তরঃ খ
প্রশ্নঃ ইপিজেড এ চালু শিল্পের মধ্যে সর্বচ্চ বিনিয়োগ কোন শিল্পে ?
ক. তৈরী পোশাক শিল্পে
খ. বস্ত্র শিল্পে
গ. ইলেক্ট্রনিক্স শিল্পে
ঘ. চামড়া শিল্পে
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৪-২০১৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
ক. ৩১২০ কোটি মা. ড.
খ. ৩২৫০ কোটি মা. ড.
গ. ৩২৮০ কোটি মা. ড.
ঘ. ৩৩৫০ কোটি মা. ড.
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন মন্ত্রণালয় বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে ?(Which ministry controls banking sector of Bangladesh ?)
ক. ব্যাংকিং মন্ত্রণালয় (Ministry of Banking)
খ. অর্থ মন্ত্রণালয় (Ministry of Finance)
গ. বাণিজ্য মন্ত্রণালয় (Ministry of Commerce)
ঘ. পরিকল্পনা মন্ত্রণালয় (Ministry of Planning)
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা-
ক. ৬টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ১২টি
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৬ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়?
ক. এলায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লি.
খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.
ঘ. উপরের সবকটি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ইপিজেড(EPZ) কোথায় স্থাপিত হয়?
ক. সাভার
খ. চট্টগ্রাম
গ. মংলা
ঘ. ঈশ্বরদী
উত্তরঃ খ
প্রশ্নঃ NNP এর পুরো নাম –
ক. Net National Product
খ. Net National Price
গ. Net National Profit
ঘ. National Net Price
উত্তরঃ ক
প্রশ্নঃ মুদ্রাস্ফীতি বলতে বুঝায় –
ক. অর্থের যোগান উৎপাদিত দ্রব্য সামগ্রীর তুলনায় অধিক হওয়াকে
খ. অর্থের যোগান দেশের সম্পদের চেয়ে অধিক হওয়াকে
গ. অর্থের যোগান ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সমতা না থাকাকে
ঘ. দেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাওয়াকে
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক কোনটি?
ক. ন্যাশনাল ব্যাংক
খ. আরব বাংলাদেশ ব্যাংক
গ. আই.এফ.আই.সি ব্যাংক
ঘ. দি সিটি ব্যাংক
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে-
ক. ফিনল্যান্ডে
খ. ডেনমার্কে
গ. নরওয়েতে
ঘ. সুইডেনে
উত্তরঃ খ
প্রশ্নঃ মুদ্রাস্ফীতি প্রকৃত আয়কে –
ক. বৃদ্ধি করে
খ. হ্রাস করে
গ. অপরিবর্তিত রাখে
ঘ. বৃদ্ধি ও হ্রাস উভয়ই করে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশী কর্মসংস্থান হয়?
ক. নির্মাণ খাত
খ. কৃষি খাত
গ. সেবা খাত
ঘ. শিল্প কারখানা খাত
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রত্যেক ফেডারেল রিজার্ভ ব্যাংককে নোট ইস্যুর এর সমান মূল্যের স্বর্ণ রিজার্ভ রাখতে হয় –
ক. ২০%
খ. ৩০%
গ. ৪০%
ঘ. ২৫%
ঙ. ৫০%
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ কার অধীনে—
ক. বাণিজ্য মন্ত্রণালয়
খ. অর্থ মন্ত্রণালয়
গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
ঘ. সমাজকল্যাণ মন্ত্রণালয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ পর্যটন বোর্ড কর্তৃক চিহ্নিত পর্যটন স্পট কতটি?
ক. ৭৯০
খ. ৭৮০
গ. ৭৬০
ঘ. ৭৭০
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার?
ক. বাংলাদেশ ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংকসমূহ
গ. অর্থ মন্ত্রণালয়
ঘ. বীমা কোম্পানিসমূহ
উত্তরঃ ক
প্রশ্নঃ অর্থনীতির জনক কে ?
ক. অ্যাডাম স্মিথ
খ. ডেভিড রিকার্ডো
গ. জন স্টুয়ার্ট মিল
ঘ. কার্ল মার্কস
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি উন্নয়ন ব্যাংক ?
ক. অগ্রণী ব্যাংক
খ. পূবালী ব্যাংক
গ. বাংলাদেশ কৃষি ব্যাংক
ঘ. ন্যাশনাল ব্যাংক
উত্তরঃ গ
প্রশ্নঃ ATM বলতে বোঝায় – (ATM stands for – )
ক. Automatic transfer machine
খ. Automated teller machine
গ. Automatic teller machine
ঘ. Automatic transaction machine
ঙ. None of these
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি সাধারণত বৃহত্তম – GNP, GDP, বা NNP ?(Which one is usually bigger GNP, GDP, or NNP ?)
ক. GDP
খ. GNP
গ. NNP
ঘ. All these are equal
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন ব্যাংক বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড চালু করে ? (Which bank introduces first Master card in Bangladesh ?)
ক. Sonali Bank
খ. Agrani Bank
গ. ANZ Grindlays
ঘ. American Express Bank
উত্তরঃ গ
প্রশ্নঃ Exim Bank Ltd. আমাদের দেশে একটি –
ক. মার্চেন্ট ব্যাংক
খ. আমদানি ও রপ্তানী ব্যাংক
গ. বিনিয়োগ ব্যাংক
ঘ. শিল্প ব্যাংক
ঙ. বাণিজ্যিক ব্যাংক
উত্তরঃ ঙ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)