প্রশ্নঃ মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত ?
ক. শরীয়তপুর
খ. মাদারীপুর
গ. ঢাকা
ঘ. মুন্সিগঞ্জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী ‘নাফ’ নদীর দৈর্ঘ্য কত ?
ক. ৫০ কি.মি.
খ. ৭৫ কি.মি.
গ. ৫৬ কি.মি.
ঘ. ৬৫ কি.মি.
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয় ?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. নেপাল
ঘ. চীন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
ক. লালমাই
খ. বাটালি
গ. কেওক্রাডং
ঘ. বিজয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায় ?
ক. নেপাল
খ. মানস সরোবর
গ. গঙ্গোত্রী
ঘ. হিমালয় পর্বত
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
ক. ভৈরব
খ. চাঁদপুর
গ. দেওয়ানগঞ্জ
ঘ. আজমিরীগন্জ
উত্তরঃ ক
প্রশ্নঃ গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে ?
ক. গোমতী
খ. সুরমা
গ. বুড়িগঙ্গা
ঘ. পদ্মা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি ?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি ?
ক. গোমতী
খ. মহানন্দা
গ. কর্ণফুলী
ঘ. হালদা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি ?
ক. হালদা নদী
খ. হাইল হাওড়
গ. চলনবিল
ঘ. হাকালুকি
উত্তরঃ ক
প্রশ্নঃ কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত –
ক. নোয়াখালীর ছাগলনাইয়া
খ. চট্টগ্রামের বাঁশখালী
গ. খুলনার মংলা
ঘ. পটুয়াখালীর কুয়াকাটা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
ক. রামনাবাদ চ্যানেল
খ. পায়রা নদী
গ. শ্যালা নদী
ঘ. তেতুলিয়া নদী
উত্তরঃ ক
প্রশ্নঃ শিকস্তি-পয়স্তি কিসের সাথে সম্পর্কিত ?
ক. চর প্রশাসনের আইন
খ. নদী তীরবর্তী ভূমির ভাঙা গড়া
গ. নদী অববাহিকার উৎসব
ঘ. শিবের স্ত্রীর নাম
উত্তরঃ খ
প্রশ্নঃ কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
ক. ১২০ কি.মি.
খ. ১২৫ কি.মি.
গ. ১৫৫ কি.মি.
ঘ. ১৭০ কি.মি.
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
ক. চর কুকরি মুকরি
খ. নিঝুম দ্বীপ
গ. সেন্টমাটিন
ঘ. চর নিজাম
উত্তরঃ গ
প্রশ্নঃ সুরমা ও কুশিয়ারা এ দুটি নদীর মিলিত শ্রোতের নাম কি ?
ক. কুশিয়ারা
খ. বরাক
গ. মেঘনা
ঘ. নবগঙ্গা
উত্তরঃ গ
প্রশ্নঃ কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত ?
ক. গড়াই
খ. আত্রাই
গ. পদ্মা
ঘ. মহানন্দা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. হাতিয়া
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ ক
প্রশ্নঃ সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ক. আড়িয়াল খাঁ
খ. সুরমা
গ. চন্দনা
ঘ. রূপসা
উত্তরঃ খ
প্রশ্নঃ Tiger Point কোথায় অবস্থিত ?
ক. চট্টগ্রাম
খ. বান্দরবান
গ. কক্সবাজার
ঘ. সুন্দরবন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. রাঙ্গামাটি
খ. সিলেট
গ. বরগুনা
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ভৈরব’ নদীর তীরে কোন শহর অবস্থিত ?
ক. ভৈরব বাজার
খ. আশুগঞ্জ
গ. মুন্সীগঞ্জ
ঘ. খুলনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন নদীটি মৃত নয়?
ক. করতোয়া
খ. চিত্রা
গ. ইছামতি
ঘ. হালদা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হাকালুকি’ একটি –
ক. বনভূমি
খ. নদী
গ. হাওড়
ঘ. পাহাড়
উত্তরঃ গ
প্রশ্নঃ কুয়াকাটা কোন জেলায় অবস্থিত?
ক. পটুয়াখালীতে
খ. ভোলা
গ. ঝালকাঠি
ঘ. পিরোজপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ দক্ষিন তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
ক. রূপসা
খ. বালেশ্বর
গ. হাড়িয়াভাঙ্গা
ঘ. ভৈরব
উত্তরঃ গ
প্রশ্নঃ The major part of Chalan Beel cover which of the following districts ?
ক. Pabna
খ. Bogra
গ. Dinajpur
ঘ. Rangpur
উত্তরঃ ক
প্রশ্নঃ গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
ক. ৯১ বর্গ কিলোমিটার
খ. ৯ বর্গ কিলোমিটার
গ. ৭ বর্গ কিলোমিটার
ঘ. ৮ বর্গ কিলোমিটার
উত্তরঃ খ
প্রশ্নঃ মাতামহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে ?
ক. লামার মইভার পর্বত
খ. খাগড়াছড়ির বাদনাতলী পর্বত
গ. আসামের লুসাই পর্বত
উত্তরঃ ক
প্রশ্নঃ Which is the largest riverine delta in the world ?
ক. Bangladesh
খ. Vietnam
গ. Egypt
ঘ. Laos
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)