প্রশ্নঃ হযরত শাহজালাল (র) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযানের ধ্বনি দিয়েছিলেন ?
ক. বিক্রমাদিত্য
খ. কৃষ্ণচন্দ্র
গ. গৌর গোবিন্দ
ঘ. লক্ষণ সেন
উত্তরঃ গ
প্রশ্নঃ সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
ক. ১৮১৯
খ. ১৮২৯
গ. ১৮৩৯
ঘ. ১৮৪৯
উত্তরঃ খ
প্রশ্নঃ ঐতিহাসিক ‘ছয় দফা’ কবে ঘোষনা করা হয়?
ক. ১ ফেব্রুয়ারী
খ. ৫ ফেব্রুয়ারী
গ. ৭ ফেব্রুয়ারী
ঘ. ৭ মার্চ
ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ শাহ-ই-বাঙ্গালাহ অথবা শাহ-ই-বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল?
ক. ফখরুদ্দিন মোবারক শাহ্
খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
গ. আলাউদ্দিন হোসেন শাহ্
ঘ. নসরত শাহ্
উত্তরঃ খ
প্রশ্নঃ নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত?
ক. অ্যালপাইন
খ. আদি-অস্ট্রেলীয়
গ. নার্কিড
ঘ. মঙ্গোলীয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ইউরোপের কোন দেশের অধিবাসীদের ‘ডাচ’ বলা হয় ?
ক. নেদারল্যান্ড
খ. ডেনমার্ক
গ. পর্তুগাল
ঘ. স্পেন
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন?
ক. নুরুল আমিন
খ. আতাউর রহমান খান
গ. এ কে ফজলুল হক
ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকা শহরের গোড়াপত্তন হয় –
ক. ব্রিটিশ আমলে
খ. সুলতানি আমলে
গ. মুঘল আমলে
ঘ. স্বাধীন নবাবী আমলে
উত্তরঃ গ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল –
ক. ১৭৫৭-১৯৪৭
খ. ১৮৭৫-১৯৪৭
গ. ১৭৫৭-১৮৫৭
ঘ. ১৭৬৫-১৮৮৫
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?
ক. হাভার্ড
খ. তুরিন
গ. নালন্দা
ঘ. আল-হামরা
উত্তরঃ গ
প্রশ্নঃ বৃটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন?
ক. লর্ড ওয়াভেল
খ. লর্ড কার্জন
গ. লর্ড বেন্টিক
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ক. ক্যাপ্টেন এম মনসুর আলী
খ. তাজউদ্দিন আহমেদ
গ. এ. এইচ. এম কামরুজ্জামান
ঘ. খন্দকার মোস্তাক আহমেদ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
ক. কুসুম্বা মসজিদ
খ. বড় সোনা মসজিদ
গ. ষাট গম্বুজ মসজিদ
ঘ. সাত গম্বুজ মসজিদ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কতৃক শাসিত হয় -(The geographical area now constituting Bangladesh was ruled by Muslims.)
ক. চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত (From 14th to 18th century A.D )
খ. পঞ্চদশ শতাব্দীতে (In 15th century A.D)
গ. মুঘল শাসনামলে (During Mughal period)
ঘ. চতুর্দশ শতাব্দীর পূর্বে (Before 14th century A.D)
উত্তরঃ গ
প্রশ্নঃ তৃতীয় পানি পথের যুদ্ধে কে কাকে পরাজিত করে ?
ক. বাবর ইব্রাহীম লোদীকে
খ. আকবর হিমুকে
গ. আকবর রানা প্রতাপকে
ঘ. আহমদ শাহ্ আবদালি মারাঠাদিগকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
ক. ১৯৫০
খ. ১৯৪৮
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৪
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ (১৯০৫ খ্রিঃ) করেন?
ক. লর্ড কার্জন
খ. লর্ড লিটন
গ. লর্ড হার্ডিঞ্জ
ঘ. লর্ড মিন্টো
ঙ. লর্ড এলগিন
উত্তরঃ ক
প্রশ্নঃ সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?
ক. সোনারগাঁও
খ. জাহাঙ্গীরনগর
গ. ঢাকা
ঘ. গৌড়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাকিস্থানের ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন –
ক. আইয়ুব খান
খ. ইয়াহিয়া খান
গ. টিক্কা খান
ঘ. নূর খান
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন মোঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশী বিস্তার ঘটে ?
ক. বাবর
খ. আকবর
গ. আওরঙ্গজেব
ঘ. শাহজাহান
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন ?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
গ. এ কে ফজলুল হক
ঘ. আতাউর রহমান খান
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
ক. বাবর
খ. আকবর
গ. হুমায়ূন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরী’ -এর রচয়িতা কে?(Ain-i-Akbori is written by -)
ক. ফেরদৌসী (Firdausi)
খ. আবুল ফজল (Abul Fazal)
গ. গালিব (Ghalib)
ঘ. None of the above
উত্তরঃ খ
প্রশ্নঃ কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
ক. বখতিয়ার খিলজি
খ. মুশির্দকুলী খাঁ
গ. সম্রাট জাহাঙ্গীর
ঘ. শেরশাহ্
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার,রফিক,বরকত,সালাম; ঐ দিনটি ছিল ফাল্গুন মাসের –
ক. ৬ তারিখ
খ. ৮ তারিখ
গ. ১০ তারিখ
ঘ. ১২ তারিখ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন –
ক. ১৫১৬ সালে
খ. ১৫২২ সালে
গ. ১৫২৬ সালে
ঘ. ১৫২৮ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ ঐতিহাসিক ‘কাগমারী সম্মেলনে’ নেতৃত্বদানকারী নেতার নাম কি ?
ক. স্যার সলিমুল্লাহ
খ. শহীদ তিতুমীর
গ. মাওলানা ভাসানী
ঘ. সোহরাওয়ার্দী
উত্তরঃ গ
প্রশ্নঃ ইয়েমেন থেকে আসা কোন দীনের মুজাহিদের তরবারী বাংলাদেশে সংরক্ষণ করা আছে।
ক. খান জাহান আলী (রাঃ)
খ. বায়েজিদ বস্তামী (রাঃ)
গ. শাহ্ মকদুম (রাঃ)
ঘ. শাহ্ জালাল (রাঃ)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন ?
ক. ফুলার
খ. কার্জন
গ. মিন্টো
ঘ. হেস্টিংস
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন ?
ক. সম্রাট আকবর
খ. সম্রাট শাহজাহান
গ. শের শাহ্
ঘ. লর্ড কর্নওয়ালিস
ঙ. সম্রাট অশোক
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)