প্রশ্নঃ রক্ত জমাট বাধায় কোন ধাতুর আয়ন সাহায্য করে?
ক. আয়রন
খ. সোডিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তরঃ গ
প্রশ্নঃ ডাক্তার রোগীর নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন?
ক. শিরার স্পন্দন
খ. ধমনীর স্পন্দন
গ. স্নায়ুর গতি
ঘ. হৃৎপিণ্ডের স্পন্দন
উত্তরঃ খ
প্রশ্নঃ নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
ক. ধমনীর ভিতর দিয়া
খ. শিরার ভিতর দিয়া
গ. বায়ুর ভিতর দিয়া
ঘ. ল্যাকটিয়ালের ভিতর দিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ What is high blood pressure?
ক. Pressure exerted by air on blood
খ. Pressure exerted by liquid on blood
গ. Excess of pressure exerted by blood against blood vessels
ঘ. 150/100
উত্তরঃ গ
প্রশ্নঃ হার্ট সাউন্ড কত ধরনের?
ক. এক ধরনের
খ. দুই ধরনের
গ. তিন ধরনের
ঘ. চার ধরনের
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?
ক. লোহিত কণিকা
খ. শ্বেত কণিকা
গ. শ্বেত ও লোহিত কণিকা
ঘ. কোন কণিকাই নহে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয?
ক. গ্রুপ A
খ. গ্রুপ B
গ. গ্রুপ O
ঘ. গ্রুপ AB
উত্তরঃ গ
প্রশ্নঃ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের Pulse/min
ক. ৬৪
খ. ৮০
গ. ৭২
ঘ. ১০০
উত্তরঃ গ
প্রশ্নঃ কিসের জন্য রক্ত জমাট বাঁধে না?/রক্তনালীতে রক্ত জমাট না বাধার জন্য দায়ী কোনটি?
ক. হেপরিন
খ. হিস্টামিন
গ. হিমোগ্লোবিন
ঘ. লিস্ফোসাইট
উত্তরঃ ক
প্রশ্নঃ দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. কার্বন মনোস্কাইড
গ. নাইট্রিক অক্সাইড
ঘ. সালফার ডাই অক্সাইড
উত্তরঃ খ
প্রশ্নঃ নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় —
ক. ধমনীর ভিতর দিয়ে
খ. শিরার ভিতর দিয়ে
গ. স্নায়ুর ভিতর দিয়ে
ঘ. ল্যাকটিয়ালের ভিতর
উত্তরঃ ক
প্রশ্নঃ রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
ক. অক্সিজেন পরিবহন করা
খ. রোগ প্রতিরোধ করা
গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
ঘ. উল্লিখিত সবকয়টিই
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি হৃদরোগের কারণ?
ক. পরিমিত ঘুম
খ. ধূমপান
গ. সুষমখাদ্য গ্রহণ
ঘ. রক্তপাত
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভাল?
ক. ইউরিক এসিড
খ. হিমোগ্লোবিন
গ. শর্করা
ঘ. কোলেস্টেরল
উত্তরঃ খ
প্রশ্নঃ রক্ত কণিকা কত প্রকার
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্যাঙের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ গ
প্রশ্নঃ কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?
ক. লোহিত কণিকায়
খ. শ্বেত কণিকায়
গ. রক্তরসে
ঘ. কোনটিতেই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ডায়াস্টোল বলতে বুঝায়-
ক. হৃৎপিন্ডের প্রসারণ
খ. হৃৎপিন্ডের সংকোচন
গ. হৃৎপিন্ডে রক্ত প্রবেশ করা
ঘ. হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ
উত্তরঃ ক
প্রশ্নঃ পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত?
ক. ১ থেকে ২ লিটার
খ. ২.৫ থেকে ৪ লিটার
গ. ৪.৫ থেকে ৫ লিটার
ঘ. ৬ থেকে ৮ লিটার
উত্তরঃ গ
প্রশ্নঃ হৃৎপিন্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয়-
ক. সিস্টোল
খ. ডায়াস্টোল
গ. উভয়টিই সত্য
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে–
ক. অক্সিজেন ও গ্লুকোজ
খ. অক্সিজেন ও রক্তের আমিষ
গ. ইউরিয়া ও গ্লুকোজ
ঘ. অ্যামাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ ক
প্রশ্নঃ হিমোগ্লোবিনের কাজ কি?
ক. খাদ্য পরিবহন করা
খ. খাদ্য সংশ্লেষণ করা
গ. হরমোন বহন করা
ঘ. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন ভিটামিন-
ক. ভিটামিন-সি
খ. ভিটামিন-বি
গ. ভিটামিন-এ
ঘ. ভিটামিন-বি ১২
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তিটি সঠিক নয়?
ক. শব্দ তরঙ্গ ব্যবহার করে হৃৎপিন্ড পরীক্ষার পদ্ধতিকে Echo-cardiography বলা হয়
খ. Coronary angiography হৃদরোগের চিকিৎসা
গ. Coronary bypass হৃদরোগের চিকিৎসা
ঘ. E.T.T দ্বারা হৃৎপিন্ডের কর্মক্ষমতা পরিমাপ করা হয়
উত্তরঃ খ
প্রশ্নঃ রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই?
ক. অনুচক্রিকা
খ. হরমোন
গ. ফিব্রিনোজেন
ঘ. প্রোথ্রোম্বিন
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?
ক. ভিটামিন বি১
খ. ভিটামিন বি২
গ. ভিটামিন বি৬
ঘ. ভিটামিন বি১২
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এনজিওপ্লাস্টি হচ্ছে-
ক. হৃৎপিন্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেওয়া
খ. হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
গ. হৃৎপিন্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
ঘ. হৃৎপিন্ডের নতুন শিরা সংযোজন
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি রক্তের কাজ নয়?
ক. হরমোন বিতরণ করা
খ. ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ. জারক রস বিতরণ করা
ঘ. কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
উত্তরঃ গ
প্রশ্নঃ সাদা বা বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রাণী?
ক. শ্বেত ভল্লুক
খ. মাছি
গ. আফিক্রার কৃষ্ণকায় মৃগ
ঘ. তেলাপোকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে
ক. আমিষ
খ. স্নেহ
গ. শর্করা
ঘ. খনিজ
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)