পদার্থ বিজ্ঞান-২০

প্রশ্নঃ হাইড্রোইলেকট্রিসিটি (Hydroelectricity) তৈরি করতে দরকার হয়-
ক. পানি
খ. জ্বালানী
গ. তাপ
ঘ. বাতাস
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়?
ক. ক্লোরিন
খ. প্যারাফিন
গ. রেনিয়াম
ঘ. আয়োডিন
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ প্রখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের নামের সঙ্গে যে বাংলাদেশী বৈজ্ঞানিকের নাম জড়িত-
ক. ড. মতিন চৌধুরী
খ. ড. কাজী মোতাহার হোসেন
গ. কুদরত-ই-খোদা
ঘ. প্রফেসর এম.এন.বোস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সূর্যে শক্তি উৎপন্ন হয়-
ক. রাসায়নিক বিক্রিয়ার ফলে
খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ. তেজস্ক্রিয়তার ফলে
ঘ. পরমাণুর ফিশন পদ্ধতিতে
উত্তরঃ খ

প্রশ্নঃ নবায়নযোগ্য জ্বালানীর উৎস-
ক. তেল
খ. গ্যাস
গ. কয়লা
ঘ. বায়োগ্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পারমাণবিক বোমা (Atom bomb) এর আবিষ্কারক কে?
ক. আইনস্টাইন
খ. ওপেনহেইমার
গ. অটোহ্যান
ঘ. রোজেনবার্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ ফিশন (Fission) প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি উৎপাদিত হয়-
ক. হাইড্রোজেন বোমা
খ. এটম বোমা
গ. সূর্য
ঘ. নভোরশ্মি
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফারমেন্টেশন প্রক্রিয়ার উৎপন্ন হয়-
ক. ইথেন
খ. মিথেন
গ. এমোনিয়া
ঘ. বিউটেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ফিউশন প্রক্রিয়ায়–
ক. একটি পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
খ. একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে
গ. ভারী পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়
ঘ. একটি পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়
উত্তরঃ খ

প্রশ্নঃ পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
ক. পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ. পেট্রোল পানির সাথে মিশে না
গ. পেট্রোল পানির চেয়ে হাল্কা
ঘ. খ ও গ উভয়ই ঠিক
উত্তরঃ গ

প্রশ্নঃ নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-
ক. পারমাণবিক জ্বালানী
খ. পীট কয়লা
গ. ফুয়েল সেল
ঘ. সূর্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফিউশন গেলন পদ্ধতিতে তৈরিকৃত বোমার নাম
ক. হাইড্রোজেন বোমা
খ. এটম বোমা
গ. নিউক্লিয়ার বোম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বিগ ব্যাং সৃষ্টির আগের মুহূর্তের সীমাকে বলে–
ক. প্লাঙ্ক ওয়াল
খ. প্লাঙ্ক ওয়েবার
গ. প্লাঙ্ক মাস্ক
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
ক. কয়লা
খ. সূর্যরশ্মি
গ. পেট্রোলিয়াম
ঘ. ইউরেনিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক. পেট্রোলিয়াম
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. বায়োগ্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আলবার্ট আইস্টাইনের প্রধান অবদান হল-
ক. কম্পিউটার টেকনোলজি
খ. ল’জ অব মেশিন
গ. থিওরি অব রিলেটিভিটি
ঘ. এরোপ্লেন আবিষ্কার
উত্তরঃ গ

প্রশ্নঃ পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
ক. সোডিয়াম
খ. পটাশিয়াম
গ. ম্যাগনেশিয়াম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে?
ক. ৪০-৫০ ভাগ
খ. ৬০-৭০ ভাগ
গ. ৮০-৯০ ভাগ
ঘ. ১০০-১১০ ভাগ
উত্তরঃ গ

প্রশ্নঃ আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে?
ক. প্রায় ৬৫-৬৯%
খ. প্রায় ৭৫-৭৯%
গ. প্রায় ৮৫-৮৯%
ঘ. প্রায় ৯৫-৯৯%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘থিওরি অব রিলেটিভিটি’ এর প্রণেতা-
ক. আইজ্যাক নিউটন
খ. আলবার্ট আইনস্টাইন
গ. চার্লস ডারউইন
ঘ. আঁদ্রে শাখারভ
উত্তরঃ খ

প্রশ্নঃ পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ-
ক. পানি কেরোসিনের চেয়ে হাল্কা
খ. পানির অক্সিজেন কেরোসিনকে জ্বলতে সাহায্য করে
গ. কেরোসিন পানির চেয়ে হাল্কা
ঘ. জ্বলন্ত কেরোসিনের সংস্পর্শে আসা মাত্রই পানি জলীয় বাষ্পে পরিণত হয়
উত্তরঃ গ

প্রশ্নঃ সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে-
ক. ট্রান্সফরমার
খ. জেনারেটর
গ. স্টোরেজ ব্যাটারী
ঘ. ক্যাপাসিটার
উত্তরঃ গ

প্রশ্নঃ In Nuclear reactor fuel used is
ক. Diesel fuel
খ. Coal
গ. Natural gas
ঘ. Uranium
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!