আন্তর্জাতিক বিষয়াবলী-৯৩

প্রশ্নঃ আফ্রিকাকে স্পেন থেকে পৃথক করেছে?
ক. জিব্রাল্টার প্রণালী
খ. সান্দা প্রণালী
গ. ফ্লোরিডা প্রণালী
ঘ. পক প্রণালী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘Line of control’ is situated between which two countries?/’লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
ক. ইসরাইল ও জর্ডান(Israel and Jordan)
খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া(South Korea and North Korea)
গ. চীন ও তাইওয়ান(China and Taiwan)
ঘ. ভারত ও পাকিস্তান(India and Pakistan)
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম?
ক. মালাক্কা
খ. দার্দানেলিস
গ. জরমুজ
ঘ. বাব-এল-মান্দেব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
ক. সুয়েজ খাল
খ. মিসিসিপি
গ. ভলগা
ঘ. পানামা খাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নাগার্নো কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর–
ক. ভারত-পাকিস্তান
খ. পাকিস্তান-আফগানিস্তান
গ. আজারবাইজান-আর্মেনিয়া
ঘ. ইতালি-জার্মানি
উত্তরঃ গ

প্রশ্নঃ The waterway separating India and Sri Lanka is–/ভারতকে শ্রীলঙ্কা হতে পৃথক করেছে কোন পানিপথ?
ক. Strait of Gibralter
খ. Suez Canal
গ. Palk Strait
ঘ. St. Georges Channal
উত্তরঃ গ

প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে?
ক. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
খ. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
গ. মর্মর সাগর ও কৃষ্ণ সাগর
ঘ. লোহিত সাগর ও আরব সাগর
উত্তরঃ ক

প্রশ্নঃ Niagara Falls is situated in which of the following country?/নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া
খ. নাইজেরিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ গ

প্রশ্নঃ গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
ক. চীন
খ. দক্ষিণ সুদান
গ. ভারত
ঘ. মঙ্গোলিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে–
ক. এলবর্জ
খ. আল্পস
গ. বেননেভিস
ঘ. এলগন
উত্তরঃ গ

প্রশ্নঃ গোবি একটি–
ক. মরুভূমির নাম
খ. ভাষার নাম
গ. নদীর নাম
ঘ. উপত্যকার নাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা–
ক. ম্যাকমোহন লাইন
খ. ডুরাল্ড লাইন
গ. ম্যানারহেইম লাইন
ঘ. র‍্যাডক্লিফ লাইন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
ক. কাস্পিয়ান হ্রদ
খ. বৈকাল
গ. মানস সরোবর
ঘ. ডেড সী
উত্তরঃ খ

প্রশ্নঃ স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি…
ক. বিখ্যাত নদী
খ. বিখ্যাত জলপ্রপাত
গ. বিখ্যাত গিরিপথ
ঘ. বিখ্যাত শহর
উত্তরঃ খ

প্রশ্নঃ আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ক. ফ্লোরিডা
খ. পক
গ. জিব্রাল্টার
ঘ. বেরিং
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এর মধ্যে কোন দেশ যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে কাছে?
ক. গ্রিনল্যান্ড
খ. রাশিয়া
গ. গুয়েতেমালা
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ খ

প্রশ্নঃ পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ক. ডুরাল্ড লাইন
খ. তালেবান লাইন
গ. ম্যাকমোহন লাইন
ঘ. র‍্যাডক্লিফ লাইন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বেরিং প্রণালী’ কোন দুটো মহাদেশকে পৃথক করেছে–
ক. আফ্রিকা ও রাশিয়া
খ. এশিয়া ও ইউরোপ
গ. আমেরিকা ও এশিয়া
ঘ. আফ্রিকা ও ইউরোপ
উত্তরঃ গ

প্রশ্নঃ ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে?
ক. উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
খ. আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
গ. ভারত মহাসাগর ও ভূমধ্য মহাসাগরকে
ঘ. ভূমধ্য মহাসাগর ও লোহিত সাগরকে
উত্তরঃ ক

প্রশ্নঃ Which is a man made waterway?/কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত?
ক. Strait of Gibralter
খ. Strait of Bosphorus
গ. Kiel Canal
ঘ. Cape of Good Hope
উত্তরঃ গ

প্রশ্নঃ এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে গিয়েছে–
ক. 90° পশ্চিম দ্রাঘিমা রেখা
খ. 90° উত্তর-পশ্চিম দ্রাঘিমা রেখা
গ. 90° পূর্ব দ্রাঘিমা রেখা
ঘ. 90° পুর্ব-পশ্চিম দ্রাঘিমা রেখা
উত্তরঃ গ

প্রশ্নঃ এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয়-
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫১ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৫৩ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ইরানের মরুভূমি?
ক. রাব আল খালী
খ. দস্ত-ই-লুত
গ. দাহনা
ঘ. নাফুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ পানামা খালের মালিকানা কতসালে পানামার কাছে হস্তান্তর করা হয়?
ক. ২০০০ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ১৯৯৮ সালে
ঘ. ১৯৯০ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ Except one, the rest are names of some of the famous deserts of the world. Identify the one that is not a desert:
ক. Gobi
খ. Kalahari
গ. Baikal
ঘ. Thor
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
ক. মালাক্কা
খ. জিব্রাল্টার
গ. পক
ঘ. পানামা
উত্তরঃ খ

প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে?
ক. পর্তুগাল ও মরক্কো
খ. মৌরিতানিয়া ও স্পেন
গ. আলবেনিয়া ও স্পেন
ঘ. মরক্কো ও স্পেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Dead Sea কোথায় অবস্থিত?
ক. Egypt এবং Jordan এর মধ্যে অবস্থিত
খ. Israil এবং Jordan এর মধ্যে অবস্থিত
গ. Iraq এবং Jordan এর মধ্যে অবস্থিত
ঘ. Iraq এবং Turkey এর মধ্যে অবস্থিত
উত্তরঃ খ

প্রশ্নঃ হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?
ক. আগ্নেয় পর্বত
খ. ভঙ্গিল পর্বত
গ. ক্ষয়জাত পর্বত
ঘ. স্তূপ পর্বত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?
ক. মধ্য ইউরোপের সমভূমি
খ. সিন্ধু সমভূমি
গ. টাইগ্রিস সমভূমি
ঘ. হোয়াংহো সমভূমি
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!