বাংলাদেশ বিষয়াবলী-০৪

প্রশ্নঃ কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ? ( Which country was the first to recognize Bangladesh as an Independent Nation ?)
ক. ভুটান (Bhutan)
খ. ভারত (India)
গ. সোভিয়েত ইউনিয়ন (USSR)
ঘ. যুক্তরাষ্ট্র (USA)
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশে সফর করেন –
ক. ২০০০ সালে
খ. ২০০১ সালে
গ. ২০০২ সালে
ঘ. ২০০৩ সালে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
ক. ৪ ফেব্রুয়ারি, ১৯৭২
খ. ২৪ ফেব্রুয়ারি, ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
ঘ. ৪ এপ্রিল, ১৯৭২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে?
ক. ২ বার
খ. ৩ বার
গ. ১ বার
ঘ. ৪ বার
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য ? (Bangladesh is a member of which of the following association ?)
ক. NAFTA
খ. ASEAN
গ. WTO
ঘ. OPEC
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
ক. সুদান
খ. মরক্কো
গ. কঙ্গো
ঘ. সেনেগাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে সন থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে –
ক. ১৯৮৫
খ. ১৯৮৬
গ. ১৯৮৭
ঘ. ১৯৮৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?
ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. জনাব হুসাইন মুহাম্মদ এরশাদ
ঘ. বেগম খালেদা জিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ কোন আঞ্চলিক সংগঠনের সদস্যপদ চাইছে ?
ক. ইইউ
খ. ন্যাটো
গ. আসিয়ান
ঘ. নাফটা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ কোন বছর কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে ?(In which year did Bangladesh become a member of Commonwealth ?)
ক. 1975
খ. 1974
গ. 1973
ঘ. 1972
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ কবে আই.সি.সির সহযোগী সদস্যপদ (Associate membership)লাভ করে ?
ক. ১৯৭৭
খ. ১৯৭৫
গ. ১৯৭৯
ঘ. ১৯৭২
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘে বাংলাদেশ মিশনে বর্তমান (২০১৫) স্থায়ী প্রতিনিধি কে?
ক. সুলতানা লায়লা হোসেন
খ. মিজানুর রহমান
গ. মাসুদ বিন মোমেন
ঘ. রাবাব ফাতেমা
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
ক. বি এ সিদ্দিকী
খ. খাজা ওয়াসিরউদ্দিন
গ. হুমায়ুন রশীদ চৌধুরী
ঘ. শমসের মবিন চৌধুরী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?
ক. ইরাক
খ. আফগানিস্তান
গ. ইরান
ঘ. সৌদি আরব
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কোন বছর আন্তর্জাতিক অর্থ তহবিলের সদস্যপদ লাভ করে ?(In which year did Bangladesh become a member of the IMF ?)
ক. 1993
খ. 1972
গ. 1974
ঘ. 1977
ঙ. 1980
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান –
ক. ২য়
খ. ৭ম
গ. ৩য়
ঘ. ১ম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৭১ সালের ডিসেম্বরে দুই লক্ষাধিক ভারতীয় সেনা (মিত্র বাহিনী) আমাদের মুক্তি বাহিনীর সাথে বাংলাদেশে প্রবেশ করে। উক্ত ভারতীয় সেনা বাংলাদেশের অবস্থান করেছিল ?
ক. প্রায় একবছর
খ. প্রায় নয় মাস
গ. প্রায় ছয় মাস
ঘ. প্রায় তিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘৭১ -এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিল?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৬ সালে
ঘ. ১৯৯৯ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ কোন সালে বিশ্ব আলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে ?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭২ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন সদস্য কোথায় বিমান দুর্ঘটনায় শহীদ হন ?
ক. দক্ষিণ আফ্রিকায়
খ. বেনিনে
গ. বাহরাইনে
ঘ. লন্ডনে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থা(OIC) – এর সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ যে দেশে বাংলাদেশী পাসপোর্ট দ্বারা ভ্রমণ করা যায়না – (The country that you cannot travel with your Bangladeshi passport is -)
ক. Taiwan
খ. Libya
গ. Israel
ঘ. North Korea
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
ক. ১৬ ডিসেম্বর,১৯৭৫
খ. ১৭ সেপ্তেম্বের,১৯৭৪
গ. ১৪ ডিসেম্বর, ১৯৭৩
ঘ. ৩১ ডিসেম্বর,১৯৭২
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!