প্রশ্নঃ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় কবে ?
ক. ১২ নভেম্বর ১৯৯৬
খ. ২৫ জানুয়ারী ১৯৭৪
গ. ২৬শে সেপ্টেম্বর ১৯৭৫
ঘ. ১৫ই সেপ্টেম্বর ১৯৯১
উত্তরঃ গ
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুসের আত্নজীবনীমূলক গ্রন্থ কোনটি ?
ক. দারিদ্র্যেহীন বিশ্বের অভিমুখে
খ. সচ্ছল বাংলাদেশের সন্ধানে
গ. স্বনির্ভর স্বদেশের সন্ধানে
ঘ. দারিদ্র্যহীন বিশ্বের প্রয়াসে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন সংস্থার সাথে সম্পৃক্ত থাকার জন্য স্যার সৈয়দ আহমদ অমর হয়ে আছে ?
ক. মুসলিম লীগ
খ. ওহাবী আন্দোলন
গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ. ঋণ সালিশী বোর্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ ক্ষুদ্রঋণের প্রবর্তক কে ?
ক. অমর্ত্য সেন
খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. হিলারি ক্লিনটন
ঘ. ফিন ক্লিডল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের কোন সিনেমা প্রথম অস্কারের জন্য মনোনীত হয় ?(Which movie of Bangladesh got Oscar nomination ?)
ক. Matir Moyna
খ. Chandra Kotha
গ. Adhar
ঘ. Andhakar
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়’ – এ পংক্তিটি –
ক. বাউল পদাবলীর অন্তর্গত
খ. শক্ত পদাবলীর অন্তর্গত
গ. বৈষ্ণব পদাবলীর অন্তর্গত
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ একাডেমী অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাঙালি ?
ক. সুস্মিতা সেন
খ. সত্যজিৎ রায়
গ. অমর্ত্য সেন
ঘ. ড.মুহাম্মদ ইউনূস
উত্তরঃ খ
প্রশ্নঃ সমাজসেবক হলেও সমাজ সংস্কারক নন ?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. হাজী মুহাম্মদ মুহসিন
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম সার্ক পুরস্কার লাভ করে কে ?
ক. ইন্দিরা গান্ধী
খ. শ্রীমাভো বন্দরনায়েক
গ. জিগমে সিঙ্গে ওয়াংচুক
ঘ. শহীদ জিয়াউর রহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জগদীশচন্দ্র বসু রচিত গ্রন্থ কোনটি ?
ক. বিজ্ঞানের কথা
খ. অব্যক্ত
গ. বক্তব্য
ঘ. বিশ্ব-পরিচয়
উত্তরঃ খ
প্রশ্নঃ শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন –
ক. ফ্রিডম পদক
খ. ম্যাগসেসে পদক
গ. জুলিও কুরি পদক
ঘ. জওহরলাল নেহেরু পদক
উত্তরঃ গ
প্রশ্নঃ জামাল নজরুল ইসলাম কে ?
ক. ফুটবল খেলোয়াড়
খ. অর্থনীতিবিদ
গ. কবি
ঘ. বৈজ্ঞানিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আমি অপার হয়ে বসে আছি’ কার রচনাংশ ?
ক. হাছন রাজার
খ. লালন ফকিরের
গ. পাগলা কানাইয়ের
ঘ. মজনুশাহের
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
ক. এস এম সুলতান
খ. জয়নুল আবেদীন
গ. কামরুল হাসান
ঘ. শফিউদ্দিন আহমদ
উত্তরঃ খ
প্রশ্নঃ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাটির ময়না’ চলচ্চিত্রের পরিচালক কে ?
ক. তানভীর মকাম্মেল
খ. শেখ নিয়ামত আলী
গ. শহীদুল ইসলাম
ঘ. তারেক মাসুদ ও ক্যথরিন মাসুদ
ঙ. চাষী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ড.মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি ?
ক. ১৯৬৪ সালের ১ মে
খ. ১৯৬৬ সালের ১ জুলাই
গ. ১৯৬৯ সালের ১৩ জুলাই
ঘ. ১৯৭০ সালের ১৩ জুলাই
উত্তরঃ গ
সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বিবিধ বাংলাদেশ:
প্রশ্নঃ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে –
ক. ৩০ শতাংশ
খ. ৩৩ শতাংশ
গ. ৪০ শতাংশ
ঘ. ৩৯ শতাংশ
উত্তরঃ ক
প্রশ্নঃ অপারেশন টোয়াইলাইট কি?
ক. যুদ্ধ অভিযান
খ. জঙ্গী বিরোধী অভিযান
গ. দূর্ণীতি বিরোধী অভিযান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ কখন টু-স্টোক তিন চাকার বেবিট্যাক্সি বাতিল করে –
ক. ২০০০ সনে
খ. ২০০১ সনে
গ. ২০০২ সনে
ঘ. ২০০৩ সনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৫ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অনস্থান কততম?
ক. ৮৩
খ. ৮৫
গ. ৮৭
ঘ. ৮৯
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কক্সবাজারের ‘রামু সেনানিবাস’ উদ্বোধন করা হয় কবে?
ক. ২৮ শে ফেব্রুয়ারী ২০১৫
খ. ২৭ শে ফেব্রুয়ারী ২০১৫
গ. ১ মার্চ ২০১৫
ঘ. ৩ মার্চ ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন সাল থেকে তুরাগ নদীর তীরে টঙ্গীতে বিশ্ব এজতেমা শুরু হয়?
ক. ১৯৫৭
খ. ১৯৬৭
গ. ১৯৭২
ঘ. ১৯৭৪
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশী হিসেবে UNDP’র শুভেচ্ছা দূত হন কে?
ক. মাশরাফি বিন মর্তুজা
খ. হাবিবুল বাশার সুমন
গ. মুশফিকুর রহমান
ঘ. সাকিব আল হাসান
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কান্তজীর মন্দির’ কোন জেলায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. যশোর
গ. সিলেট
ঘ. পার্বত্য চট্টগ্রাম
উত্তরঃ ক
প্রশ্নঃ নির্বাচন কমিশনের মোট সংরক্ষিত প্রতীক কতটি?
ক. ২১০
খ. ২১৩
গ. ২১২
ঘ. ২১১
উত্তরঃ খ
প্রশ্নঃ ২১ শে মার্চ ২০১৫ বাংলাদেশের টিকাদান কর্মসূচীতে যুক্ত হয়–
ক. হাম টিকা
খ. ডিপথেরিয়া টিকা
গ. নিউমোনিয়া টিকা
ঘ. রুবেলা টিকা
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটারে) কত?
ক. প্রতি বর্গ কিলোমিটারে ১২৫০ জন
খ. প্রতি বর্গ কিলোমিটারে ১১৫০ জন
গ. প্রতি বর্গ কিলোমিটারে ১০৬৩ জন
ঘ. প্রতি বর্গ কিলোমিটারে ১০৭৫ জন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক. চাঁদপুর
খ. টঙ্গী
গ. গোদনাইল
ঘ. মোরাপাড়া
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)