ইন্দোচীন – লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম

লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামকে কেন ইন্দোচীন দেশ বলা হয়?

ইন্দোচীন | এই প্রশ্নের উত্তরের দুইটা দিক আছে। একটা socio-cultural, আরেকটা geopolitical.
Socia-cultural দিক হল এই অঞ্চল ভারতীয় সভ্যতা ও চৈনিক সভ্যতার ক্রসরোডে অবস্থিত। এই কারণে এই অঞ্চলের সংষ্কৃত ভারতীয় ও চৈনিক উভয় সভ্যতা দ্বারা প্রভাবিত হয়েছে। যে কারনে এ অঞ্চলের ভৌগলিক নাম “ইন্দোচায়না”

Geopolitical কারণ হল কলোনিয়াল টাইমে এ অঞ্চলে যে ফ্রেঞ্চ কলোনি গড়ে উঠেছিল তার নাম ছিল ” Union of Indochina”. এই ফ্রেঞ্চ কলোনি মডার্ন ডে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামকে ইনকর্পোরেট করেছিল। তাই এই তিন দেশ এখনো ইন্দোচীন নামে পরিচিত।

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top