আন্তর্জাতিক বিষয়াবলী-৯৬

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম:

প্রশ্নঃ বিশ্বে সবচেয়ে বেশি লোক বাস করে কোন দেশে?
ক. ভারত
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
ক. ষষ্ঠ
খ. দশম
গ. সপ্তম
ঘ. অষ্টম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) সর্বাধিক HIV আক্রান্ত দেশ কোনটি?
ক. সিয়েরা লিয়ন
খ. দক্ষিণ সুদান
গ. লেসেথো
ঘ. কেনিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের সংবাদপত্রের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৪৬তম
খ. ১৪৪তম
গ. ১৪৭তম
ঘ. ১৪৫তম
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম কি?
ক. Mark II
খ. FAST
গ. RT-32
ঘ. KAT-7
উত্তরঃ খ

প্রশ্নঃ Which is considered the coldest place on earth?/পৃথিবীতে শীতলতম স্থান কোনটি?
ক. Oakland in New Zealand
খ. Verkoyansk in Siberia
গ. Alask in USA
ঘ. Sydney in New Australia
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৭ সালের সংবাদপত্রের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. ডেনমার্ক
খ. ফিনল্যান্ড
গ. সুইডেন
ঘ. নরওয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) চলতি মূল্যে জিডিপি’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
ক. জার্মানি
খ. জাপান
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জনসংখ্যার অনুপাতে আধুনিক দাসত্বের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
ক. দশম
খ. দ্বাদশ
গ. একাদশ
ঘ. অষ্টম
উত্তরঃ ক

প্রশ্নঃ ৪ এপ্রিল ২০১৬ কোন দেশ প্রথম ডেঙ্গু টিকা চালু করে?
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. ফিলিপাইন
ঘ. জার্মানি
উত্তরঃ গ

প্রশ্নঃ অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৬ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৩৭তম
খ. ১৩০তম
গ. ১২৫তম
ঘ. ১৩২তম
উত্তরঃ ক

প্রশ্নঃ মানব উন্নয়ন রিপোর্ট ২০১৬ঃ মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ কোনটি?
ক. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ. ইরিত্রিয়া
গ. কঙ্গো প্রজাতন্ত্র
ঘ. নাইজার
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১২৫তম
খ. ১২২তম
গ. ১২০তম
ঘ. ১১৫তম
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রবাসী আয় বা রেমিট্যান্স কোন দেশের জিডিপি’তে সর্বাধিক অবদান রাখে?
ক. হাইতি
খ. লাইবেরিয়া
গ. নেপাল
ঘ. কিরগিজস্তান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ মালবাহী জাহাজের নাম কি?
ক. দ্য গ্লোব
খ. দ্য লিডার
গ. গ্লোব ভান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ফ্রান্স
খ. চীন
গ. জাপান
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৬ অনুযায়ী সবচেয়ে খারাপ দেশ কোনটি?
ক. উত্তর কোরিয়া
খ. কিউবা
গ. ভেনিজুয়েলা
ঘ. জিম্বাবুয়ে
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালের বৈশ্বিক লিঙ্গ বিভাজন রিপোর্টে লিঙ্গ বৈষ্যমে শীর্ষ দেশ কোনটি?
ক. সৌদি আরব
খ. ইরান
গ. ইয়েমেন
ঘ. নাইজেরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৫ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ বা ভালো দেশ কোনটি?
ক. চীন
খ. জাপান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ টেক্সটাইল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. সপ্তম
খ. অষ্টম
গ. ষষ্ঠ
ঘ. দ্বিতীয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বৈশ্বিক উদ্যোক্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক. চাদ
খ. মৌরতানিয়া
গ. বুরন্ডি
ঘ. সিয়েরা লিওন
উত্তরঃ ক

প্রশ্নঃ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান-
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে (২০১৬) কতটি বাঘ রয়েছে?
ক. ৯৫টি
খ. ১০৬টি
গ. ১৫০টি
ঘ. ২০০টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে শীর্ষ দেশ কোনটি?
ক. মেক্সিকো
খ. ফিলিপাইন
গ. চীন
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৬ সালের রিপোর্ট অনুযায়ী সর্বাধিক বিনিয়োগ হয়েছে?
ক. বাংলাদেশ
খ. চীন
গ. জাপান
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২২ জুন ২০১৭ ICC’র পূর্ণ সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ কোনটি?
ক. স্কটল্যান্ড
খ. আফগানিস্তান
গ. আয়ারল্যান্ড
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বিশ্বের দীর্ঘমেয়াদী রাজা কে?
ক. দ্বিতীয় সোবুজা
খ. প্রথম জর্জ
গ. ভূমিবল আদুলাদেজ
ঘ. সপ্তম এডওয়ার্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ Which country has the largest area of rainforest?
ক. Malaysia
খ. USA
গ. Brazil
ঘ. Spain
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৬ সালে WWF-এর তথ্য অনুযায়ী, বিশ্বে বাঘের সংখ্যা কতটি?
ক. ৩৬৫০
খ. ৩৫৬০
গ. ৩০৯০
ঘ. ৩৮৯০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বাজার মূল্যে বৃহৎ জ্বালানি কোম্পানি কোনটি?
ক. ব্রিটিশ পেট্রোলিয়াম
খ. এক্সন মবিল
গ. পেট্রোচায়না
ঘ. সেভরন কর্পোরেশন
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!