পাটিগণিত-১২

প্রশ্নঃ √১৫.৬০২৫ = ?
ক. ৩.৮৫
খ. ৩.৭৫
গ. ৩.৯৫
ঘ. ৩.৬৫
উত্তরঃ গ

প্রশ্নঃ যদি, ৫ + ৩ =২৮ ৯ + ১ = ৮১০ ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
ক. ১৮
খ. ১৯
গ. ২০
ঘ. ২১
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ A number consist of two digits whose sum is 10. If 18 subtracted from the number, digits are reversed. The number is-/দুই অঙ্ক বিশিষ্ঠ সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। সংখ্যাটি থেকে ১৮ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
ক. 64
খ. 46
গ. 55
ঘ. 73
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০ এর চেয়ে বড় এবং ২০০ এর চেয়ে ছোট কতগুলি মৌলিক সংখ্যা আছে?
ক. ৩৫
খ. ৩৭
গ. ৩৮
ঘ. ৪০
উত্তরঃ গ

প্রশ্নঃ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
ক. ৫৯
খ. ৫৬
গ. ৬০
ঘ. ৭০
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন সংখ্যাটি মৌলিক?/Which of the following is a prime number?
ক. ৪৯
খ. ৫১
গ. ৫৩
ঘ. ৫৫
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন একটি সংখ্যার ১৩ গুণ থেকে ৪ গুণ বাদ দিলে ১৭১ হয়, সংখ্যাটি কত?
ক. ১৫
খ. ১৭
গ. ১৯
ঘ. ২৯
উত্তরঃ গ

প্রশ্নঃ When number 6 is added to 1/3 of a number, the result is 28. What is the number?/কোন সংখ্যার ১/৩ এর সাথে ৬ যোগ করলে যোগফল ২৮ হয়। সংখ্যাটি কত?
ক. 44
খ. 66
গ. 42
ঘ. 84
ঙ. 88
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি শতক,দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p,q,r হলে সংখ্যাটি হবে?/The hundreds, tens and units digits of a number are respectively p,q,r. Find the numer.
ক. 100r+10p+q
খ. 100p+10q+r
গ. 100q+10r+p
ঘ. 100pq+r
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সংখ্যা হ্রাস পেলে ৩/৮ হবে?
ক. ২৫/৪২
খ. ৫/৪২
গ. ২৫/২৪
ঘ. ১৫/৪০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩২ এবং ৬৪ এর ভাজক সংখ্যার পার্থক্য কত?
ক. ৩
খ. ২
গ. ১
ঘ. ০
উত্তরঃ গ

প্রশ্নঃ .১ x .০১ x .০০১ =?
ক. ১.০০০১
খ. .১০০০১
গ. .০০০০১
ঘ. .০০০০০১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পর পর দশটির সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
ক. ৫৪০
খ. ৫৬০
গ. ৫৮৫
ঘ. ৫৭০
উত্তরঃ গ

প্রশ্নঃ ১,২ ও ৩ দ্বারা গঠিত তিন অঙ্কের যতটি সংখ্যা লেখা যায়, তাদের সমষ্টি কত?/What is the sum of the 3-digit numbers thet can be formed by the digits 1,2 and 3?
ক. ১২২৩
খ. ১২৩৩
গ. ১৩২২
ঘ. ১৩৩২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যটি কত?
ক. ১৬
খ. ১৮
গ. ২০
ঘ. ২৪
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪ ÷ ০.১২৫ = কত?
ক. ৬৪
খ. ৬.৪
গ. ৩২
ঘ. ৩.২
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান। সংখ্যাটি কত?
ক. ১
খ. -১
গ. ১ অথবা -১
ঘ. ২
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্যালকুলাসের আদি ধারণা কে দেন?/Who gave the primary idea of Calculas?
ক. নিউটন
খ. আর্কিমিডিস
গ. লাইবনিজ
ঘ. ফার্মা
উত্তরঃ ক

প্রশ্নঃ ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
ক. H
খ. S
গ. F
ঘ. J
উত্তরঃ ক

প্রশ্নঃ The Roman numerical M stands for what?/রোমান M প্রতীকের অর্থ কি?
ক. 50
খ. 100
গ. 1000
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ 53 সংখ্যাটি কি সংখ্যা?
ক. একটি মৌলিক সংখ্যা
খ. একটি পূর্ণ সংখ্যা
গ. একটি মূলদ সংখ্যা
ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
ক. ৮২
খ. ৯১
গ. ৫৫
ঘ. ৩৭
উত্তরঃ খ

প্রশ্নঃ ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল –
ক. ৩১৪৭
খ. ২২৮৭
গ. ২৯৮৭
ঘ. ২১৮৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
ক. ৭০
খ. ৮০
গ. ৯০
ঘ. ১০০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ If the product of three consecutive integers is 210, the sum of the integers is-/তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল ২১০। সংখ্যা তিনটির যোগফল কত?
ক. 12
খ. 14
গ. 15
ঘ. 18
ঙ. 20
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি মৌলিক সংখ্যা নয়?
ক. ২২১
খ. ২২৭
গ. ২২৩
ঘ. ২২৯
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?/A number is as much greater than 650 as is less than 820. Find the number.
ক. ৭৩০
খ. ৭৩৫
গ. ৮০০
ঘ. ৭৮০
উত্তরঃ খ

প্রশ্নঃ পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্নয় কর যাদের বর্গের পার্থক্য ৫৩ ?
ক. ২৫ এবং ২৬
খ. ২৬ এবং ২৭
গ. ২৭ এবং ২৮
ঘ. ২৮ এবং ২৯
উত্তরঃ খ

প্রশ্নঃ চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?/What is the difference between the greatest and least numbers consisting of four digits?
ক. ১০৯৯৯
খ. ৮৯৯৯
গ. ১০০৯
ঘ. ১৯৯৯
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে? ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)
ক. ২
খ. ৪
গ. ১৫
ঘ. ১২
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!