প্রশ্নঃ যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি’ কি নামে পরিচিত?
ক. ওয়াশিংটন চুক্তি
খ. স্বাধীনতা চুক্তি
গ. প্রথম ভার্সাই চুক্তি
ঘ. বার্লিন চুক্তি
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি?
ক. ডেজার্ট শীল্ড
খ. ক্রুসেড
গ. ডেজার্ট স্টর্ম
ঘ. ইনফাইনাইট জাস্টিস
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ কবে এআইআইবি (AIIB) চুক্তি অনুমোদন করে?
ক. ১৫ মার্চ ২০১৬
খ. ২০ মার্চ ২০১৬
গ. ২২ মার্চ ২০১৬
ঘ. ১২ মার্চ ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ডেটন শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়-
ক. ১৯৯০ সনে
খ. ১৯৯১ সনে
গ. ১৯৯২ সনে
ঘ. ১৯৯৩ সনে
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।
প্রশ্নঃ নাগাসাকিতে পারমাণবিক হামলা করা হয়-
ক. ১৯৪৫ সালের ৯ আগস্ট
খ. ১৯৪৫ সালের ৬ আগস্ট
গ. ১৯৪৫ সালের ৮ আগস্ট
ঘ. ১৯৪৫ সালের ৭ আগস্ট
উত্তরঃ ক
প্রশ্নঃ এ পর্যন্ত (২০১৫) কতটি দেশ CTBT অনুমোদন করেছে?
ক. ১৬৪ টি
খ. ১৬০ টি
গ. ১৫৫ টি
ঘ. ১৬৫ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) স্বাক্ষরকারী দেশ কতটি?
ক. ১৯০ টি
খ. ১৭৫ টি
গ. ১৮৫ টি
ঘ. ১৬৫ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ইমবেডেড জার্নালিজম’ কোন অপারেশনের সাথে যুক্ত?
ক. অপারেশন ইরাকি ফ্রিডম
খ. অপারেশন ডেজার্ট স্টর্ম
গ. অপারেশন রেড ডন
ঘ. অপারেশন লিপ ফরওয়ার্ড
উত্তরঃ ক
প্রশ্নঃ কিয়াটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল?
ক. জনসংখ্যার হ্রাস
খ. দারিদ্র হ্রাস
গ. নিরস্ত্রীকরণ
ঘ. বিশ্ব উষ্ণতা হ্রাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৪ সেপ্টেম্বর ২০১৫ বাণিজ্য সহায়তা চুক্তি (FTA) অনুমোদনকারী বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬তম দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. জাপান
গ. চীন
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯০
খ. ১৯৯৩
গ. ১৯৯৬
ঘ. ১৯৯৯
উত্তরঃ খ
প্রশ্নঃ ইঙ্গ-মার্কিন বাহিনী কর্তৃক ‘অপারেশন ইনডিউরিং ফ্রিডম’ পরিচালনা করা হয় কোন দেশে?
ক. ইরাক
খ. সিরিয়া
গ. আফগানিস্তান
ঘ. লিবিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
ক. ১৯৪৮
খ. ১৯৫৬
গ. ১৯৪৫
ঘ. ২০০০
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিবাদ ছিল?
ক. পারস্য উপসাগর
খ. আরব সাগর
গ. শাত ইল আরব
ঘ. ওমান উপসাগর
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতিসংঘের ‘মানবাধিকার কমিশন’ গঠিত হয়-
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি(ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
ক. এবোটাবাদ
খ. বালাকোট
গ. কোয়েটা
ঘ. গিলগিট
উত্তরঃ খ
প্রশ্নঃ Peral Harbour, where the american Pacific Fleet was stationed,was attacked by Japanese-/জাপান যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর বন্দর পার্ল হারবার আক্রমণ করে-
ক. 1939
খ. 1935
গ. 1944
ঘ. 1941
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (TPP) চুক্তি স্বাক্ষর করা দেশ কতটি?
ক. ১৩
খ. ১২
গ. ১৫
ঘ. ৯
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়-
ক. ১৯১৪ সালের ১০ সেপ্টেম্বর
খ. ১৯১৭ সালের ১৪ আগস্ট
গ. ১৯১৮ সালের ১১ নভেম্বর
ঘ. ১৯২০ সালের ১৯ জুন
উত্তরঃ গ
প্রশ্নঃ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?
ক. ১৯৪৪ সালে
খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৪৭ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ Maastrich শহরটি কোথায় অবস্থিত?
ক. নেদারল্যান্ড
খ. জার্মানি
গ. ফ্রান্স
ঘ. ইল্যান্ডে
ঙ. ইতালি
উত্তরঃ ক
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়–
ক. ১৯৪৪ সালের ১ সেপ্টেম্বর
খ. ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর
গ. ১৯৪৫ সালের ৯ আগস্ট
ঘ. ১৯৪৫ সারের ৬ আগস্ট
উত্তরঃ খ
প্রশ্নঃ অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিচট চুক্তি অনুমোদরে জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
ক. লুক্সেমবার্গ
খ. আয়ারল্যান্ড
গ. গ্রিস
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) বিশ্বের কতটি দেশের শান্তিরক্ষী কাজ করছে?
ক. ১২৬টি
খ. ১২২টি
গ. ১২০টি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ওয়াটার লুর যুদ্ধে কে পরাজিত হন?
ক. রবার্ট ক্লাইভ
খ. ম্যাকআর্থার
গ. ক্লিনটন
ঘ. নেপোলিয়ন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৭ সালে যুক্তরাষ্ট্র কোন দেশে ‘থাড’ (THAAD) ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করে?
ক. জাপান
খ. আফগানিস্তান
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. সোমালিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক. ৬২০
খ. ৬২১
গ. ৬২২
ঘ. ৬২৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন চুক্তিটি ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেনি?
ক. এনপিটি
খ. রিও চুক্তি
গ. স্টার্ট-১
ঘ. স্টার্ট-২
উত্তরঃ ক
প্রশ্নঃ ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ‘ফকল্যান্ড’ নিয়ে যুদ্ধ হয় কত সালে?
ক. ১৯৮০
খ. ১৯৮১
গ. ১৯৮২
ঘ. ১৯৮৩
উত্তরঃ গ
প্রশ্নঃ প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ কবে স্বাক্ষর করে?
ক. ২৫ জুলাই ২০১৬
খ. ২২ জুন ২০১৬
গ. ২২ এপ্রিল ২০১৬
ঘ. ২২ মে ২০১৬
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)