কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০৭

প্রশ্নঃ ক্যাস্পারস্কি কি?
ক. এক ধরনের কম্পিউটার ভাইরাস
খ. এক ধরনের কম্পিউটার এন্টিভাইরাস
গ. এক ধরনের সিস্টেম সফটওয়্যার
ঘ. এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ধরণের bus ব্যবহৃত হয় না?
ক. input-reader bus
খ. address bus
গ. data bus
ঘ. control bus
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ One kilobyte is/ এক কিলোবাইটে বিটের সংখ্যা-
ক. 512 byte
খ. 1000 byte
গ. 1024 byte
ঘ. 1048576 byte
উত্তরঃ গ

প্রশ্নঃ বাতাস থেকে গতিশক্তি উৎপাদনের যন্ত্রের নাম কি?
ক. স’মিল
খ. উইন্ডমিল
গ. উইন্ডমেকার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেল এর স্তর কয়টি?
ক. 5
খ. 7
গ. 9
ঘ. 8
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হার্ডডিস্ক’ মাপার একক হল-
ক. মেগাবাইট
খ. গিগাবাইট
গ. কিলোবাইট
ঘ. টেরাবাইট
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি বহুকার্য নির্বাহক অপারেটিং সিস্টেম নয়?
ক. UNIX
খ. Windows-98
গ. Linux
ঘ. DOS
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নীচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ ও সম্পাদন করে?
ক. Interpreter
খ. Emulator
গ. Compiler
ঘ. Simulator
উত্তরঃ গ

প্রশ্নঃ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
ক. অলিভেট
খ. আইবিএম
গ. এ্যাপেল ম্যাকিনটোশ
ঘ. মাইক্রোসফট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার-
ক. ENIAC
খ. EDVAC
গ. UNIVAC
ঘ. IBM
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ নেটওয়ার্ক সম্প্রসারণ করা ও দুটি ভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ ঘটাতে কি ব্যবহার করা হয়–
ক. রাউটার
খ. সিডি রোম
গ. ব্লুটুথ
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
ক. মাউস
খ. বাস
গ. স্ক্যানার
ঘ. ইনফরমেশন সুপার হাইওয়ে
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
ক. বিল গেটস
খ. জন ভন নিউম্যান
গ. এইচ অলসেন
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ প্যারালাল প্রসেসিং কোথায় ব্যবহৃত হয়–
ক. দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে
খ. প্রথম প্রজন্মের কম্পিউটারে
গ. ক ও খ উভয়ই
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরণের মেমরী ব্যবহার হতো?
ক. RAM
খ. ROM
গ. Mercury Delay Lines
ঘ. Registors
উত্তরঃ গ

প্রশ্নঃ DPI এর পূর্ণরূপ কি?
ক. Dots Per Inch
খ. Docs Per Inch
গ. Dots Proper Inch
ঘ. Docs Proper Inch
উত্তরঃ ক

প্রশ্নঃ HTTP এর পূর্ণরূপ কি?
ক. Hyper Transfer Text Protocol
খ. Hyper Transfer Text Policy
গ. Hyper Text Transfer Protocol
ঘ. Hyper Text Transfer Process
উত্তরঃ গ

প্রশ্নঃ কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
ক. কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
খ. হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
গ. হার্ডওয়ার ও সফটওয়্যার অংশ
ঘ. সফটওয়্যার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
উত্তরঃ গ

প্রশ্নঃ 3G বলতে বোঝায়–
ক. Three Group
খ. Third Generation
গ. Third Group
ঘ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্লাউড কম্পিউটিং এর সেবা দেওয়া হয় কখন থেকে?
ক. ২০০১
খ. ২০০৩
গ. ২০০৫
ঘ. ২০০৭
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম কম্পিটার প্রোগ্রামার কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা আগস্টা
গ. স্টিভ জবস
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
ক. A + A¯ = 1
খ. A . A = 1
গ. A + A = 2A
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ Mobile Phone- এর কোনটি input device নয়?
ক. Keypad
খ. Touch Screen
গ. Camera
ঘ. Power Supply
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Firewall কি protection দেয়ার জন্য ব্যবহিত হয়?
ক. Fire attacks
খ. Unauthorized access
গ. Virus attacks
ঘ. Data-driven attacks
উত্তরঃ খ

প্রশ্নঃ সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়–
ক. হোস্ট
খ. ওয়ার্কস্টেশন
গ. সার্ভার
ঘ. পিসি
উত্তরঃ খ

প্রশ্নঃ উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম-
ক. ইনপুট
খ. আউটপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. ডেটাবেস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ CD পুরো লিখলে কি হয়?
ক. Control Disc
খ. Colour Disc
গ. Compact Disc
ঘ. Computer Disc
উত্তরঃ গ

প্রশ্নঃ 10101111 এর 1 ‘s complement কোনটি?
ক. 1111 1111
খ. 0101 0000
গ. 0000 0000
ঘ. 1100 0011
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
ক. ওয়াইম্যাক্স
খ. সি-মস
গ. ব্রডব্যান্ড
ঘ. ব্লু-ট্রুথ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
ক. ফেসবুক
খ. টুইটার
গ. উইকিপিডিয়া
ঘ. লিংকড ইন
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!