প্রশ্নঃ বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
ক. ৯ মে ১৯৫৪
খ. ২২ ফেব্রুয়ারী ১৯৫৩
গ. ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
ঘ. ২১ ফেব্রুয়ারী ১৯৫২
উত্তরঃ গ
প্রশ্নঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ এ মামলা থেকে ১৯৬৯ সালে নিচের কোন তারিখে পাকিস্থানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?
ক. ২২ এপ্রিল
খ. ২২ জানুয়ারী
গ. ২২ মার্চ
ঘ. ২২ ফেব্রুয়ারী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গর্ভনর কে ছিলেন?
ক. ব্যামফিল্ড ফুলার
খ. লর্ড মিন্টো
গ. লর্ড কার্জন
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ ক
প্রশ্নঃ শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে –
ক. আলাউদ্দিন হুসেন শাহ্
খ. নাসিরউদ্দিন মাহমুদ শাহ্
গ. গিয়াস উদ্দিন ইওজ খলজি
ঘ. নুসরত শাহ্
উত্তরঃ ক
প্রশ্নঃ বঙ্গভঙ্গের কারনে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
ক. পূর্ব বাংলা ও বিহার
খ. পূর্ববঙ্গ ও আসাম
গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ. পূর্ববঙ্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ পানিপথ অবস্থিত –
ক. মুলতানের অদূরে
খ. পেশোয়ারের অদূরে
গ. দিল্লির অদূরে
ঘ. কাবুলের অদূরে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে ?
ক. ১৯৫২
খ. ১৯৫৪
গ. ১৯৫৬
ঘ. ১৯৫৮
উত্তরঃ খ
প্রশ্নঃ মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম ‘বাঙ্গালা’ শব্দ ব্যবহার করেন ?
ক. কলম্বাস
খ. ইবনে বতুতা
গ. কালিদাস
ঘ. বখতিয়ার খলজি
উত্তরঃ খ
প্রশ্নঃ ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো –
ক. বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
খ. অর্থনৈতিক মুক্তি আন্দোলন
গ. ভাষা আন্দোলনের সফল বাস্তবায়ন
ঘ. শিক্ষা সংস্কার
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন –
ক. ধর্মপাল
খ. গোপাল
গ. শশাঙ্ক
ঘ. দ্বিতীয় চন্দ্র গুপ্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. নবাবগঞ্জ
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ খ
প্রশ্নঃ হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে –
ক. সম্রাট অশোক
খ. চন্দ্রগুপ্ত মৌর্য
গ. শশাঙ্ক
ঘ. হর্ষবর্ধন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ?
ক. আলাউদ্দিন খিলজি
খ. শের শাহ
গ. আকবর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন সূচনা করেন –
ক. মুহাম্মদ বখতিয়ার খলজি
খ. মুহাম্মদ বিন কাসিম
গ. মুহাম্মদ ঘুরি
ঘ. সুলতান মাহমুদ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ?
ক. ইংল্যান্ড
খ. ফ্রান্স
গ. হল্যান্ড
ঘ. ডেনমার্ক
ঙ. ইতালি
উত্তরঃ ক
প্রশ্নঃ দ্বিতীয় বাহাদুর শাহ্কে নির্বাসিত করা হয় –
ক. গোয়ায়
খ. আন্দামানে
গ. থাইল্যান্ডে
ঘ. রেঙ্গুনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন –
ক. নুরুল আমিন
খ. আতাউর রহমান
গ. খাজা নাজিম উদ্দীন
ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রাক্তন পাকিস্থানকে বিদায় জানাতে ‘আসসালামুআলাইকুম’ জানিয়েছিলেন কে ?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. শের-এ বাংলা এ, কে ফজলুল হক
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে –
ক. বাবরের সময়
খ. আওরঙ্গজেবের সময়
গ. জাহাঙ্গীরের সময়
ঘ. আকবরের সময়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাকিস্থান গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবী করেন –
ক. খাজা নাজিমুদ্দিন
খ. নূরুল হক ভূইয়া
গ. ধীরেন্দ্র নাথ দত্ত
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন নগরী মোঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল?
ক. গৌড়
খ. সোনারগাঁও
গ. ঢাকা
ঘ. হুগলী
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন –
ক. ইংরেজরা
খ. ওলন্দাজরা
গ. ফরাসীরা
ঘ. পর্তুগীজরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?
ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. অশোক
গ. ধর্মপাল
ঘ. সমুদ্রগুপ্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ হিউয়েন সাঙ কখন বাংলায় আগমন করেন?
ক. পঞ্চম শতকে
খ. ষষ্ঠ শতকে
গ. অষ্টম শতকে
ঘ. সপ্তম শতকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তৎকালীন পাকিস্থানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে –
ক. ১৯৫৪ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
ক. দ্বি-জাতি তত্ত্ব
খ. সামাজিক চেতনা
গ. অসাম্প্রদায়িকতা
ঘ. বাঙ্গালী জাতীয়তাবাদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?
ক. বেগম রোকেয়া
খ. নুর জাহান
গ. সুলতানা রাজিয়া
ঘ. মমতাজ বেগম
উত্তরঃ গ
প্রশ্নঃ মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যচার ও লুট করেছে কারা ?
ক. জলদস্যুরা
খ. পর্তুগিজরা
গ. বর্গীরা
ঘ. ইংরেজরা
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন কর্মসূচীকে ‘ম্যাগনাকার্টা’ হিসেবে গণ্য করা হয় ?
ক. ১১ দফা
খ. ২১ দফা
গ. ৬ দফা
ঘ. ৪ দফা
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম পানি পথের যুদ্ধ কখন হয়?
ক. ১৫৫৬ খ্রিষ্টাব্দে
খ. ১৬২১ খ্রিষ্টাব্দে
গ. ১৫২৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৫৩৬ খ্রিষ্টাব্দে
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)