বাংলাদেশ বিষয়াবলী-০৩

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিভিন্ন সংস্থার সদস্য:

প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?(In which year Bangladesh was elected as the president of UN General Assembly?)
ক. 1972
খ. 1975
গ. 1986
ঘ. 2000
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন দেশে বাংলাদেশের দূতাবাস নেই ?
ক. Bhutan
খ. Maldives
গ. Sri Lanka
ঘ. Myanmar
ঙ. Nepal
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই –
ক. ইসরাইল
খ. তাইওয়ান
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. হাইতি
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে তারিখে বাংলাদেশে গমন করেন –
ক. ২৮ অক্টোবর ২০০৮
খ. ২৯ অক্টোবর ২০০৮
গ. ৩১ অক্টোবর ২০০৮
ঘ. ১ নভেম্বর ২০০৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
ক. মালদ্বীপ
খ. শ্রীলংকা
গ. নেপাল
ঘ. ভুটান
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কোন জোটের সদস্য নয় ?
ক. সার্ক
খ. জি-৮
গ. ডি-৮
ঘ. ন্যাম
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয় ?
ক. IMF
খ. OIC
গ. NAM
ঘ. ASEAN
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
ক. ইরাক
খ. মিশর
গ. কুয়েত
ঘ. জর্ডান
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে নিযুক্ত ১৪ টি দাতা দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারের সংগঠনের নাম –
ক. গ্রুপ ফোরটিন
খ. ককাস
গ. টুয়েসডে গ্রুপ
ঘ. ওয়ার্ল্ডকম
উত্তরঃ গ

প্রশ্নঃ যে কারণে বাংলাদেশের সেনাবাহিনীর বিশ্বে সুনাম অর্জন করেছে –
ক. সামরিক অভ্যুত্থান
খ. আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম
গ. স্থলমাইন উদ্ধার
ঘ. মানবকল্যাণ কার্যক্রম
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক. মিশর
খ. জর্দান
গ. ইরাক
ঘ. কুয়েত
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশে সশস্ত্র বাহিনী বর্তমানে কয়টি দেশে কর্মরত আছে ?
ক. ২৭
খ. ১১
গ. ২১
ঘ. ১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে –
ক. ১৮ এপ্রিল,১৯৭২
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
গ. ১৫ আগস্ট,১৯৭৫
ঘ. ২৫ মার্চ, ১৯৮২
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রাদান করেন করেন?
ক. স্বস্তি পরিষদ
খ. সাধারণ পরিষদের অধিবেশন
গ. ইকোসোকে (ECOSOC)
ঘ. ইউনেস্কোতে (UNESCO)
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব হিসাবে প্রথম কে বাংলাদেশ সফর করেন ?
ক. কুর্ট ওয়াল্ডহেইম
খ. পেরেজ দ্য কুয়েলার
গ. কফি আনান
ঘ. বান কি মুন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৬ তম
খ. ১৩৭ তম
গ. ১৩৮ তম
ঘ. ১৩৯ তম
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) সদস্য হয়?
ক. জানুয়ারী, ১৯৯৪
খ. জানুয়ারী, ১৯৯৬
গ. জানুয়ারী, ১৯৯৩
ঘ. জানুয়ারী, ১৯৯৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র –
ক. ফ্রান্স
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. ব্রিটেন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বিদেশী সাংবাদিক ১৯৭১ সালে পুর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
ক. হেজেল হাম্ব
খ. মার্ক টালি
গ. সাইমন ড্রিং
ঘ. অ্যান্থনি মাসকারেন হাস
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশের সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই? ( With which country does Bangladesh have no economic and diplomatic relations?)
ক. Israel
খ. Mongolia
গ. Iraq
ঘ. Afghanistan
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
ক. ৩০ তম
খ. ৩২ তম
গ. ৩৪ তম
ঘ. ৩৬ তম
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে ?
ক. ওআইসি
খ. এফএও
গ. কমনওয়েলথ
ঘ. ন্যাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ কোনটির সদস্য নয়? (Bangladesh is not a member of which of the following association?)
ক. D-8
খ. WHO
গ. CIRDAP
ঘ. OPEC
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
ক. ১৯৭৮-৭৯
খ. ১৯৭৯-৮০
গ. ১৯৮০-৮১
ঘ. ১৯৮১-৮২
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হলো –
ক. পোল্যান্ড
খ. বুলগেরিয়া
গ. পূর্ব জার্মানী
ঘ. সোভিয়েত ইউনিয়ন
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ?
ক. বিজয়লক্ষী পন্ডিত
খ. বিচারপতি স্যার চৌধুরী জাফর উল্লাহ খান
গ. হুমায়ুন রশীদ চৌধুরী
ঘ. কফি আনান
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র –
ক. জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র
খ. পূর্ব জার্মানী
গ. ইতালি
ঘ. ফ্রান্স
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন(NAM)-এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত ছিল?
ক. ২৪
খ. ২৫
গ. ২৬
ঘ. ৩০
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম – (Name of the 2nd country that recognized the independence of Bangladesh.)
ক. ভারত (India)
খ. রাশিয়া (Russia)
গ. ভুটান (Bhutan)
ঘ. যুক্তরাষ্ট্র (USA)
উত্তরঃ ক

প্রশ্নঃ যুদ্ধে অংশগ্রহনের জন্য কোন দেশে বাংলাদেশী সৈন্যদের পাঠানো হয়েছিল ?
ক. কুয়েত
খ. সৌদি আরব
গ. কাতার
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!