প্রশ্নঃ Out of 7500 applicants for a recruitment test, 1500 failed to appear for the test. What percent of the total applicants appear for the test?/৭৫০০ জন আবেদনকারীর ভিতর ১৫০০ জন নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হতে পারল না। শতকরা কতভাগ আবেদনকারী পরীক্ষায় অবতীর্ণ হল?
ক. 25
খ. 50
গ. 75
ঘ. 80
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন পরীক্ষায় ২০০ জনের মধ্যে ৭০% বাংলায়, ৬০% ইংরেজীতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে ফেল করে কত জন?
ক. ১০ জন
খ. ১৫ জন
গ. ২৫ জন
ঘ. ২০ জন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিক্রয়মূল্যের উপর শতকরা ২০% হারা মুনাফা—
ক. ক্রয়মূল্যের ২৫%
খ. ক্রয়মূল্যের ১৫%
গ. ক্রয়মূল্যের ৩০%
ঘ. কোনটিই সমান নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ কলার দাম ২০ % কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২ টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?
ক. 1.50
খ. 2.50
গ. 3.00
ঘ. 4.oo
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?
ক. ৫০০ টাকা
খ. ৬০০ টাকা
গ. ৭০০ টাকা
ঘ. ৮০০ টাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?
ক. ৬৫০০
খ. ৭০০০
গ. ৮৯৬০
ঘ. ৮০০০
উত্তরঃ গ
প্রশ্নঃ ৭ কোন সংখ্যার ৫%?
ক. ১২৮
খ. ১৫৬
গ. ১৪০
ঘ. ১৩৫
উত্তরঃ গ
প্রশ্নঃ সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
ক. ৬০০
খ. ৭০০
গ. ৮০০
ঘ. ১০০০
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য ৫২৫ টাকা। যদি শার্টের মূল্য ১০% বাড়ে ও প্যান্টের মূল্য ৫% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে। শার্ট ও প্যান্টের প্রতিটির পূর্বমূল্য নির্নয় করুন?
ক. P-১৭৬, S-৩৪৯
খ. P-১৭৮, S-২৪৭
গ. P-১৭৫, S-৩৫০
ঘ. P-১৭৫, S-৩৪৯
উত্তরঃ গ
প্রশ্নঃ দুইটি ক্রমিক ছাড় ২০% এবং ১৫% এককালীন কত ছাড়ের সমান?
ক. ৩০%
খ. ৩২%
গ. ৩৪%
ঘ. ৩৫%
উত্তরঃ খ
প্রশ্নঃ একজন ছাত্র ৮০০ নম্বরের মধ্যে ২০০ নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল?
ক. ৭৫
খ. ২৫
গ. ৪০
ঘ. ২০
উত্তরঃ খ
প্রশ্নঃ If 18 is 15 percent of 30 percent of certain number, What is the number?/কোন সংখ্যার ৩০% এর ১৫% এর মান ১৮। সংখ্যাটি কত?
ক. 9
খ. 36
গ. 40
ঘ. 81
ঙ. 400
উত্তরঃ ঙ
প্রশ্নঃ একটি কোম্পানী প্রথম ১০০০ টাকা বিক্রিতে ৫% লাভ করে এবং ১০০০ টাকার পরবর্তী বিক্রিতে ৪% লাভ করে। যদি কোনদিন ৬০০০ টাকা বিক্রি হয়, তবে ঐ দিন কত টাকা লাভ হবে?
ক. ২০০
খ. ২২৫
গ. ২৫০
ঘ. ২৫৫
উত্তরঃ গ
প্রশ্নঃ What simple interest rate will summon need to secure to make Tk 2500 in interest on Tk 10000 principal over 5 years?/শতকরা বার্ষিক কত হার সরল সুদে সুমন ১০০০০ টাকায় ৫ বছরে ২৫০০ টাকা সুদ পাবে?
ক. 4%
খ. 5%
গ. 6%
ঘ. 7%
ঙ. 8%
উত্তরঃ খ
প্রশ্নঃ In a university, 80% of the students lived in the hostel and 60% of the hostel students are lucky to get a single room. If number of lucky student is 1200, then how many students were there in the university?/একটি বিশ্ববিদ্যলয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয়, তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
ক. 2500
খ. 2400
গ. 2000
ঘ. 1800
উত্তরঃ ক
প্রশ্নঃ 20% of 0.2 is equal to-/০.২ এর ২০% কত?
ক. 1
খ. 4
গ. 0.4
ঘ. 0.04
ঙ. 0.004
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে ৫% ক্ষতি হল। বিক্রয়মূল্য কত হলে ৫% লাভ হত?
ক. ২০৫ টাকা
খ. ২১৫ টাকা
গ. ২১০ টাকা
ঘ. ২২০ টাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
ক. ৭৫%
খ. ৮০%
গ. ৪০%
ঘ. ২৫%
উত্তরঃ ক
প্রশ্নঃ যদি ১৫ টি পোষাকের শতকরা ৪০ ভাগ পোষাক শার্ট হয় তবে ১৫ টি পোষাকের মধ্যে কতটি শার্ট নয়?
ক. ৬
খ. ৯
গ. ১২
ঘ. ১০
উত্তরঃ খ
প্রশ্নঃ ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত?
ক. ৬০ টাকা
খ. ৭২ টাকা
গ. ৬২ টাকা
ঘ. ৭৫ টাকা
উত্তরঃ খ
প্রশ্নঃ একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৮৫ টাকা হলে সুদের হার কত?
ক. ৪%
খ. ৫%
গ. ২৫/৪%
ঘ. ১৫/২%
উত্তরঃ খ
প্রশ্নঃ একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪০ টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয়মূল্য হবে–
ক. ৪০০ টাকা
খ. ৪৫০ টাকা
গ. ৫০০ টাকা
ঘ. ৫৫০ টাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ Which of the following fractions is the equivalent of 0.5%?/ নিচের কোন ভগ্নাংশটি ০.৫% এর সমতুল্য?
ক. 1/20
খ. 1/200
গ. 1/2000
ঘ. 1/5
ঙ. 1/500
উত্তরঃ খ
প্রশ্নঃ সরল হার সুদে ৫৬০ টাকার ৩ বছরের সুদ ৮৪ টাকা হলে সুদের হার কত?
ক. ৩%
খ. ৫%
গ. ৬%
ঘ. ৮%
উত্তরঃ খ
প্রশ্নঃ কফিলাতলী হাইস্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজীতে এবং ৮০% বাংলায় পাস করে। উভয় বিষয়ে ফেল করেছে ১০%, যদি উভয় বিষয়ে ৩৬০ জন পাস করে তবে ঐ স্কুলে কত জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক. ৫০০ জন
খ. ৭০০ জন
গ. ৮০০ জন
ঘ. ৬০০ জন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৬৬৬৬ টাকা বার্ষিক ১০% সুদে কয় বছরে সুদে-আসলে ১৩৩৩২ টাকা হবে?
ক. ৮
খ. ২০
গ. ১৫
ঘ. ১০
উত্তরঃ ঘ
প্রশ্নঃ The symbol ‘%’ stands for-/% প্রতীকের অর্থ-
ক. Per capita
খ. At the rate of
গ. percentage
ঘ. Per head
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি ১০০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পর ৩৬% ও ৪% কমতির মধ্যে পার্থক্য কত?
ক. ০
খ. ১৪৪
গ. ২৫৬
ঘ. ৪০০
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি সংখ্যাকে ৫০ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ৩.৬%। সংখ্যাটি কত?
ক. ১.৮
খ. ১৮
গ. ১৮০
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
ক. ২৫%
খ. ২৮%
গ. ৩০%
ঘ. ৩২%
উত্তরঃ গ