পদার্থ বিজ্ঞান-১১

প্রশ্নঃ লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
ক. শূন্য ঘর নীরব থাকে
খ. লোক ভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
ক. শূন্যতায়
খ. কঠিন পদার্থ
গ. তরল পদার্থ
ঘ. বায়বীয় পদার্থ
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয়–
ক. শব্দ শক্তি
খ. তড়িৎ শক্তি
গ. আলোক শক্তি
ঘ. চৌম্বক শক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততর চলে?
ক. শীতকালে
খ. গ্রীষ্মকালে
গ. বর্ষাকালে
ঘ. বসন্তকালে
উত্তরঃ গ

প্রশ্নঃ আল্ট্রাসনিক শব্দ বলতে বুঝায়?
ক. যে শব্দ মানুষ সাধারণভাবে শুনিতে পায়
খ. যে শব্দ মানুষ সাধারণভাবে শুনিতে পায় না
গ. যার গতি শব্দের গতি হইতে বেশী
ঘ. যার গতি শব্দের গতি হইতে কম
উত্তরঃ খ

প্রশ্নঃ শূণ্য মাধ্যমে শব্দের বেগ কত?
ক. ২২৬ ফুট/সেকেন্ড
খ. ২৫৬ ফুট/সেকেন্ড
গ. ৩৫০ ফুট/সেকেন্ড
ঘ. শূণ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আলোর চেয়ে শব্দের গতিবেগ-
ক. কম
খ. বেশি
গ. সমান
ঘ. বিভিন্ন সময় বিভিন্ন রকম
উত্তরঃ ক

প্রশ্নঃ সমুদ্রের তীরে একটা বিস্ফোরণ ঘটলে কে আগে শব্দ শুনতে পারে?
ক. এক কিলোমিটার দূরে ভূমিতে অবস্থানকারী একজন ব্যক্তি
খ. এক কিলোমিটার দূরে সমূদ্রে অবস্থানকারী একজন ব্যক্তি
গ. এক কিলোমিটার দূরে সমুদ্রের পানির নীচে অবস্থানকারী একজন ব্যক্তি
ঘ. সকলেই একসঙ্গে শব্দটা শুনতে পারে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?/আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল কত?
ক. ১ সেকেন্ড
খ. ০.১ সেকেন্ড
গ. ০.০১ সেকেন্ড
ঘ. ০.০০১ সেকেন্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে?
ক. তৎক্ষনাৎ
খ. ৬ সেকেন্ডে
গ. ৬০ মিনিটে
ঘ. কখনও শুনা যাবে না
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন?
ক. ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
খ. ফাঁপা বাক্স ব্যতীত কম্পন সৃষ্টি হয় না
গ. বাদ্যের সুরকে মধুর করতে ফাঁপা বাক্স অত্যাবশ্যক
ঘ. ফাঁপা বাক্সে বাদ্যের সৌন্দর্য বৃদ্ধি হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
ক. অর্ধেক হবে
খ. দ্বিগুণ হবে
গ. তিনগুণ হবে
ঘ. চারগুণ হবে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
ক. সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
খ. তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
গ. অলৌকিকভাবে
ঘ. ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়?
ক. সেকেন্ড
খ. হার্টস
গ. মিটার
ঘ. মিটার/সেঃ
উত্তরঃ খ

প্রশ্নঃ শব্দোত্তর তরঙ্গ উৎপত্তি হয় কার মাধ্যমে?
ক. এক টুকরো কাঁচ
খ. রেডিওর লাইড স্পিকার
গ. গাড়ির হর্ণ
ঘ. কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
ক. শূণ্যতায়
খ. কঠিন পদার্থে
গ. তরল পদার্থে
ঘ. বায়বীয় পদার্থে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ১৫০ মিটার। এর কম্পাঙ্ক কত?
ক. ৫ মেগাহার্টজ
খ. ৩ মেগাহার্টজ
গ. ৪ মেগাহার্টজ
ঘ. ২ মেগাহার্টজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শব্দ উৎপত্তির কারণ-
ক. বস্তুর কম্পন
খ. বস্তুর তাপমাত্রা
গ. প্রতিধ্বনি
ঘ. শব্দ তরঙ্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি
ক. বাড়ে
খ. কমে
গ. প্রথমে বাড়ে পরে কমে
ঘ. অপরিবর্তিত থাকে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে?
ক. চোখে দেখে
খ. ঘ্রাণ শক্তির মাধ্যমে
গ. আলট্রাসনিক শব্দের মাধ্যমে
ঘ. সবগুলোই ঠিক
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি বন্দুকের গুলী প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগ লক্ষ্য ভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্য ভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
ক. ২০২৫ ফুট
খ. ১৯২৫ ফুট
গ. ১৯৭৫ ফুট
ঘ. ১৮৭৫ ফুট
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দ অধিক দ্রুত গতিতে চলে?
ক. পানিতে
খ. ইস্পাতে
গ. বাতাসে
ঘ. বায়ুশূন্য মাধ্যমে
উত্তরঃ খ

প্রশ্নঃ চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
ক. চাঁদে কোন জীবন নেই তাই
খ. চাঁদে কোন পানি নেই তাই
গ. চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
ঘ. চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
উত্তরঃ গ

প্রশ্নঃ শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোনো কুয়ার কাছে দাঁড়িয়ে হাততালি দিলে কত সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যাবে?
ক. ১/৬ সেকেন্ড
খ. ১/৩ সেকেন্ড
গ. ৩ সেকেন্ড
ঘ. ৬ সেকেন্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
ক. শূন্যতায়
খ. লোহা
গ. পানি
ঘ. বাতাস
উত্তরঃ খ

প্রশ্নঃ শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন বিমানের নাম কি?/নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান?
ক. বোয়িং
খ. কনকর্ড
গ. এয়ারবাস
ঘ. জাম্বোজেট
উত্তরঃ খ

প্রশ্নঃ রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়ঃ
ক. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
খ. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
গ. কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?/শব্দের জন্য কোন মাধ্যম সবচেয়ে ভাল বাহক?
ক. শূন্য মাধ্যমে
খ. তরল মাধ্যমে
গ. কঠিন মাধ্যমে
ঘ. বায়বীয় মাধ্যমে
উত্তরঃ গ

প্রশ্নঃ The loudness of sound depends on
ক. Wave length
খ. Frequency
গ. Wave amplitude
ঘ. Harmonic content
উত্তরঃ গ

প্রশ্নঃ আলট্রাসনোগ্রাফি কি?
ক. নতুন ধরনের এক্সরে
খ. ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে শব্দের দ্বারা ইমেজিং
গ. শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
ঘ. শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথর বিচূর্ণীকরণ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!