এনএসআই নিয়োগ

এনএসআই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও মানবন্টন

এনএসআই নিয়োগ | জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যা এনএসআই নামে পরিচিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান ও স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। এনএসআইয়ের প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।


কোন পোস্টে আবেদন করবেন?

এনএসআই নিয়োগ | Assistant Director হলো ফার্স্ট ক্লাস জব (Grade-09), অন্যদিকে Field Officer হলো সেকেন্ড ক্লাস জব (Grade-10) . এখন কোনটাতে আবেদন করলে ভাল হবে আপনার জন্য, সেটা চিন্তা করে এপ্লাই করে ফেলুন ।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

যোগ্যতা: AD এবং Field Officer এ যে কোন বিষয়ে অনার্স করেই আবেদন করা যাবে । নো মোর কনফিউশন !


কয় পোস্টে আবেদন করা যাবে?

এনএসআই নিয়োগ | যেকোন এক পোস্টে আবেদন করা উচিত। কারণ এডি এবং ফিল্ড অফিসারের পরীক্ষা গতবার একই সময়ে হয়েছিল।


পরীক্ষা কয় মাস পরে হবে?

গতবার (২০১৮) বেশি সময় লাগেনি। এবারো বেশি সময় লাগবে না মনে হয় । ১/১.৫ মাসের মধ্যেই হয়ে যাবে আশা করি।


NSI Exam Preparation:

এনএসআই নিয়োগ | প্রিলির জন্য আলাদাভাবে কোন সিলেবাস নেই, PSC Non-cadre প্রিলির সিলেবাস ফলো করলেই হবে। সেক্ষেত্রে Job Solution ই সেরা বিকল্প।


এনএসআই প্রিলির মানবন্টন:

ক্রমিক-বিষয়-নম্বর
০১। বাংলা –১০
০২। ইংরেজি –১০
০৩। অংক –১৫
০৪। বাংলাদেশ বিষয়াবলী –২০
০৫।  আন্তর্জাতিক বিষয়াবলী –১৫
০৬। দৈনন্দিন বিজ্ঞান –১০
০৭। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি –১০
০৮। দ্ধিমত্তা যাচাই অভীক্ষা –১০
০৯।মোট নম্বর –১০০

এনএসআই লিখিত:

২০১৭ সালে প্রিলি রেজাল্টের ১ সপ্তাহ পরে লিখিত পরীক্ষা হয়েছিল।
গনিতঃ বিসিএস টাইপ ম্যাথ থাকে।
সংক্ষিপ্ত ও টিকাঃ গোয়েন্দা সংস্থা, সংগঠন, বিভিন্ন দেশের সমসাময়িক ঘটনা।
NSI রিলেটেড নিয়ে একটি বিশদ লেখা।
সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে।
প্রবলেম সলভ থাকে Analytical Type
English Short Question

এনএসআই লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণঃ

ক্রমিক-বিষয়-নম্বর
০১। ম্যাথ ২ টা ১৬ নম্বর
০২। বাংলা গল্প ১০ নম্বর
০৩। টীকা (বাংলা ও ইংলিশ) ১০ নম্বর
০৪। গোয়েন্দা সংস্থার নাম ১০ নম্বর
০৫। প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) ৬ নম্বর
০৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) ১০ নম্বর
০৭। রোহিঙ্গ সমস্যা ১০ নম্বর
০৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) ৪ নম্বর
০৯। মিয়ানমারের নির্বাচন ৪ নম্বর
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) ১০ নম্বর
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস আই-এর পরিচালকের ভূমিকা ১০ নম্বর

সংগৃহীত

আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!