প্রশ্নঃ শুন্য মাধ্যমে শব্দের বেগ কত-
ক. ২৮০ m/s
খ. ০
গ. ৩৩২ m/s
ঘ. ১১২০ m/s
উত্তরঃ খ
প্রশ্নঃ আকাশে বিদ্যুৎ চমকাইবার কিছু পরে তার শব্দ শোনা যায় কেন?
ক. শব্দের চাইতে আলোর গতি বেশি বলে
খ. আসার পথে শব্দের গতি আলোর গতির চেয়ে বেশি বাধা পায় বলে
গ. শব্দের উৎপত্তি কিছু পরে হয় বলে
ঘ. পৃথিবী হইতে আলোর উৎস অনেক নিকটে বলে
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাঙ্ক কত?
ক. ৫ মেগাহার্টজ
খ. ১ মেগাহার্টজ
গ. ৪ মেগাহার্টজ
ঘ. ২ মেগাহার্টজ
উত্তরঃ খ
প্রশ্নঃ শব্দের গতি ঘন্টায়-
ক. ৭৫৭ মাইল
খ. ১১৫৭ মাইল
গ. ২০৫৭ মাইল
ঘ. ৩৮৫৭ মাইল
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রতিধ্বনি-
ক. সব সময়ই মূল শব্দের চেয়ে জোরালো হয়
খ. উৎস থেকে উৎপন্ন দ্বিতীয় পর্যায়ের অগ্রসরমান শব্দতরঙ্গ
গ. দ্বিতীয় কোন মাধ্যম দ্বারা শব্দতরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ
ঘ. সবসময় মূল শব্দ যেদিকে ভ্রমণ করে সেদিকে সঞ্চারিত হয়
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি শূন্য পাত্রকে আঘাত কলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ-
ক. শব্দ পাত্রের বাতাসের ভিতর দিয়ে দ্রুতবেগে প্রবাহিত হয় বলে
খ. বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার কম হয় বলে
গ. বাতাসে শব্দ তরঙ্গের বিতস্তার বেশি হয় বলে
ঘ. শব্দ কম্পাঙ্ক ও পাত্রের কম্পাঙ্ক মিলে একত্রে প্রতিধ্বনি সৃষ্টি করে বলে
উত্তরঃ গ
সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, তরল ও বায়বীয় পদার্থ:
প্রশ্নঃ অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?
ক. বস্তু ভাসবে
খ. নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে
গ. বস্তু ডুবে যাবে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ কুপি থেকে সলিতায় তেল আসে-
ক. তলীয় টানের জন্য
খ. বায়ু চাপের জন্য
গ. কৈশিক চাপের জন্য
ঘ. স্থিতিস্থাপকতার জন্য
উত্তরঃ গ
প্রশ্নঃ সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ-
ক. পানির ঘনত্ব কম বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়
খ. পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ ও বেশি হয়
গ. পানির ঘনত্ব বেশি বলে নিম্নমুখী চাপ বেশি হয়
ঘ. পানির ঘনত্ব কম বলে নিম্নমুখী চাপ বেশি হয়
উত্তরঃ খ
প্রশ্নঃ জাহাজ পানিতে ভাসিবার কারন যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে তা হলো
ক. গ্যালিরওর সূত্র
খ. নিউটনের সূত্র
গ. আর্কিমিডিসের সূত্র
ঘ. মার্কিনির সূত্র
উত্তরঃ গ
প্রশ্নঃ লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা-
ক. হাল্কা
খ. ভারি
গ. সমান ওজনের
ঘ. কোনটি নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়-
ক. সান্দ্রতা
খ. স্থিতিস্থাপকতা
গ. প্লবতা
ঘ. পৃষ্ঠটান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্টটান
ক. হ্রাস পায়
খ. বৃদ্ধি পায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. হ্রাস পায় আবার বৃদ্ধি পায়
উত্তরঃ ক
প্রশ্নঃ অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে বলে-
ক. প্লিমসল লাইন
খ. রেড লাইন
গ. এলওসি
ঘ. হট লাইন
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি সুই পানিতে ডুবে যায় কিন্তু একটি জাহাজ পানিতে ভেসে থাকে কেন?
ক. Needle cap pierce through the surface of water
খ. Needle passes through the space among the molecules of water
গ. Ship displace water which weights more than its own weight
ঘ. Needle has less volume than ship
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ-
ক. বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি
খ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
ঘ. বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
উত্তরঃ গ
প্রশ্নঃ বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে—
ক. উভয়টিই একসাথে পড়বে
খ. লোহার বলটি আগে পড়বে
গ. পালকটি আগে পড়বে
ঘ. আদৌ পড়বে না
উত্তরঃ ক
প্রশ্নঃ নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেটে যাবার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন?
ক. পায়ের চিহ্ন শক্তভাবে পড়ে না বলে
খ. পাশের বালুকারাশি সাথে সাথে স্থান পূরণ করে
গ. সারফেস টেনসনের দরুণ বালু নিজ স্থানে চলে আসে
ঘ. পানিতে পদচিহ্ন স্থায়ী হয় না
উত্তরঃ গ
প্রশ্নঃ বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-
ক. ঘনত্ব কম
খ. ঘনত্ব বেশি
গ. তাপমাত্রা বেশি
ঘ. দ্রবণীয়তা বেশি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোথায় সাঁতার কাটা সহজ?
ক. পুকুরে
খ. বিলে
গ. নদীতে
ঘ. সাগরে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনের চেয়ে
ক. বেশি
খ. সমান
গ. কম
ঘ. দ্বিগুণ
উত্তরঃ ক
প্রশ্নঃ নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?
ক. সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
খ. সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা কম
গ. সমুদ্রের পানির ঘনত্ব এবং নদীর পানির ঘনত্ব সমান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ-
ক. ফোঁটার কৈশিক টান
খ. ফোঁটার তলীয় টান
গ. বৃষ্টির ফোঁটার গতিবেগ
ঘ. ফোঁটার চতুর্দিকের বাতাসের চাপ
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)