প্রশ্নঃ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং গভীরতা ৪০ সেঃমিঃ। চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত লিটার?
ক. ১০০০০
খ. ৩০০০
গ. ২০০০০
ঘ. ২০০০
উত্তরঃ গ
প্রশ্নঃ ৪ মিটার ব্যাস বিশিষ্ট একটি বলকে একটি ঘনবাক্সে রাখা যায় এমন ঘনবাক্সের আয়তন নির্নয় করুন?
ক. ৭২ ঘনমিটার
খ. ৬৪ ঘনমিটার
গ. ৮৪ ঘনমিটার
ঘ. ৩৬ ঘনমিটার
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি ঘরের দৈর্ঘ্য ৮ মি., প্রস্থ ৬ মি. এবং উচ্চতা ৩ মি. হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?
ক. ৮৪ বর্গ মিটার
খ. ৮৬ বর্গ মিটার
গ. ৮৮ বর্গ মিটার
ঘ. ৯০ বর্গ মিটার
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৮” উচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত?
ক. ৮ ঘনফুট
খ. ৯ ঘনফুট
গ. ১০৮ ঘনফুট
ঘ. ৬ ঘনফুট
উত্তরঃ খ
প্রশ্নঃ r ভূমির ব্যাসার্ধ এবং h উচ্চতা হলে ১/৩ πr2h ঘন একক কিসের আয়তন?
ক. বেলনের
খ. কোণকের
গ. ঘনকের
ঘ. গোলকের
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি আয়তকার তাম্রপিন্ডের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ১১ মিটার, ১০ মিটার এবং ৫ মিটার। একে গলিয়ে ৫০ সে.মি. ব্যাসের কতগুলো গোলক প্রস্তুত করা যায়?
ক. ৮৪০১(প্রায়)
খ. ৮৪০৩(প্রায়)
গ. ৮৪০৫(প্রায়)
ঘ. ৮৪০৭(প্রায়)
উত্তরঃ ক
গণিত, জ্যামিতি, চতুর্ভুজ:
প্রশ্নঃ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
ক. ৯ মিটার
খ. ১২ মিটার
গ. ৩ মিটার
ঘ. ৬ মিটার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। তার ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, ইহার পরিসীমা কত?
ক. ৬৫ মিটার
খ. ৬০ মিটার
গ. ১৮ মিটার
ঘ. ৫০ মিটার
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
ক. ৩০ মিটার
খ. ৪০ মিটার
গ. ৫০ মিটার
ঘ. ৬০ মিটার
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার দৈর্ঘ্য হবে–
ক. ১৮০ মিটার
খ. ১৬০ মিটার
গ. ১৪০ মিটার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত?
ক. ২০০
খ. ৩০০
গ. ৪০০
ঘ. ৫০০
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের–
ক. দ্বিগুণ হবে
খ. চারগুণ হবে
গ. ছয়গুণ হবে
ঘ. আটগুণ হবে
উত্তরঃ খ
প্রশ্নঃ ABCD সামন্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হল। ∠BAD = ১০০° হলে ∠BCE = কত?
ক. ৬৫°
খ. ৮০°
গ. ৪৫°
ঘ. ৬০°
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক. 35√5
খ. 40√5
গ. 45√5
ঘ. 25√5
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি বর্গাকৃতি বাগানের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
ক. ১৩২ বর্গ মি.
খ. ১২১ বর্গ মি.
গ. ১২০ বর্গ মি.
ঘ. ৮৮ বর্গ মি.
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৯০.৭৫ মিটার ও ৪৫.৫০ মিটার। বাগানটিতে গাছের চারা লাগাতে প্রতি ৪.১২৫ বর্গমিটারে ৭.৫৫ টাকা খরচ হয়। বাগানটিতে চারা লাগাতে সর্বমোট কত খরচ হবে?
ক. ৭৫৫৭.৭৫ টাকা
খ. ৭৫৬৭.৬৫ টাকা
গ. ৭৮৭৫.২০ টাকা
ঘ. ৮৬৯৫.৩৫ টাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ 20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x+3 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
ক. 4x-3
খ. 5x+3
গ. 5x-3
ঘ. 6x-3
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসাবে ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
ক. ১০ মিটার
খ. ১৪ মিটার
গ. ১২ মিটার
ঘ. ১৬ মিটার
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন বাগানের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক. ৩০
খ. ২
গ. ৩০০
ঘ. ২০০
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট। BC = ৬ফুট, CF = ৫ ফুট, DE = কত?
ক. ১৫ ফুট
খ. ১২ ফুট
গ. ২০ ফুট
ঘ. ১৮ ফুট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি রম্বস ক্ষেত্রের কর্ণ যথাক্রমে ৫ সেমি ও ৪.৫ সেমি। উহার ক্ষেত্রফল কত বর্গ সেমি?
ক. ২.২৫ বর্গ সেমি
খ. ২২.৫০ বর্গ সেমি
গ. ১২.৫০ বর্গ সেমি
ঘ. ১১.২৫ বর্গ সেমি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর একবাহুর দৈর্ঘ্য কত গজ?
ক. ২২০
খ. ৩.১৬
গ. ১০০
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে তার লম্বা বাহুর দৈর্ঘ্য কত?
ক. ২৬
খ. ৮
গ. ৪
ঘ. ২
উত্তরঃ খ
প্রশ্নঃ The area of a rectangle is 200 sq.m. If the lenght is twice the breadth, what is the perimeter of the rectangle?/একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ বর্গমিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
ক. 40
খ. 50
গ. 60
ঘ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন চতুর্ভুজটির কেবলমাত্র দু’টি বাহু সমান্তরাল?
ক. বর্গক্ষেত্র
খ. আয়তক্ষেত্র
গ. রম্বস
ঘ. ট্রাপিজিয়াম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এর প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?
ক. ১২৮ মিটার
খ. ৬৪ মিটার
গ. ৩২ মিটার
ঘ. ৪৮ মিটার
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
ক. ৮% বৃদ্ধি
খ. ৮% হ্রাস
গ. ১০৮% বৃদ্ধি
ঘ. ১০৮% হ্রাস
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৩০ মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা ১৪০ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্নয় করুন?
ক. ৫০ মিটার ও ২০ মিটার
খ. ৫৫ মিটার ও ২৫ মিটার
গ. ৬০ মিটার ও ৩০ মিটার
ঘ. ৪৫ মিটার ও ১৫ মিটার
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে ক্ষেত্রফল–
ক. ২০% কমবে
খ. ৪% কমবে
গ. ২৫% কমবে
ঘ. পরিবর্তন হবে না
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)