তথ্য প্রযুক্তি

তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ

প্রশ্ন- তথ্য প্রযুক্তি –সমাধান
০১। বিশ্বে ইন্টারনেট চালু হয়- ১৯৬৯ সালে
০২। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়- ১৯৯৩ সালে
০৩। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয়- ১৯৯৬ সালে
০৪। বাংলাদেশে 3G চালু হয়- 14 OCTOBER, 2012
০৫। বাংলাদেশে ৪জি চালু হয়- ১৯ ফেব্রুয়ারি , ২০১৮
০৬। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন- ১২ মে , ২০১৮
০৭। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার- IBM-1620
০৮। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
০৯। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন- মহিষের
১০। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন- ড. মাকসুদুল আলম
১১। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায়
১২। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ দোয়েল
১৩। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে-২১ ফ্রেব্রুয়ারি, ২০১৩
১৪। শেখ হাসিনা সফটওয়্যার পার্ক- যশোর
১৫। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন- পিপীলিকা
১৬। বাংলাদেশের প্রথম ডিজিটার জেলা- যশোর
১৭। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম- সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল
১৮। বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়- ৪ জানুয়ারী, ১৯৯০
১৯। বাংলাদেশের প্রথম ওয়াই ফাই নগরী- সিলেট
২০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ-মিঠাপুকুর, রংপুর
২১। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয়- June, 2009, Banglalion

বাংলাদেশের তথ্য প্রযুক্তি


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!