২০১৯
#”ড. কালাম স্মতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স” অ্যাওয়ার্ড- ভারত সরকার
#”ভ্যাকসিন হিরো” অ্যাওয়ার্ড- GAVI( গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন)
#”চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ” অ্যাওয়ার্ড-UNICEF
২০১৮ :
#নারী নেতৃত্বের সফলতার স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ – যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন
২০১৭:
#”লেডি অব ঢাকা”- ফোর্বস ম্যাগাজিন
#”মাদার অব হিউমিনিটি”- ব্রিটিশ মিডিয়া
#”কারিশম্যাটিক লিডার”- মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত
#”দক্ষিণ এশিয়ার স্তম্ভ” – কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী মেরি ক্লদ বিবেউ
#”বিরল মানবতাবাদী নেত্রী”- রিসেপ তায়েফ এরদোগান
#”প্রাচ্যের নতুন তারকা”- সংযুক্ত আরব আমিরাতের পত্রিকা খালীজ টাইমস
#”বিশ্বশান্তির দূত”- কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিস স্ট্যাডিজ বিভাগের ৩জন অধ্যাপক
#”বিশ্ব মানবতার বিবেক”- কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস
#”মানবিক বিশ্বের প্রধান নেতা”- অক্সফোর্ড নেটওয়ার্ক অব পিস নামক সংবাদপত্র
#”বিশ্ব মানবতার আলোক বর্তিকা”- নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী
#”বিশ্বের নেতা”- ভারতের ক্ষমতাসীন বিজেপির ভাইস প্রেসিডেন্ট সংসদ সদস্য বিনয় প্রভাকর
#”জোয়ান অব আর্ক”- শ্রীলঙ্কার গার্ডিয়ান পত্রিকা
২০১৬ :
#‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’- ইউএন উইমেনে
# ‘এজেন্ট অব চেইঞ্জ’ অ্যাওয়ার্ড- গ্লোবাল পার্টনারশিপ ফোরাম
২০১৫ :
#”চ্যাম্পিয়ন অব দ্য আর্থ” পুরস্কার জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলায় জাতিসংঘ
# ITU (International Telecom Union) Award. ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্য প্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ
#WIP (Women in Parliament) Global Award. রাজনীতিতে নারী পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনে
২০১৪ :
#শান্তিবৃক্ষ পদক (Peace Tree Award)। নারী ও শিশুশিক্ষা এবং উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইউনেস্কো
#এছাড়াও খাদ্য উৎপাদন ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভারসিটি প্রধানমন্ত্রীকে এ “সম্মাননা সার্টিফিকেট” প্রদান
২০১৩ :
#South South Award খাদ্য নিরাপত্তা এবং ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কো-অপারেশন
#প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপ্রসূত ‘একটি বাড়ি ও একটি খামার প্রকল্প’ ‘ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তথ্য-প্রযুক্তি মেলায় সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক’ ‘Manthan Award ২০১৩ পদক
#জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) দারিদ্র্য ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় বাংলাদেশকে Diploma Award পদক
২০১২ :
#শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি
#বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নিতে বিশেষ অবদানের জন্য UNESCO, Cultarul Diversity পদক
২০১১ :
# ইংল্যান্ডের হাউস অব কমন্সের স্পিকার Jhon Bercwo MP গণতন্ত্র পুনরুদ্ধারে দূরদর্শী নেতৃত্ব, সুশাসন, মানবাধিকার রক্ষা, আঞ্চলিক শান্তি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে তার অনবদ্য অবদানের জন্য Global Diversity Award প্রদান
#South South Award স্বাস্থ্য খাতে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারী ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য International Telecommunication union (ITU) South South News এবং জাতিসংঘের আফ্রিকাসংক্রান্ত অর্থনৈতিক কমিশন যৌথভাবে South South Award 2011 : Digital Devolopment Health পুরস্কার
#স্বর্ণপদক (গণতন্ত্র সুসংহতকরণে প্রচেষ্টা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য), ডফিন বিশ্ববিদ্যালয়, ফ্রান্স।
#বাংলা অ্যাকাডেমির সম্মাননা সূচক ফেলোশিপ
২০১০ :
#MDG (Millenium Devolopment Goal) Award : শিশু মৃত্যু হ্রাসসংক্রান্ত MDG-4 অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ
# আন্তর্জাতিক উন্নয়নে অসমান্য অবদানের জন্য St.Petrsburg University সম্মানসূচক ডক্টরেট
#বিশ্বখ্যাত ‘ইন্দিরা গান্ধী শান্তি পদক ২০০৯’-
২০০৫ :
#গণতন্ত্র, মানবাধিকার ও শান্তির পক্ষে অবদান রাখার জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া।
২০০০ :
#রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকারের ক্ষেত্রে সাহসিকতা ও দূরদর্শিতার জন্য ম্যাকন ওমেনস কলেজ যুক্তরাষ্ট্র ‘পার্ল এস বাক পদক’
#ব্রাসেলসের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় Doctor Honorius Causa প্রদান
#University of Bridgeport কানেকটিকাট, যুক্তরাষ্ট্র Doctor of Humane letters প্রদান করে বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদানের জন্য
১৯৯৯ :
#প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং ঐকান্তিক প্রচেষ্টায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ
#অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করে মানবাধিকার প্রতিষ্ঠার অবদানের জন্য
#ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনের অবদানের স্বীকৃতিস্বরূপ FAO কর্তৃক ‘সেরেস পদক’ লাভ
১৯৯৮ :
#মহাত্মা গান্ধী ফাউন্ডেশন ‘এম কে গান্ধী’ পুরস্কারে ভূষিত
#ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ল’জ পান
#শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পদক’ প্রদান করে নিখিল ভারত শান্তি পরিষদ
#পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখার জন্য ইউনেস্কো ‘ফেলিক্স হুফে বইনি’ শান্তি পুরস্কারে ভূষিত
#শান্তি নিকেতন বিশ্বভারীর এক আড়ম্বরপূর্ণ বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ওই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানমূচক ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত করা
১৯৯৭ :
# লায়ন্স ক্লাবসমূহের আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন কর্তৃক ‘রাষ্ট্রপ্রধান পদক’-এ ভূষিত
#রোটারি ইন্টারন্যাশনালের রোটারি ফাউন্ডেশন ‘পল হ্যারিস ফেলো’ নির্বাচিত করে এবং ১৯৯৬-১৯৯৭ সালের সম্মাননা মেডেল প্রদান
#নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি শান্তি, গণতন্ত্র ও উপমহাদেশের দেশগুলোর মধ্যে সৌহার্দ্য স্থাপনে অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘নেতাজী মেমোরিয়াল পদক ১৯৯৭’ প্রদান
#গ্রেট ব্রিটেনের ডান্ডি অ্যাবার্তে বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ‘ডক্টর অব লিবারেল আর্টস’ ডিগ্রি প্রদান
#জাপানের বিখ্যাত ওয়াসেদা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান
#মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম সর্বোচ্চ বিদ্যাপীঠ বোস্টন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ উপাধি
Collected from: M.A. Hasem
Inspector of Taxes at NBR from 35th BCS
জয়বাংলা