সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম:
প্রশ্নঃ বিশ্বে সবচেয়ে বেশি লোক বাস করে কোন দেশে?
ক. ভারত
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
ক. ষষ্ঠ
খ. দশম
গ. সপ্তম
ঘ. অষ্টম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) সর্বাধিক HIV আক্রান্ত দেশ কোনটি?
ক. সিয়েরা লিয়ন
খ. দক্ষিণ সুদান
গ. লেসেথো
ঘ. কেনিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৭ সালের সংবাদপত্রের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৪৬তম
খ. ১৪৪তম
গ. ১৪৭তম
ঘ. ১৪৫তম
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম কি?
ক. Mark II
খ. FAST
গ. RT-32
ঘ. KAT-7
উত্তরঃ খ
প্রশ্নঃ Which is considered the coldest place on earth?/পৃথিবীতে শীতলতম স্থান কোনটি?
ক. Oakland in New Zealand
খ. Verkoyansk in Siberia
গ. Alask in USA
ঘ. Sydney in New Australia
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৭ সালের সংবাদপত্রের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. ডেনমার্ক
খ. ফিনল্যান্ড
গ. সুইডেন
ঘ. নরওয়ে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) চলতি মূল্যে জিডিপি’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
ক. জার্মানি
খ. জাপান
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জনসংখ্যার অনুপাতে আধুনিক দাসত্বের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
ক. দশম
খ. দ্বাদশ
গ. একাদশ
ঘ. অষ্টম
উত্তরঃ ক
প্রশ্নঃ ৪ এপ্রিল ২০১৬ কোন দেশ প্রথম ডেঙ্গু টিকা চালু করে?
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. ফিলিপাইন
ঘ. জার্মানি
উত্তরঃ গ
প্রশ্নঃ অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৬ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৩৭তম
খ. ১৩০তম
গ. ১২৫তম
ঘ. ১৩২তম
উত্তরঃ ক
প্রশ্নঃ মানব উন্নয়ন রিপোর্ট ২০১৬ঃ মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ কোনটি?
ক. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ. ইরিত্রিয়া
গ. কঙ্গো প্রজাতন্ত্র
ঘ. নাইজার
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৭ সালের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১২৫তম
খ. ১২২তম
গ. ১২০তম
ঘ. ১১৫তম
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রবাসী আয় বা রেমিট্যান্স কোন দেশের জিডিপি’তে সর্বাধিক অবদান রাখে?
ক. হাইতি
খ. লাইবেরিয়া
গ. নেপাল
ঘ. কিরগিজস্তান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ মালবাহী জাহাজের নাম কি?
ক. দ্য গ্লোব
খ. দ্য লিডার
গ. গ্লোব ভান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. ফ্রান্স
খ. চীন
গ. জাপান
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৬ অনুযায়ী সবচেয়ে খারাপ দেশ কোনটি?
ক. উত্তর কোরিয়া
খ. কিউবা
গ. ভেনিজুয়েলা
ঘ. জিম্বাবুয়ে
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৭ সালের বৈশ্বিক লিঙ্গ বিভাজন রিপোর্টে লিঙ্গ বৈষ্যমে শীর্ষ দেশ কোনটি?
ক. সৌদি আরব
খ. ইরান
গ. ইয়েমেন
ঘ. নাইজেরিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৫ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ বা ভালো দেশ কোনটি?
ক. চীন
খ. জাপান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ টেক্সটাইল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. সপ্তম
খ. অষ্টম
গ. ষষ্ঠ
ঘ. দ্বিতীয়
উত্তরঃ ক
প্রশ্নঃ বৈশ্বিক উদ্যোক্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক. চাদ
খ. মৌরতানিয়া
গ. বুরন্ডি
ঘ. সিয়েরা লিওন
উত্তরঃ ক
প্রশ্নঃ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান-
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে (২০১৬) কতটি বাঘ রয়েছে?
ক. ৯৫টি
খ. ১০৬টি
গ. ১৫০টি
ঘ. ২০০টি
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে শীর্ষ দেশ কোনটি?
ক. মেক্সিকো
খ. ফিলিপাইন
গ. চীন
ঘ. ভারত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৬ সালের রিপোর্ট অনুযায়ী সর্বাধিক বিনিয়োগ হয়েছে?
ক. বাংলাদেশ
খ. চীন
গ. জাপান
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২২ জুন ২০১৭ ICC’র পূর্ণ সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ কোনটি?
ক. স্কটল্যান্ড
খ. আফগানিস্তান
গ. আয়ারল্যান্ড
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বিশ্বের দীর্ঘমেয়াদী রাজা কে?
ক. দ্বিতীয় সোবুজা
খ. প্রথম জর্জ
গ. ভূমিবল আদুলাদেজ
ঘ. সপ্তম এডওয়ার্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ Which country has the largest area of rainforest?
ক. Malaysia
খ. USA
গ. Brazil
ঘ. Spain
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৬ সালে WWF-এর তথ্য অনুযায়ী, বিশ্বে বাঘের সংখ্যা কতটি?
ক. ৩৬৫০
খ. ৩৫৬০
গ. ৩০৯০
ঘ. ৩৮৯০
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বাজার মূল্যে বৃহৎ জ্বালানি কোম্পানি কোনটি?
ক. ব্রিটিশ পেট্রোলিয়াম
খ. এক্সন মবিল
গ. পেট্রোচায়না
ঘ. সেভরন কর্পোরেশন
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)