পাটিগণিত-১৬

গণিত, পাটিগণিত, বয়স সংক্রান্ত সমস্যা:

প্রশ্নঃ ৫ জন বালকের বয়সের গড় ১০ বছর। ঐ দলে আরও দুজন বালক যোগ দিলে তাদের বয়সের গড় হয় ১২ বছর। যোগদানকারী বালক দুটি যদি সমবয়সী হয় তবে তাদের প্রত্যেকের বয়স কত?
ক. ১২ বছর
খ. ১৫ বছর
গ. ১৭ বছর
ঘ. ২০ বছর
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
ক. ২০ বছর
খ. ৩০ বছর
গ. ৪০ বছর
ঘ. ৫০ বছর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স হবে ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
ক. ৬৫ বছর
খ. ২৮ বছর
গ. ৩৩ বছর
ঘ. ৫৩ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ সোনিয়া ও লিনিয়ার বর্তমান বয়সের সমষ্টি ১৬ বছর। চার বছর পরে সোনিয়ার বয়স লিনিয়ার তিনগুণ হলে, সোনিয়ার বর্তমান বয়স কত?
ক. ৮ বৎসর
খ. ১০ বৎসর
গ. ১২ বৎসর
ঘ. ১৪ বৎসর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত?
ক. ২৫ বছর
খ. ৩০ বছর
গ. ৩৫ বছর
ঘ. ৪০ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
ক. ৩৮ বছর
খ. ৪১ বছর
গ. ৪৫ বছর
ঘ. ৪৮ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে M, N এর চেয়ে ১৪ বছরের বড়। ১০ বছর পর, M এর বয়স N এর বয়সের দ্বিগুণ হবে। ৫ বছর পর, M এর বয়স কত হবে?
ক. ৯
খ. ১৯
গ. ২১
ঘ. ২৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Jafar is n years old. Moin is 5 years younger than Jafar and 3 years older than Arif. What is the sum of the ages of all the three?/জাফরের বয়স n বছর। মঈন জাফরের চেয়ে ৫ বছরের ছোট কিন্তু আরিফের চেয়ে ৩ বছরের বড়। তাদের তিনজনের বয়সের সমষ্টি কত?
ক. 3n-3
খ. 3n-8
গ. 3n+8
ঘ. 3n+2
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
ক. ৩৩ বছর
খ. ৪৩ বছর
গ. ৫৩ বছর
ঘ. ৬৩ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাবা ও মেয়ের বয়সের যোগফল ৪৩ বছর। ৪ বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের ৬ গুণ ছিল। বাবা ও মেয়ের বর্তমান বয়স কত?
ক. ৩২ ও ১১
খ. ৩৬ ও ৭
গ. ৩৪ ও ৯
ঘ. ৩৮ ও ৫
উত্তরঃ গ

প্রশ্নঃ Lima is 10 years older than Rina, In 7 years, Lima will be twice as old as Rima. Find Lima’s age now?/লিমা রিমার চেয়ে ১০ বছরের বড়। ৭ বছর পর লিমার বয়স রিমার দ্বিগুণ হবে। লিমার বর্তমান বয়স কত?
ক. 3
খ. 13
গ. 23
ঘ. 15
ঙ. 5
উত্তরঃ খ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
ক. ৬৪ : ১৬
খ. ৬০ : ২০
গ. ৫৬ : ২৪
ঘ. ৬৮ : ১২
উত্তরঃ ক

প্রশ্নঃ Mr Karim’s age is 4 years less than 3 times of Mr Momen’s age. If Mr Momen is h years old, which of the folowing represents Mr Karim’s age?/করিমের বয়স মোমেনের বয়সের ৩ গুণ অপেক্ষা ৪ বছর কম। মোমেনের বয়স যদি h হয়, তবে করিমের বয়স কত?
ক. 3h+4
খ. 3h-4
গ. 3(h-4)
ঘ. 4h+3
ঙ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০, পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত?
ক. ৪০ বছর
খ. ৫০ বছর
গ. ৬০ বছর
ঘ. ৭০ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ পিতা ও দুই সন্তানের বয়সের গড় ১৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২ বছর হলে পিতার বয়স কত?
ক. ৪৭ বছর
খ. ৪১ বছর
গ. ৩৮ বছর
ঘ. ৩৫ বছর
উত্তরঃ ক

প্রশ্নঃ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর, পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ, পুত্রের বয়স কত?
ক. ১৪ বছর
খ. ১৭ বছর
গ. ১৮ বছর
ঘ. ২২ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ The sum of the ages of the son and father is 120 years. Father’s age is three times than that of the son. What is the age of the father?/পিতা ও পুত্রের বয়সের যোগফল ১২০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত?
ক. 75
খ. 80
গ. 85
ঘ. 90
ঙ. None of them
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
ক. ৯ বছর
খ. ১১ বছর
গ. ১২ বছর
ঘ. ১০ বছর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পুত্রের বয়স ১৬ বছর হলে, পিতার বয়স কত?
ক. ৪৪ বছর
খ. ৪২ বছর
গ. ৫২ বছর
ঘ. ৫৪ বছর
উত্তরঃ ক

প্রশ্নঃ পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
ক. ৬৪:১৬
খ. ৬০:২০
গ. ৫৬:২৪
ঘ. ৬৮:১২
উত্তরঃ ক

প্রশ্নঃ ক, খ ও গ এর গড় বয়স ৪০ বছর, ক ও গ এর বয়স একত্রে ৮৫ বছর খ এর বয়স হবে–
ক. ৩০ বছর
খ. ৩৫ বছর
গ. ৪০ বছর
ঘ. ৪৫ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?
ক. ৩৫ বছর
খ. ৩৮ বছর
গ. ৪১ বছর
ঘ. ৪৮ বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ A father is 32 years older than the son. In 7 years, father’s age will be five years more than twice that of a son. The age of the father, 3 years from now, will be—/পিতা পুত্রের চেয়ে ৩২ বছরের বড়। ৭ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৫ বছর বেশি হবে। ৩ বছর পর পিতার বয়স কত হবে?
ক. 45
খ. 55
গ. 65
ঘ. 75
ঙ. 85
উত্তরঃ খ

প্রশ্নঃ পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত বছর?
ক. ৪৮, ১৬
খ. ২৪, ৮
গ. ৪৫, ১৫
ঘ. ৩৬, ১২
উত্তরঃ গ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স কত?
ক. ৬৫ বৎসর
খ. ৬০ বৎসর
গ. ৭০ বৎসর
ঘ. ৭৫ বৎসর
উত্তরঃ খ

প্রশ্নঃ জাবেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে ৭ বছরের বড়। ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের ৭ গুণ। যদি কন্যার বয়স ৪ বছর পরে ৭ বছর হয় তবে জাবেদের বয়স কত?
ক. ২১
খ. ২৪
গ. ২৮
ঘ. ৩৫
উত্তরঃ গ

প্রশ্নঃ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৩ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
ক. ৯ : ১
খ. ৭ : ১
গ. ৬ : ১
ঘ. ৮ : ১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি কক্ষে ১৮ জন ব্যক্তি ছাড়া সকলের বয়স ৫০ বছরের উর্ধ্বে। যদি ১৫ জনের বয়স ৫০ বছরের নিচে হয়, তবে ঐ কক্ষে কতজন লোক ছিল?
ক. ২৭
খ. ৩০
গ. ৩৩
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রহিমের বয়স ১২ বছর। রহিমের বয়স করিমের বয়সের ৩ গুণ। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে, তখন রহিমের বয়স কত?
ক. ১৫ বছর
খ. ১৬ বছর
গ. ১৭ বছর
ঘ. ১৮ বছর
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!