কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০৪

প্রশ্নঃ 8086 কত বিটের মাইক্রো প্রসেসর?
ক. 8
খ. 16
গ. 32
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ এক word কত বিট বিশিষ্ট হয়?
ক. 4
খ. 16
গ. 8
ঘ. 2
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Y-2K বাগ কি?
ক. একটি কম্পিউটার ভাইরাস-এর নাম
খ. ২০০০ সাল শুরুর মুহুর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ
গ. নতুন সহস্রাব্দের কম্পিউটার
ঘ. কম্পিউটার-এর একটি নতুন অপারেটিং সিস্টেম
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ক. ফ্লপি ডিস্ক
খ. মেমোরি
গ. সিপিইউ
ঘ. মনিটর
উত্তরঃ গ

প্রশ্নঃ BIOS কোথায় সংরক্ষিত থাকে?
ক. RAM-এ
খ. ROM-এ
গ. Hard Drive-এ
ঘ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
ক. RAM
খ. ROM
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটার কে আবিষ্কার করেন?
ক. উইলিয়াম অটরেড
খ. ব্লেইসি প্যাসকেল
গ. হাওয়ার্ড এইকিন
ঘ. আবাকাস
উত্তরঃ গ

প্রশ্নঃ মিনি কম্পিউটার এর জনক কে?
ক. বিল গেটস
খ. জন ভন নিউম্যান
গ. কেনেথ এইচ অলসেন
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ গ

প্রশ্নঃ “একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Ѳ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
ক. A N D
খ. NOR
গ. Ex-OR
ঘ. OR
উত্তরঃ গ

প্রশ্নঃ মোবাইল ফোনের জনক–
ক. মার্টিন কুপার
খ. কেমু পল
গ. কেনেথ এইচ অলসেন
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কম্পিউটারে ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়–
ক. বাইনারী সংখ্যা পদ্ধতি
খ. নিউমেরিক্যাল সংখ্যা পদ্ধতি
গ. ডেসিমাল সংখ্যা পদ্ধতি
ঘ. হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি
উত্তরঃ ক

প্রশ্নঃ অ্যান্ড্রয়েডের “মার্শ ম্যালো (Marsh Mallow)” অপারেটিং সিস্টেমটি কখন বাজারে আসে?
ক. ১ অক্টোবর ২০১৫
খ. ৫ অক্টোবর ২০১৫
গ. ১০ অক্টোবর ২০১৫
ঘ. ১৫ অক্টোবর ২০১৫
উত্তরঃ খ

প্রশ্নঃ Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
ক. IEEE 802.11
খ. IEEE 804.11
গ. IEEE 803.11
ঘ. IEEE 806.11
উত্তরঃ ক

প্রশ্নঃ ENIAC-এর পূর্ণরূপ কোনটি?
ক. Electronic Number Integrator and Computer
খ. Electronic Numerical Integrator and Computer
গ. Electronic Numerical Integral and Computer
ঘ. Electronic Numerical Integrator and Calculator
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক ই-মেইলের জনক বা উদ্ভাবক কে?
ক. নোরিও ওহগা (জাপান)
খ. থমসন (ইংল্যান্ড)
গ. রে টমলিনসন (যুক্তরাষ্ট্র)
ঘ. জি. মার্কনি (ইতালি)
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের উদাহরণ হলো–
ক. র‍্যাম
খ. সিডি রোম
গ. প্রিন্টার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
ক. @
খ. #
গ. &
ঘ. $
উত্তরঃ ক

প্রশ্নঃ কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে–
ক. বাইনারী
খ. হেক্সাডেসিমেল
গ. দশমিক
ঘ. অক্টাল
উত্তরঃ ক

প্রশ্নঃ ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?
ক. POP9
খ. HTML
গ. POP3
ঘ. SMTP
উত্তরঃ গ

প্রশ্নঃ Wi-Fi এর কয়টি Standard (আদর্শ) রয়েছে–
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ গ

প্রশ্নঃ URL-হলো-
ক. Web-এর বিভিন্ন Documents ও অন্যান্য Resources এর ঠিকানা
খ. কতগুলো Network- এর বিভিন্ন Resources-এর ঠিকানা
গ. শুধুমাত্র একটি LAN-এর বিভিন্ন Resources-এর ঠিকানা
ঘ. একটি Network- এর Domain
উত্তরঃ ক

প্রশ্নঃ UNIX কি?
ক. অপারেটিং সিস্টেম
খ. প্যাকেজ সফটওয়্যার
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ WWW দিয়ে বোঝানো হয়-
ক. World Wide Wonder
খ. World Wide Web
গ. Who What When
ঘ. World Woman’s Welfare
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
ক. Read-out
খ. Read
গ. Read from
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ খ

প্রশ্নঃ Firewall কি protection দেয়ার জন্য ব্যবহিত হয়?
ক. Fire attacks
খ. Unauthorized access
গ. Virus attacks
ঘ. Data-driven attacks
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ইউটিলিটি সফ্‌টওয়ার?
ক. উইন্ডোজ
খ. ওরাকল
গ. এন্টি ভাইরাস
ঘ. মাইক্রোসফ্‌ট ওয়ার্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ বাইটে বিটের সংখ্যা কত?
ক. ১০
খ. ৮
গ. ৬
ঘ. ৪
উত্তরঃ খ

প্রশ্নঃ নীচের কোনটি ৫২(১৬) এর বাইনারী রূপ?
ক. 01010010(2)
খ. 01110011(2)
গ. 00001100(2)
ঘ. 11110000(2)
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি Octal number নয়?
ক. 19
খ. 77
গ. 15
ঘ. 101
উত্তরঃ ক

প্রশ্নঃ UNICODE (ইউনিকোড)- সাধারণত–
ক. ৮ বিটের কোড
খ. ৬৪ বিটের কোড
গ. ১৬ বিটের কোড
ঘ. ৩২ বিটের কোড
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!