এমন সম্পর্কিত বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ:
০১। প্রকাশিত হইবে এমন => প্রকাশিতব্য।
০২। শুনিতে পারা যায় এমন => শ্রবণীয়/শ্রাব্য।
০৩। বুঝিতে পারা যায় এমন => বোধগম্য।
০৪। দর্শন করা হয়েছে এমন => প্রেক্ষিত।
০৫। পাঠ করিতে হইবে এমন => পঠিতব্য।
০৬। ভবিষ্যতে ঘটিবেই এমন => ভবিতব্য।
০৭। জাগিয়া রহিয়াছে এমন => জাগন্ত/জাগরুক
জন্ম সম্পর্কিত বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ:
০১। জন্মে নাই যা => অজ।
০২। দু’বার জন্মে যে => দ্বিজ।
০৩। পঙ্কে জন্মায় যাহা => পঙ্কজ।
০৪। পূর্বজন্মের কথা স্মরণ আছে যার => জাতিস্মর।
০৫। অগ্রে জন্মেছে যে => অগ্রজ।
০৬। অনুতে (বা পশ্চাতে) জন্মেছে যে => অনুজ।
০৭। সরোবরে জন্মায় যাহা => সরোজ।
০৮। শুভক্ষণে জন্ম যার => ক্ষণজন্মা।
নারী সম্পর্কিত এক কথায় প্রকাশ:
যে নারীর হাসি সুন্দর =সুস্মিতা
যে নারীর হাসি কুটিলতা বর্জিত=শুচিস্মিতা
• যে নারীর পাঁচ স্বামী= পঞ্চভর্তৃকা
• যে নারীর স্বামীর বিদেশে থাকে=প্রোষিতভর্তৃকা
• যে নারীর দুটি পুত্র= দ্বিপুত্রিকা
• যে নারীর সন্তান বাচে না =মৃতবত্সা
• যে নারীর সন্তান হয় না=বন্ধ্যা
• যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে=অধিবিন্না
• যে নারীর হিংসা নেই = অনসূয়া
• যে নারীর বিয়ে হয় না= অনূঢ়া
• যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে= নবোঢ়া
• যে নারীর বিয়ে হয়েছে= ঊঢ়া
• যে নারীর বিয়ে হয় নি= কুমারী
• যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা= মহাশ্বেতা
• যে নারী আনন্দ দান করে = বিনোদিনী
• যে নারী চিরকাল পিতার গৃহে থাকে= চিরন্টী
• যে নারী বীর = বীরাঙ্গনা • যে নারী সমূহ গামিনী = বারাঙ্গনা
• যে নারী শিশুসন্তানসহ বিধবা= বালপুত্রিকা
• যে নারী অঘটন ঘটাতে পারদর্শী=অঘটনঘটনপটিয়সী
• যে নারীর সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা
• যে নারী সূর্যকে দেখে না= অসূর্যম্পশ্যা
• যে নারী একবার সন্তান প্রসব করেছে= কাকবন্ধ্যা
• যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল= অন্যপূর্বা
• যে নারী চিত্রে অর্পিতা= চিত্রার্পিতা
যে নারী দুগ্ধবতী= পয়স্বিনী
• যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা
• যে নারী বীর সন্তান প্রসব করে =বীরপ্রসূ
• যে নারী সৌষ্ঠব সম্পন্না= অঙ্গনা
• যে নারী সুন্দরী = রামা
• যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা
• যে নারীর স্বামী ও পুত্র জীবিত= পুরন্ধ্রী,বীরা
• যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা
আরো পড়ুন:
- বিখ্যাত ঐতিহাসিক নাটক
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- বিবিধ বৈশিষ্ট্যের দেশ
- বিভিন্ন খেলার উত্পত্তি স্থান
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম