পদার্থ বিজ্ঞান-১৯

প্রশ্নঃ এস. আই এককে চৌম্বক ফ্লাক্স-এর একক-
ক. ক্যান্ডেলা
খ. ওয়েবার
গ. লাক্স
ঘ. লুমেন
উত্তরঃ খ

প্রশ্নঃ সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয়
ক. ত্বরণ
খ. সরণ
গ. দ্রুতি
ঘ. বেগ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ডিমকে দুই হাতে চেপে ভাঙ্গা যায়না কেন?
ক. ডিম খুব শক্ত আবরণীযুক্ত
খ. ডিম বহিরাবরণী পিচ্ছিল বলে তাতে চাপ দেওয়া কষ্টকর
গ. ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না
ঘ. ডিমকে চাপ দিলে ব্যথা অনুভূত হয় বলে চাপও কম পড়ে
উত্তরঃ গ

প্রশ্নঃ লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত-
ক. যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
খ. ইহা ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
গ. ইহা পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্জ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
ঘ. উপরের সবগুলোই সত্য
উত্তরঃ ক

প্রশ্নঃ সি.জি.এস পদ্ধতিতে বলের একক
ক. মিটার
খ. ডাইন
গ. ইঞ্জি
ঘ. কিলোগ্রাম
উত্তরঃ খ

প্রশ্নঃ বিমান ও রকেট চলা মধ্যে মুল পার্থক্য কি?
ক. বিমান ইঞ্জিনের সাহায্যে চলে
খ. রকেট প্রচণ্ড গতিতে পিছনের দিকে গ্যাস ছুঁড়ে সামনে এগিয়ে যায়
গ. রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
ঘ. বিমান ও রকেট উভয়ই বাতাসে ভর করে উড়ে
উত্তরঃ গ

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, শক্তির উৎস ও ব্যবহার:

প্রশ্নঃ পীট কয়লার বৈশিষ্ট্য হলো-
ক. মাটির অনেক গভীরে থাকে
খ. পাহাড়ী এলাকায় পাওয়া যায়
গ. ভিজা ও নরম
ঘ. দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
উত্তরঃ গ

প্রশ্নঃ E=mc2 কোন থিওরীর একটি ফরমূলা?
ক. বসু-আইনস্টাইন পরিসংখ্যান
খ. আইনস্টাইনের থিউরি অব রিলেটিভিটি
গ. বিগ ব্যাং থিউরী
ঘ. রোজারে সিংগুলারিটি থিওরী
উত্তরঃ খ

প্রশ্নঃ নিউক্লিয়ার রিয়্যাক্টরে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার হয় যাতে-
ক. অতি দ্রুত শক্তি উৎপাদন করা হয়
খ. বেশি সংখ্যক পরমাণু ভাঙ্গে
গ. বিক্রিয়ার তাপমাত্রা শোষিত হয়
ঘ. অধিকাংশ নিউট্রন শোষিত হয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হলো-
ক. E=mc
খ. E=m2c2
গ. E=mc2
ঘ. E=1/2m2c2
উত্তরঃ গ

প্রশ্নঃ বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থকে তা-
ক. সার হিসেবে ব্যবহার করা যায়
খ. হাঁস-মুরগীর খাবার হিসেবে ব্যবহার করা যায়
গ. জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়
ঘ. কোন কাজে লাগে না
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
ক. ৪০ – ৫০ ভাগ
খ. ৬০ – ৭০ ভাগ
গ. ৮০ – ৯০ ভাগ
ঘ. ৩০ – ২৫ ভাগ
উত্তরঃ গ

প্রশ্নঃ PCR-এর পরিপূর্ণ অর্থ কি?
ক. পলিমার কার্বন রিঅ্যাকশন
খ. পলিমার কার্বহাইড্রেট রিঅ্যাকশন
গ. পলিমার ক্যাটালাইসিস রিঅ্যাকশন
ঘ. পলিমার চেইন রিঅ্যাকশন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নবায়নযোগ্য জ্বালানি-
ক. পেট্রোল
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. পরমাণু শক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি Fossil fuel নয়?
ক. পেট্রোলিয়াম
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. 273 U
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে ব্যবহৃত হয়?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. কার্বন মনোক্সাইড
গ. মিথেন
ঘ. নাইট্রোজেন
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নোক্তগুলোর কোনটি পারমাণবিক চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়?
ক. গ্রাফাইট
খ. স্টীল
গ. কয়লা
ঘ. সীসা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী?
ক. কয়লা
খ. তৈল
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. উপরের সবগুলি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাঙ্গালী বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের সাথে যুক্তভাবে একটি তত্ত্ব দিয়েছিলেন?
ক. মেঘনাধ সাহা
খ. সত্যেন্দ্রনাথ বসু
গ. জগদীশ চন্দ্র বসু
ঘ. আর মহলানবীশ
উত্তরঃ গ

প্রশ্নঃ আপেক্ষিক তত্ত্ব অনুসারে স্থান, কাল ও দৈর্ঘ্য–
ক. অপরিবর্তনশীল বা অনাপেক্ষিক
খ. পরিব্ররতনশীল বা আপেক্ষিক
গ. স্থির
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ স্টিফেন হকিন্স একজন অতিশয় বিখ্যাত-
ক. দার্শনিক
খ. পদার্থবিদ
গ. কবি
ঘ. রসায়নবিদ
উত্তরঃ খ

প্রশ্নঃ CNG এর অর্থ-
ক. নতুন ধরনের ট্রাক্সি ক্যাব
খ. কার্বনমুক্ত নতুন পরিবেশ-বান্ধব তেল
গ. সীসামুক্ত পেট্রোল
ঘ. কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব-ব্যাখ্যা উপস্থাপন করেছেন—
ক. স্টিফেন হকিং
খ. জি লেমেটার
গ. আব্দুস সালাম
ঘ. এডুইন হাবল
উত্তরঃ ক

প্রশ্নঃ Natural gas contains–
ক. Mainly methane
খ. Mainly propane
গ. Mainly ammonia
ঘ. Mainly ethane
উত্তরঃ ক

প্রশ্নঃ Which is gaseous at NTP?
ক. Haptane
খ. Hexane
গ. Pentane
ঘ. Butane
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাস্তা বা ছাদের আবরণ হিসাবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি হয়?
ক. বালি
খ. চুনাপাথর
গ. পেট্রোলিয়ামের অবশেষ
ঘ. অ্যামোনিয়ার কালো লিকার
উত্তরঃ গ

প্রশ্নঃ সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো-
ক. নিরবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া
খ. ভারী পরমাণুর ফিশন পদ্ধতি
গ. অতি উচ্চ তাপমাত্রায় সূর্যের পদার্থ উত্তপ্ত হওয়া
ঘ. হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সি.এন.জি চালিত ইঞ্জিনে জ্বালানী ব্যবহার করা হয়-
ক. ডিজেল
খ. মিথেন
গ. পেট্রোল
ঘ. ইথেন
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!