সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস:
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?
ক. জানুয়ারি,১৯৬৮
খ. মার্চ,১৯৬৮
গ. এপ্রিল,১৯৬৮
ঘ. মে,১৯৬৮
উত্তরঃ ক
প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
ক. ক্লাইভ
খ. ডালহৌসি
গ. ওয়েলেসলী
ঘ. জব চার্নিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
ক. আকবর
খ. শাহজাহান
গ. বাবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ
প্রশ্নঃ আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল –
ক. ১৭ বছর
খ. ১৬ বছর
গ. ১৩ বছর
ঘ. ১৪ বছর
উত্তরঃ গ
প্রশ্নঃ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় ( All Parties State Language Movement Committee’ was formed in)
ক. 1948
খ. 1950
গ. 1952
ঘ. 1954
উত্তরঃ গ
প্রশ্নঃ পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?
ক. গোপাল
খ. ধর্মপাল
গ. দেবপাল
ঘ. রামপাল
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
ক. অশোক মৌর্য
খ. চন্দ্রগুপ্ত মৌর্য্য
গ. সমুদ্র গুপ্ত
ঘ. এর কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
ক. অষ্টম শতাব্দী
খ. দশম শতাব্দী
গ. দ্বাদশ শতাব্দী
ঘ. ত্রয়োদশ শতাব্দী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক –
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড ওয়েলেসলি
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ খ
প্রশ্নঃ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক. ৩১ জানুয়ারী ১৯৫২
খ. ২ ফেব্রুয়ারী ১৯৫২
গ. ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
ঘ. ২০ জানুয়ারী ১৯৫২
উত্তরঃ ক
প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?
ক. ১২১২
খ. ১২০০
গ. ১২০৪
ঘ. ১২১১
উত্তরঃ গ
প্রশ্নঃ কে ভাষা শহীদ নন?
ক. নূর হোসেন
খ. রফিক
গ. জব্বার
ঘ. সালাম
উত্তরঃ ক
প্রশ্নঃ ৬ দফা দাবী পেশ করা হয়ঃ
ক. ১৯৭০ সালে
খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ –
ক. মঙ্গোলয়েড
খ. সেমাটিড
গ. অস্ট্রালয়েড
ঘ. ককেশীয়
উত্তরঃ ক
প্রশ্নঃ তেভাগা আন্দোলনের নেত্রী –
ক. সুমত্রা দেবী
খ. তারামন বিবি
গ. ইলা মিত্র
ঘ. মহাশ্বেতা দেবী
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন –
ক. জওহরলাল নেহেরু
খ. মহাত্না গান্ধী
গ. অক্টোভিয়ান হিউম
ঘ. ইন্দিরা গান্ধী
উত্তরঃ গ
প্রশ্নঃ ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
ক. শামসউদ্দিন ফিরোজ শাহ্
খ. হাজী ইলিয়াস শাহ্
গ. হোসাইন শাহ্
ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ্
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাল বংশের প্রথম রাজা কে?
ক. গোপাল
খ. দেবপাল
গ. মহীপাল
ঘ. রামপাল
উত্তরঃ ক
প্রশ্নঃ বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উত্থাপন করেন –
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. লিয়াকত আলী খান
ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘এগার দফা’ কখন ঘোষণা হয়?
ক. ১৯৬৭
খ. ১৯৬৮
গ. ১৯৬৯
ঘ. ১৯৭০
উত্তরঃ গ
প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
ক. ১৬৬০
খ. ১৭০৭
গ. ১৭৫৭
ঘ. ১৭৬৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অন্ধকুপ হত্যা’ কাহিনী কার তৈরী?
ক. হলওয়েল
খ. মীর জাফর
গ. ক্লাইভ
ঘ. কর্ণওয়ালিস
উত্তরঃ ক
প্রশ্নঃ নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে?
ক. মৌর্য বংশ
খ. গুপ্ত বংশ
গ. পাল বংশ
ঘ. সেন বংশ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
ক. এগার দফা
খ. একুশ দফা
গ. ছয় দফা
ঘ. আটার দফা
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রিটিশ শাসনআমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ?
ক. ১৭৫৭
খ. ১৯০৫
গ. ১৮৭৫
ঘ. ১৯১১
উত্তরঃ খ
প্রশ্নঃ who was the last mughal Emperor ?
ক. Humayan
খ. Bahadur Shah
গ. Shahjahan
ঘ. Akbar
উত্তরঃ খ
প্রশ্নঃ নবাব সিরাজদ্দৌলার পিতার নাম কি?
ক. জয়েন উদ্দিন
খ. আলীবর্দী খাঁ
গ. শওকত জং
ঘ. হায়দার আলী
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
ক. মুসলিম লীগ
খ. কংগ্রেস
গ. ন্যাপ
ঘ. যুক্তফ্রন্ট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ?
ক. পলাশীর যুদ্ধে
খ. চৌসারের যুদ্ধে
গ. পানিপথের প্রথম যুদ্ধে
ঘ. পানিপথের দ্বিতীয় যুদ্ধে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল –
ক. আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা
খ. আগরতলা ষড়যন্ত্র মামলা
গ. ভারত-পাকিস্থান যুদ্ধ
ঘ. উনিশ দফা আন্দোলন
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)