প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন ?
ক. মুসা বিন নুসায়ের
খ. তারেক বিন জিয়াদ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. খালেদ বিন ওয়ালিদ
উত্তরঃ গ
প্রশ্নঃ দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা –
ক. কুতুবউদ্দীন আইবেক
খ. শামসুদ্দিন ইলতুৎমিশ
গ. গিয়াসউদ্দিন বলবন
ঘ. আলাউদ্দিন খলজী
উত্তরঃ খ
প্রশ্নঃ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের-
ক. ফেব্রুয়ারিতে
খ. মে মাসে
গ. জুলাই মাস
ঘ. আগস্টে
উত্তরঃ ক
প্রশ্নঃ পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?
ক. আব্দুল মতিন
খ. ধীরেন্দ্রনাথ দত্ত
গ. শেরে বাংলা এ. কে.ফজলুল হক
ঘ. হোসেন সোহিদ সোহরাওয়ার্দী
উত্তরঃ খ
প্রশ্নঃ সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত –
ক. ক্যাপ্টেন হাকিন্স
খ. এডওয়ার্ডস
গ. স্যার টমাস রো
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে ?
ক. নবাব সিরাজউদ্দৌলা
খ. শায়েস্তা খাঁ
গ. ঈসা খাঁ
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ খ
প্রশ্নঃ ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত –
ক. জ্যোতিমর্ষ গুহ ঠাকুরতা
খ. জিতেন ঘোষ
গ. মুহাম্মদ আব্দুল হাই
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
ঙ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
ক. ১৯০৫
খ. ১৯১৬
গ. ১৯৪৫
ঘ. ১৯১১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন ?
ক. শের শাহ
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. ইলতুৎমিশ
ঘ. লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ খ
প্রশ্নঃ যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয় তার নাম –
ক. কিংসফোর্ড
খ. লর্ড হার্ডিঞ্জ
গ. হডসন
ঘ. সিম্পসন
উত্তরঃ ক
প্রশ্নঃ তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত?
ক. ১৯৪৬
খ. ১৯৪৭
গ. ১৯৪৮
ঘ. ১৯৫০
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-
ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ. নবাব স্যার সলিমুল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
ক. সম্রাট আকবর
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. সম্রাট জাহাঙ্গীর
ঘ. সুলতান ইলিয়াস শাহ্
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে, যা ছিল নিম্নরূপঃ “লোকটি এবং তার দল পাকিস্থানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না ” – এ দাম্ভোক্তিকারী ব্যক্তিটি কে?
ক. জেনারেল নিয়াজী
খ. জেনারেল টিক্কা খান
গ. জেনারেল ইয়াহিয়া খান
ঘ. জেনারেল হামিদ খান
উত্তরঃ খ
প্রশ্নঃ মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ?
ক. ওয়েলেসলি
খ. ওয়ারেন হেস্টিংস
গ. কর্ণওয়ালিস
ঘ. ডালহৌসি
উত্তরঃ ক
প্রশ্নঃ চীন দেশের কোন ভ্রমনকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন ?
ক. হিউয়েন সাঙ
খ. ফা হিয়েন
গ. আইসিং
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বাঙ্গালাহ’ নামের প্রচলন করেন –
ক. শশাংঙ্ক
খ. ধর্মপাল
গ. ইলিয়াস শাহ্
ঘ. আকবর
উত্তরঃ গ
প্রশ্নঃ পলাশীর যুদ্ধ হয় কত সালে?
ক. ১৭৭০ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৮৮৭ সালে
ঘ. ১৮৮০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ অশোক কোন বংশের সম্রাট ছিলেন ?
ক. মৌর্য
খ. গুপ্ত
গ. পুষ্যভূতি
ঘ. কুশান
উত্তরঃ ক
প্রশ্নঃ ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. খুলনা
খ. যশোর
গ. বাগেরহাট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ আরবদের আক্রমনের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন –
ক. মানসিংহ
খ. জয়পাল
গ. দাহির
ঘ. দাউদ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
ক. বাঙালি
খ. আর্য
গ. নিষাদ
ঘ. আলপাইন
উত্তরঃ গ
প্রশ্নঃ ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ ‘পঞ্চাশের মন্বন্তর’ নামে পরিচিত?
ক. ১৭৭০
খ. ১৮৬৬
গ. ১৮৯৯
ঘ. ১৯৪৩
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা কর্মসূচির মূল বক্তব্য কি ছিল? (Main object of 6 points programme declared in 1966 was)
ক. দুই অঞ্চলের পথকীকরণ(Separation of two wings)
খ. পূর্ব পাকিস্থানের স্বায়ত্বশাসন (Autonomy of East Pakistan)
গ. বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা (Declaration of Independent Bangladesh)
ঘ. ছয়টি প্রদেশ সৃষ্টি (Creation of provinces)
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন?
ক. ১৫৭৫
খ. ১৫৭২
গ. ১৫৫৬
ঘ. ১৫৭৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে অভিহিত হয়?
ক. মৌর্য
খ. গুপ্ত
গ. পাল
ঘ. মুসলিম
ঙ. ইংরেজ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসরয় ছিলেন-
ক. লর্ড রিপোন
খ. লর্ড কার্জন
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড হার্ডিঞ্জ
উত্তরঃ খ
প্রশ্নঃ লর্ড ক্যানিং ভারত ঊপমহাদেশে প্রথম কোন ব্যাবস্থা চালু করেন?
ক. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
খ. দ্বৈত শাসন ব্যবস্থা
গ. সতীদাহ নিবারণ ব্যবস্থা
ঘ. পুলিশ ব্যবস্থা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হার্মাদ’ শব্দটি কোন ভাষা থেকে আগত ?
ক. স্পেনীয়
খ. পর্তুগিজ
গ. বার্মিজ
ঘ. আরাকানী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মাৎস্যন্যায়’ ধারণাটি কিসের সাথে সম্পর্কিত ?
ক. মাছ বাজার
খ. ন্যায় বিচার প্রতিষ্ঠা
গ. মাছ ধরার নৌকা
ঘ. আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা
উত্তরঃ ঘ
আরো পড়ুন: