এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ

এমন সম্প‌র্কিত বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ:

০১। প্রকা‌শিত হই‌বে এমন => প্রকা‌শিতব্য।

০২। শু‌নি‌তে পারা যায় এমন => শ্রবণীয়/শ্রাব্য।

০৩। বু‌ঝি‌তে পারা যায় এমন => বোধগম্য।

০৪। দর্শন করা হ‌য়ে‌ছে এমন => প্রে‌ক্ষিত।

০৫। পাঠ ক‌রি‌তে হই‌বে এমন => প‌ঠিতব্য।

০৬। ভ‌বিষ্য‌তে ঘ‌টি‌বেই এমন => ভ‌বিতব্য।

০৭। জা‌গিয়া র‌হিয়া‌ছে এমন => জাগন্ত/জাগরুক


জন্ম সম্প‌র্কিত বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ:

০১। জ‌ন্মে নাই যা => অজ।

০২। দু’বার জ‌ন্মে যে => দ্বিজ।

০৩। প‌ঙ্কে জন্মায় যাহা => পঙ্কজ।

০৪। পূর্বজ‌ন্মের কথা স্মরণ আ‌ছে যার => জা‌তিস্মর।

০৫। অ‌গ্রে জ‌ন্মে‌ছে যে => অগ্রজ।

০৬। অনু‌তে (বা পশ্চা‌তে) জ‌ন্মে‌ছে যে => অনুজ।

০৭। স‌রোব‌রে জন্মায় যাহা => স‌রোজ।

০৮। শুভক্ষ‌ণে জন্ম যার => ক্ষণজন্মা।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

নারী সম্পর্কিত এক কথায় প্রকাশ:

যে নারীর হাসি সুন্দর =সুস্মিতা

যে নারীর হাসি কুটিলতা বর্জিত=শুচিস্মিতা

• যে নারীর পাঁচ স্বামী= পঞ্চভর্তৃকা

• যে নারীর স্বামীর বিদেশে থাকে=প্রোষিতভর্তৃকা

• যে নারীর দুটি পুত্র= দ্বিপুত্রিকা

• যে নারীর সন্তান বাচে না =মৃতবত্সা

• যে নারীর সন্তান হয় না=বন্ধ্যা

• যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে=অধিবিন্না

• যে নারীর হিংসা নেই = অনসূয়া

• যে নারীর বিয়ে হয় না= অনূঢ়া

• যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে= নবোঢ়া

• যে নারীর বিয়ে হয়েছে= ঊঢ়া

• যে নারীর বিয়ে হয় নি= কুমারী

• যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা= মহাশ্বেতা

• যে নারী আনন্দ দান করে = বিনোদিনী

• যে নারী চিরকাল পিতার গৃহে থাকে= চিরন্টী

• যে নারী বীর = বীরাঙ্গনা • যে নারী সমূহ গামিনী = বারাঙ্গনা

• যে নারী শিশুসন্তানসহ বিধবা= বালপুত্রিকা

• যে নারী অঘটন ঘটাতে পারদর্শী=অঘটনঘটনপটিয়সী

• যে নারীর সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা

• যে নারী সূর্যকে দেখে না= অসূর্যম্পশ্যা

• যে নারী একবার সন্তান প্রসব করেছে= কাকবন্ধ্যা

• যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল= অন্যপূর্বা

• যে নারী চিত্রে অর্পিতা= চিত্রার্পিতা

যে নারী দুগ্ধবতী= পয়স্বিনী

• যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা

• যে নারী বীর সন্তান প্রসব করে =বীরপ্রসূ

• যে নারী সৌষ্ঠব সম্পন্না= অঙ্গনা

• যে নারী সুন্দরী = রামা

• যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা

• যে নারীর স্বামী ও পুত্র জীবিত= পুরন্ধ্রী,বীরা

• যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!