জন্ম : ২৬ জুন , ১৮৩৮ সালে ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে।
বাংলা উপন্যাস সাহিত্যেধারার প্রতিষ্ঠাতা পুরুষ বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে পাশ্চাত্য আর্দশ বা ভাবধারার প্রথম ঔপন্যাসিক । তার উপাধি সাহিত্য সম্রাট । তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম গ্রাজুয়েট।
তার ছদ্মনাম হলো কমলাকান্ত । তাঁর সম্পাদিত পত্রিকার নাম হলো বঙ্গদর্শন । ৮ এপ্রিল , ১৮৯৪ সালে তিনি মৃত্যুবরণ করেন ।
গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় :
০১ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কখন জন্মগ্রহণ করেন ? = ১৯৩৮ সালে ।
০২ । বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের নাম কি ? = কপালকুন্ডলা ।
০৩ । বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ? = দুর্গেশনন্দিনী ।
০৪ । ‘ দুর্গেশনন্দিনী ’ শব্দের অর্থ কি ? = দুর্গ প্রধানের কন্যা ।
০৫ । ‘ কৃষ্ণকান্তের উইল ’ কোন ধরনের রচনা ? = সামাজিক উপন্যাস ।
০৬ । বঙ্কিমচন্দ্রের নায়িকা প্রধান উপন্যাস কোনটি ? = রাজসিংহ ।
০৭ । ‘ বিষবৃক্ষ ’ বঙ্কিমচন্দ্র কোন শ্রেণির নাটক ? = সামাজিক ।
০৮ । বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস কোনগুলো ? = সীতারাম , দেবী চৌধুরাণী , আনন্দমমঠ ।
০৯ । বঙ্কিমচন্দ্র কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করেন ? = কলিকাতা ।
১০ । বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১১ । বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ? = দুর্গেশনন্দিনী ।
১২ । ‘ কুন্দনন্দিনী ’ কোন উপন্যাসের চরিত্র ? = বিষবৃক্ষ ।
১৩ । ‘ আনন্দমঠ ’ উপন্যাসের লেখক কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৪ । ‘ সাম্য ’ গ্রন্থের লেখক কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৫ । ‘ কৃষ্ণকান্তের উইল ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি ? = গোবিন্দ্রলাল ও রোহিনী ।
১৬ । ‘ কপাল কুন্ডলা ’ কোন ধরনের উপন্যাস ? = রোমান্সমুলক ।
১৭ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি ? = বঙ্গদর্শন ।
১৮ । ‘ কমলাকান্তের দপ্তর ’ গ্রন্থটি কার লেখা ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৯ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন ? = ডেপুটি ম্যাজিস্ট্রেট ।
২০ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি ? = দুর্গেশনন্দিনী ।
২১ । সাহিত্য সম্রাট হিসেবে খ্যাত কোন লেখক ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
২২ । ‘ কপালকুন্ডলা ’ উপন্যাসের নায়কের নাম কি ? = নবকুমার ।
২৩ । ‘ Rajmohon’s Wife ’ গ্রন্থের লেখক কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
২৪ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কোনটি ? = রাজসিংহ ।
২৫ । বাংলা উপন্যাস সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
২৬ । কমলাকান্তের দপ্তর কোন শ্রেণির রচনা ? = প্রবন্ধ ।
২৭ । ‘ দেবী চৌধুরাণী ’ উপন্যাসটির রচয়িতা কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
আরো পড়ুন:
- মীর মোশাররফ হোসেন
- বেগম রোকেয়া
- জীবনানন্দ দাশ
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- হুমায়ুন আহমেদ
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- বাংলা নামের উৎপত্তি হয় যেভাবে
- বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ইবুক