প্রাণী জগত

০১. প্রশ্ন : সবচেয়ে ছোট পাখি কোনটি?

উত্তর : হামিং বার্ড।

০২. প্রশ্ন : মৌমাছির চোখ কয়টি?

উত্তর : ৫টি।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩. প্রশ্ন : মাকড়শার চোখ কয়টি?

উত্তর : ৮টি।

০৪. প্রশ্ন : মাকড়শার পা কয়টি?

উত্তর : ৮টি।

০৫. প্রশ্ন : মাছির পা কয়টি?

উত্তর : ৬টি।

০৬. প্রশ্ন : সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি? উত্তর : চিতাবাঘ।

০৭. প্রশ্ন : ব্যঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ট কয়টি?

উত্তর : ৩টি।

০৮. প্রশ্ন : কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? উত্তর : ত্বকের।

০৯. প্রশ্ন : মানব দেহে মোট কয়টি হাড় থাকে?

উত্তর : ২০৬টি।

১০. প্রশ্ন : মানব দেহে কশেরুকার সংখ্যা কত? উত্তর : ৩৩টি।

১১. প্রশ্ন : মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত?

উত্তর : ২০টি।

১২. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?

উত্তর : যকৃত।

১৩. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থির নাম কী?

উত্তর : স্টেপিস।

১৪. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী?

উত্তর : ফিমার।

১৫. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী?

উত্তর : ত্বক।

১৬. প্রশ্ন : লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? উত্তর : ১২০ দিন।

১৭. প্রশ্ন : অনুচক্রিকার গড় আয়ু কত?

উত্তর : ১০ দিন।

১৮. প্রশ্ন : রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?

উত্তর : ল্যান্ড স্টিনার।

১৯. প্রশ্ন :বিলিরুবিন কোথায় তৈরি হয়?

উত্তর : যকৃতে।

২০. প্রশ্ন : মূত্র প্রস্তুত হয় কোথায়?

উত্তর : কিডনিতে।

২১। মানব দেহে খনিজ লবণ থাকে → শতকরা ৪%।

২২। কোন প্রাণী জীবনে একবারও পানি পান করেনা→ ক্যাঙ্গারুর্যাট।

২৩। কোন পশু শব্দ করতে পারেনা →জিরাফ।

২৪। গরুর গড় আয়ু প্রায়→ ১২ বছর।

২৫। বানরের পা থাকে → ৪টি।

২৬। মাকরোসার পা থাকে → ৮টি।

২৭। একটি রানী মৌমাছি → ১০০০ বার ডিম পাড়ে।

২৮। যে স্তন্যপায়ী জীব ডিম দেয়→ প্লাটিপাস।

২৯। যে প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে → কচ্ছপ।

৩০। সর্ববৃহৎ সামুদ্রিক পাখি →অ্যালব্যাট্রোস।

৩১। যে পাখি উড়তে অক্ষম → কিউই, পেঙ্গুইন।

৩২। সাপ শুনতে পায় → জিহবার সাহায্যে।

৩৩। সবচেয়ে লম্বা সাপ কোনটি → আনাকোন্ডা

৩৪। মুক্তা হল ঝিনুকের → প্রদাহের ফল।

৩৫। পূর্ণ বয়স্ক মানুষের নাড়ীর স্পন্দন প্রতি মিনিটে প্রায় →৭২ বার।

৩৬। মানুষের মস্তিস্কের ওজন → ১.৩৬ কেজি।

৩৭। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য → ১৮ ইঞ্চি।

৩৮। ফুল ফোটায় যে হরমোন →ফ্লোরিজেন।

৩৯। বায়ুমন্ডলে কার্বন ড্রাই অক্সাইডের পরিমাণ ২৫ শতাংশের বেশি হলে কোন প্রাণী বাঁচতে পারবে না।

৪০। একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্ত থাকে → ৫-৬ লিটার।

৪১। সব গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে → গ্রুপ AB।

৪২। সব গ্রুপকে রক্ত দান করতে পারে → ব্লাড গ্রুপ O.

৪৩। মানব দেহে প্রতি সেকেন্ডে → ২০ লক্ষ লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় আর একটি লোহিত রক্ত কণিকার গড় আয়ু ৪ মাস বা ১২০ দিন।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!