কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০২

প্রশ্নঃ ‘মডেম’ এর মধ্যে থাকে-
ক. একটি মডুলেটর
খ. একটি এনকোডার
গ. একটি কোডেক
ঘ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অ্যাবাকাস কি?
ক. এক প্রকার প্রাচীনতম খাওয়ার পাত্র
খ. এক প্রকার প্রাচীনতম প্রসাধন সামগ্রী
গ. এক প্রকার প্রাচীনতম গণনা যন্ত্র
ঘ. এক প্রকার প্রাচীনতম যন্ত্রযান
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ চরকি ডটকম (Chorki.com) কি?
ক. সার্চ ইঞ্জিন
খ. সামাজিক যোগাযোগ সাইট
গ. ওয়েব ব্রাউজার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ Plotter কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট
খ. আউটপুট
গ. মেমোরী
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
ক. ROM
খ. RAM
গ. PROM
ঘ. EPROM
উত্তরঃ ক

প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়
ক. টেলিমেডিসিন
খ. ইলেকট্রোমেডিসিন
গ. জায়মাপ্লাজম
ঘ. ই-ট্রিটমেন্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-
ক. ভয়েস ওভার আইপি
খ. ইন্টারনেট টেলিফোন
গ. মডেম
ঘ. পোস্ট অফিস প্রটোকল
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ

প্রশ্নঃ H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
ক. File transfer
খ. VoiP
গ. Data security
ঘ. File download
উত্তরঃ খ

প্রশ্নঃ HTML–
ক. Hyper text Markup Language
খ. Hyper Test Message LInk
গ. High Text Message LInk
ঘ. High Test Markup Language
উত্তরঃ ক

প্রশ্নঃ কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
ক. প্রিন্টার
খ. মাউস
গ. মডেম
ঘ. পটার
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তী কে?
ক. বিল গেটস
খ. সেমুর ক্রে
গ. উইলিয়াম ইংলিশ
ঘ. জর্জ বোলে
উত্তরঃ ক

প্রশ্নঃ ১০ আগস্ট ২০১৫ থেকে গুগল যে কোম্পানির অধীন–
ক. ইউটিব
খ. ফেসবুক
গ. মাইক্রোসফট
ঘ. অ্যালফাবেট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন প্লাটফর্ম?
ক. IOS
খ. Windows Phone
গ. Android
ঘ. Symbian
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?
ক. MS DOS
খ. Windows XP
গ. Windows 98
ঘ. Windows 7
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
ক. RAM
খ. Hard Disk
গ. Pen drive
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক
ক. পুনরাবৃত্তিমুলক কাজ
খ. গাণিতিক কাজ
গ. হিসাবরক্ষণ কাজ
ঘ. প্রতিবেদন প্রণয়ন
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তির নাম কি?
ক. DTA
খ. DTH
গ. DHT
ঘ. DTHA
উত্তরঃ খ

প্রশ্নঃ BCD-এর পূর্ণরূপ নিচের কোনটি?
ক. Bainary Coded Data
খ. Bainary Coded Decimal
গ. Bainary Calculated Decimal
ঘ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ ইনস্টাগ্রাম চালু হয়–
ক. ২০০৮ সালে
খ. ২০১০ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০০৬ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক কোনটি?
ক. ডট নেট
খ. অরপানেট
গ. টেকনেট
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কম্পিউটার হার্ডওয়ার বলতে বুঝানো হয়-
ক. স্মৃতি অংশ
খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ. শক্ত ধাতব অংশ
ঘ. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
ক. আইবিএম-৩৬০ সিরিজ
খ. আইবিএম-১৬২০ সিরিজ
গ. আইবিএম-১৬০০ সিরিজ
ঘ. আইবিএম- ৪৩০০ সিরিজ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
ক. অপটিকাল ফাইবার
খ. তামার তার
গ. কো-এক্সিয়াল ক্যাবল
ঘ. ওয়্যারলেস মিডিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
ক. অ্যাপেল
খ. গুগল
গ. মাইক্রোসফট
ঘ. আইবিএম
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন–
ক. বিল গেটস
খ. বিল মোগরিজ
গ. স্টিভ জবস
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন উক্তিটি সঠিক?
ক. ১ কিলোবাইট = ১০২৪ বাইট
খ. ১ মেগাবাইট = ১০২৪ বাইট
গ. ১ কিলোবাইট = ১০০০ বাইট
ঘ. ১ মেগাবাইট = ১০০০ বাইট
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি ডাটাবেজ language?
ক. Oracle
খ. C
গ. MS-Word
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের প্রথম অ্যাপল কম্পিউটারের ‘অ্যাপল-১’ এর নকশাকার কে?
ক. স্টিভ জবস
খ. স্টিভ ওজনিয়াক
গ. জ্যাক হবস
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম আইফোন বাজারে ছাড়ে–
ক. ২০০৬ সালে
খ. ২০০৮ সালে
গ. ২০০৫ সালে
ঘ. ২০০৭ সালে
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!