প্রশ্নঃ বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় –
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৫৬ সালে
গ. ১৮৬০ সালে
ঘ. ১৮৬২ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন ?
ক. শেখ মুজিবুর রহমান
খ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
গ. শামসুল হক
ঘ. আবুল হাসিম
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত –
ক. চকবাজারে
খ. সদরঘাটে
গ. লালবাগ
ঘ. ইসলামপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ক
প্রশ্নঃ তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
ক. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
খ. রেডিও পাকিস্থান,চট্টগ্রাম
গ. চট্টগ্রাম বেতার কেন্দ্র
ঘ. কালুরঘাট বেতারকেন্দ্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?
ক. মুসা বিন নুসায়ের
খ. খালিদ বিন ওয়ালিদ
গ. মুহাম্মদ বিন কাসেম
ঘ. তারিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
ক. পাল বংশ
খ. সেন বংশ
গ. ভূইয়া বংশ
ঘ. গুপ্ত বংশ
উত্তরঃ ক
প্রশ্নঃ কত সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯২০ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ আর্যভট্ট কোন যুগের বিজ্ঞানী ছিলেন?
ক. সুলতানি
খ. মুঘল
গ. গুপ্ত
ঘ. মৌর্য
উত্তরঃ গ
প্রশ্নঃ ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন ?
ক. চতুর্দশ
খ. পঞ্চদশ
গ. ষষ্টদশ
ঘ. অষ্টাদশ
উত্তরঃ ক
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন –
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মাওলানা আবুল কালাম আজাদ
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. মাওলানা ভাসানী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ টোডরমেলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত?
ক. ধর্মীয়
খ. সামরিক
গ. রাজস্ব
ঘ. সামাজিক
উত্তরঃ গ
প্রশ্নঃ বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কণ্যা’এর চিত্রকর কে?
ক. জয়নুল আবেদীন
খ. কামরুল হাসান
গ. এস এম সুলতান
ঘ. রফিকুন্নবী
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?
ক. পলাশীর যুদ্ধ
খ. পানিপথের যুদ্ধ
গ. বক্সারের যুদ্ধ
ঘ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
উত্তরঃ ক
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় –
ক. ১৬০৮ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৬০০ সালে
ঘ. ১৬৫২ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ন নামে কথিত হতো ?
ক. মুর্শিদাবাদ
খ. রাজশাহী
গ. চট্টগ্রাম
ঘ. মেদিনীপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
ক. ইসলাম খান
খ. রাজা মানসিংহ
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক. এটলি
খ. চার্চিল
গ. ডিজরেইলি
ঘ. গ্লাডস্টোন
উত্তরঃ ক
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
ক. যুগ্ম সম্পাদক
খ. সম্পাদক
গ. সহ-সভাপতি
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ছিয়াওরের মন্বন্তর’ বাংলা কোন সনে হয়েছিল ?
ক. ১০৭৬ সনে
খ. ১৩৭৬ সনে
গ. ১১৭৬ সনে
ঘ. ১২৭৬ সনে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন যুগ প্রাচীন ভারতের স্বর্নযুগ হিসেবে পরিচিত?
ক. মৌর্যযুগ
খ. শুঙ্গযুগ
গ. কুষাণযুগ
ঘ. গুপ্তযুগ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বুলবুল-ই-হিন্দ’ কাকে বলা হয়?
ক. তানসেনকে
খ. আমীর খসরুকে
গ. আবুল ফজলকে
ঘ. গালিবকে
উত্তরঃ ক
প্রশ্নঃ শাহজাহানের কনিষ্ঠ পুত্র –
ক. দারা
খ. মুরাদ
গ. সুজা
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক –
ক. লর্ড কার্জন
খ. লর্ড রিপন
গ. লর্ড ডাফরিন
ঘ. লর্ড লিটন
উত্তরঃ খ
প্রশ্নঃ পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?
ক. ১৯৪৭
খ. ১৯৬২
গ. ১৯৫৬
ঘ. ১৯৫২
ঙ. ১৯৪৯
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের গৃহিত এস্টেট একুইজিশন এন্ড টেনান্সী এ্যাক্ট কোন সনে পাস হয় ?
ক. ১৯৫০
খ. ১৯৫১
গ. ১৯৫২
ঘ. ১৯৬১
উত্তরঃ ক
প্রশ্নঃ চীনা পরিব্রাজক ফা-হিয়েন কখন ভারতবর্ষ অবস্থান করেন ?
ক. ২০১-২১০ খ্রিষ্টাব্দ
খ. ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
গ. ৭০২-৭০৮ খ্রিষ্টাব্দ
ঘ. ৯০৫-৯১৪ খ্রিষ্টাব্দ
উত্তরঃ খ
প্রশ্নঃ মাষ্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল?
ক. মেদিনীপুরে
খ. ব্যারাকপুরে
গ. চট্টগ্রামে
ঘ. আন্দামানেঙ .কুমিল্লায়
উত্তরঃ গ
প্রশ্নঃ আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
ক. ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
খ. হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে
গ. ভাগিরথী নদীর পশ্চিম তীরে
ঘ. আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়
উত্তরঃ ক
প্রশ্নঃ বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে?
ক. বলভভাই প্যাটেল
খ. অরবিন্দ ঘোষ
গ. হাজী শরীয়তউল্লাহ
ঘ. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)