বাংলাদেশের একমাত্র

০১। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ— মহেশখালী।

০২। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র — কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র (রাঙ্গামাটি)।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ — সেন্টমার্টিন

০৪। বাংলাদেশের একমাত্র মানসিক ব্যাধি হাসপাতাল—পাবনা

০৫। বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা— গাজীপুর

০৬। বাংলাদেশের একমাত্র সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ — মিরপুর।

০৭। বাংলাদেশের একমাত্র তৈল শোধানাগার — ইস্টার্ণ রিফাইনারী লিঃ (চট্টগ্রাম)

০৮। বাংলাদেশের একমাত্র শান্তি নিবাস — টেপাখোলা, ফরিদপুর।

০৯। বাংলাদেশের একমাত্র ঘুর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র — স্পারসো (আগারগাঁও)।

১০। বাংলাদেশের একমাত্র রেয়ন শিল্প প্রতিষ্ঠান —কর্ণফুলী রেয়ন মিল, রাঙ্গামাটি।

১১। বাংলাদেশের একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র —বড় পুকুরিয়া

১২। বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমী- নওয়াপাড়া, রাজশাহী।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!