প্রশ্নঃ শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে –
ক. ব্রহ্মপুত্র নদ থেকে
খ. যমুনা নদী থেকে
গ. পদ্মা নদী থেকে
ঘ. মেঘনা নদী থেকে
উত্তরঃ ক
প্রশ্নঃ দক্ষিন তালপট্টি দ্বীপের অবস্থান কোথায় ?
ক. হাড়িয়াভাঙ্গা নদীর বুকে
খ. বায়মঙ্গল নদীর মোহনায়
গ. বঙ্গপসাগরের বুকে
ঘ. নিঝুম দ্বীপের মোহনায়
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি আন্তর্জাতিক নদী ?
ক. সুরমা
খ. কপোতাক্ষ
গ. ব্রহ্মপুত্র
ঘ. মেঘনা
উত্তরঃ গ
প্রশ্নঃ নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
ক. কুতুবদিয়া
খ. হাতিয়া
গ. সন্দ্বীপ
ঘ. মহেশ
উত্তরঃ খ
প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল –
ক. তিব্বতের মানস সরোবর হ্রদ
খ. লামার মইভার পর্বত
গ. সিকিমের পার্বত্য অঞ্চল
ঘ. আসামের লুসাই পাহাড়ের লংলেহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হাইল হাওড়’ কোন জেলায় অবস্থিত ?
ক. নেত্রকোনা
খ. সুনামগঞ্জ
গ. হবিগঞ্জ
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ খ
প্রশ্নঃ গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ?
ক. ৪
খ. ১৪
গ. ৭
ঘ. ৩৩
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ক. বরাইল
খ. কৈলাস
গ. কাঞ্চনজঙ্ঘা
ঘ. গডউইন অস্টিন
উত্তরঃ খ
সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস:
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি?
ক. ঢাকা
খ. মেহেরপুর
গ. চট্টগ্রাম
ঘ. মুজিবনগর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুজিবনগর কোথায় অবস্থিত?
ক. সাতক্ষীরায়
খ. মেহেরপুরে
গ. চুয়াডাঙ্গায়
ঘ. নবাবগঞ্জে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –
ক. ১৭ এপ্রিল, ১৯৭১
খ. ২৫ মার্চ, ১৯৭১
গ. ১১ এপ্রিল, ১৯৭১
ঘ. ১০ জানুয়ারী, ১৯৭২
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ আনুষ্ঠানিকভাবে কখন আত্নপ্রকাশ করে ?
ক. ১০ এপ্রিল, ১৯৭১
খ. ১১ এপ্রিল, ১৯৭১
গ. ১৭ এপ্রিল, ১৯৭২
ঘ. ১৯ এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ক
প্রশ্নঃ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
ক. তাজউদ্দীন আহমেদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. কমরেড মনি সিংহ
ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়?
ক. ৯ জন
খ. ৭ জন
গ. ৮ জন
ঘ. ১০ জন
উত্তরঃ খ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
ক. সিলেট জেলায়
খ. ঢাকা জেলায়
গ. রংপুর জেলায়
ঘ. ভোলা জেলায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ-ভারত মিত্র বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্নসমর্পন করে কোন তারিখে ?
ক. ৬ ডিসেম্বর
খ. ২৬ মার্চ
গ. ১৬ ডিসেম্বর
ঘ. ১৪ ডিসেম্বর
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম –
ক. অপারেশন ক্লোজ ডোর
খ. অপারেশন সার্চ লাইট
গ. অপারেশন ক্লিন হার্ট
ঘ. অপারেশন ব্লু স্টার
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি ওসমানীর বাড়ী কোন জেলায় ছিল?
ক. বরিশাল
খ. সিলেট
গ. চট্টগ্রাম
ঘ. দিনাজপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রীট’ ?
ক. আইভরি কোস্ট
খ. সিয়েরালিওন
গ. লাইবেরিয়া
ঘ. বেনিন
উত্তরঃ ক
প্রশ্নঃ কাঁকন বিবি কে ?
ক. নারী উদ্যেক্তা
খ. এনজিও নেত্রী
গ. লেখিকা
ঘ. রূপকথার চরিত্র
ঙ. মুক্তিযোদ্ধা
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ‘স্বাধীনতাস্তম্ভ’ এবং ‘স্বাধীনতা জাদুঘর’ কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়?
ক. ২২ মার্চ ২০১৫
খ. ২৪ মার্চ ২০১৫
গ. ২৬ মার্চ ২০১৫
ঘ. ২০ মার্চ ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৭১ সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা –
ক. মুক্তিবাহিনী
খ. পাকিস্থানী সেনা
গ. ভারতীয় সেনা
ঘ. ইন্দো-বাংলা যৌথবাহিনী
উত্তরঃ ক
প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কত জন মহিলাকে বীরপ্রতীক উপাধীতে ভূষিত করা হয়?(How many women freedom fighters received the Beer Pratik Award for their contribution in the liberation war of Bangladesh?)
ক. ৫ জন
খ. ৭ জন
গ. ২ জন
ঘ. ৬ জন
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) গেজেটপ্রাপ্ত শব্দসৈনিক মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
ক. ২৫৩ জন
খ. ২৪০ জন
গ. ২৫০ জন
ঘ. ২৩৫ জন
উত্তরঃ ক
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
ক. সিপাহী
খ. ল্যান্স নায়েক
গ. লেফটেন্যান্ট
ঘ. ক্যাপ্টেন
উত্তরঃ ক
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ২ নং সেক্টর
খ. ৮ নং সেক্টর
গ. ১০ নং সেক্টর
ঘ. ১১ নং সেক্টর
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
ক. যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
খ. রাজশাহী, ঢাকা ও কুমিল্লা সেনানিবাস
গ. রংপুর, কুমিল্লা ও ঢাকা সেনানিবাস
ঘ. যশোর, রংপুর ও ঢাকা সেনানিবাস
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে কোন পাকিস্তানী জেনারেল ঢাকা রেসকোর্সে মিত্র বাহিনীর নিকট আত্নসমর্পণ করেন ?
ক. জেনারেল টিক্কা খান
খ. জেনারেল ইয়াহিয়া খান
গ. জেনারেল আবদুল হামিদ
ঘ. জেনারেল নিয়াজী
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)