প্রশ্নঃ দুই অংঙ্কবিশিষ্ট দুটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাদ্বয়ের পার্থক্য হয় ৯ ।ছোট সংখ্যাটি কত?
ক. ১২
খ. ২১
গ. ১৩
ঘ. ১৪
উত্তরঃ ক
প্রশ্নঃ পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
ক. ৯
খ. ১২
গ. ১৪
ঘ. ১৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
ক. ২০৪৮
খ. ১০২৪
গ. ৫১২
ঘ. ৪৮
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ৯১
খ. ৮৭
গ. ৬৩
ঘ. ৫৯
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অস্টম সংখ্যাটি কত হবে?
ক. ৬
খ. ৭
গ. ২৮
ঘ. ২৯
উত্তরঃ গ
প্রশ্নঃ ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক. ১১টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ৯টি
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২,১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
ক. ৮৯
খ. ৭২
গ. ১৭০
ঘ. ১৪২
উত্তরঃ খ
প্রশ্নঃ দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
ক. 57
খ. 75
গ. 39
ঘ. 93
উত্তরঃ গ
প্রশ্নঃ যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p–
ক. একটি স্বাভাবিক সংখ্যা
খ. একটি পূর্ণ সংখ্যা
গ. একটি মূলদ সংখ্যা
ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ If the product of three consecutive integers is 120, the sum of the integers is-/তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল ১২০। সংখ্যা তিনটির যোগফল কত?
ক. 12
খ. 14
গ. 15
ঘ. 18
ঙ. 20
উত্তরঃ গ
প্রশ্নঃ Which of the following is divisible by 2 and 7?/নিচের কোনটি ২ এবং ৭ দ্বারা বিভাজ্য?
ক. 365
খ. 362
গ. 361
ঘ. None of these
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৫৬ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক. ৮
খ. ৯
গ. ১০
ঘ. ১১
ঙ. ১২
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ হতে তত ছোট। সংখ্যাটি কত?/A number is as much greater than 742 as is less than 820. Find the number.
ক. ৭৮০
খ. ৭৮২
গ. ৭৮৬
ঘ. ৭৯০
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে?
ক. ৮৮
খ. ৯১
গ. ৯৫
ঘ. ৯৯
উত্তরঃ ক
প্রশ্নঃ The positive difference between the squares of any two consecutive integers is always-/যেকোন দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তরের ধনাত্নক মান সর্বদা—
ক. জোড় পূর্ণ সংখ্যা(an even integer)
খ. বেজোড় সংখ্যা(an odd number)
গ. মৌলিক সংখ্যা(a prime number)
ঘ. একটি পূর্ণ সংখ্যার বর্গ(the square of an integer)
উত্তরঃ খ
প্রশ্নঃ দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর ২, অঙ্কদুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
ক. ৫৭
খ. ৪৬
গ. ৫৩
ঘ. ২৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৯ দিয়ে বিভাজ্য ৩ অংক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অংক ৩ এবং তৃতীয় অংক ৮ হলে মধ্যম অংকটি কত?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তরঃ খ
প্রশ্নঃ ১০০ থেকে ১১০ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে?
ক. ৪টি
খ. ১টি
গ. ২টি
ঘ. ৩টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা-
ক. ৫
খ. ৩
গ. ৭
ঘ. ৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Average of the five consecutive even numbers is 8. Which is the smallest of the five numbers?/পাঁচটি ক্রমিক জোড় সংখ্যার গড় ৮। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
ক. 4
খ. 3
গ. 5
ঘ. 6
ঙ. None of these
উত্তরঃ ক
প্রশ্নঃ √৫ কি ধরনের সংখ্যা?
ক. একটি স্বাভাবিক সংখ্যা
খ. একটি পূর্ণ সংখ্যা
গ. একটি মূলদ সংখ্যা
ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দু’টি সংখ্যার যোগফল ১০ এবং গুণফল ২৪?
ক. ৪,-৬
খ. -৬,-৪
গ. ১২,-২
ঘ. ৪,৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১০ ও ৩০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৯টি
ঘ. ৫টি
উত্তরঃ খ
প্রশ্নঃ নিম্নের সবচেয়ে ছোট সংiখ্যা কোনটি?/Which of the following numbers is the smallest?
ক. ৫৬৮
খ. ০৩
গ. ১০৫
ঘ. ৪
উত্তরঃ খ
প্রশ্নঃ দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যাটি কত?
ক. ৮
খ. ৯
গ. ১০
ঘ. ১১
উত্তরঃ ক
প্রশ্নঃ What is the difference between the 6-digit largest and smallest number?/৬ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
ক. 888889
খ. 899999
গ. 988888
ঘ. 999888
ঙ. None of these
উত্তরঃ খ
আরো পড়ুন: