আয়তনে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ

০১৷ আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ- রাশিয়া

০২৷ আয়তনে ইউরোপের সবচেয়ে বৃহত্তম দেশ- রাশিয়া

০৩৷ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ- কানাডা

০৪৷ এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ- চীন

০৫৷ দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ- ব্রাজিল

০৬৷ ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ- অষ্ট্রেলিয়া

০৭৷ আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ- আলজেরিয়া

০৮৷ আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেন- ভারত

০৯৷ মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ- সৌদিআরব

১০৷ আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ- কানাডা

১১৷ আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলীম দেশ- কাজাখস্তান

১২৷ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলীম দেশ- ইন্দোনেশিয়া

১৩৷ আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ- মোনাকো

১৪৷ ইউরোপের ক্ষুদ্রতম দেশ- ভ্যাটিকান

১৫৷ আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ- সিচেলিস

১৬৷ দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম- সুরিনাম

১৭৷ এশিয়ার ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ

১৮৷ আয়তনে মুসলীম বিশ্বের ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ

১৯৷ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ- সেন্টকিটস এন্ড নেভিস

২০৷ ওশেনিয়ার সবচেয়ে ছোট দেশ- নাউরু

২১৷ আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ- ভ্যাটিকান

২২৷ আয়তনে বৃহত্তম মহাদেশ- এশিয়া

২৩৷ আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ- ওশেনিয়া

২৪৷ জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ- এশিয়া

২৫৷ জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশ- এন্টাকটিকা

২৬৷ পৃথিবীর জনশুন্য মহাদেশ- এন্টাকটিকা

২৭৷ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ- চীন


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!